আজকাল ওয়েবডেস্ক:‌ রাজারহাটে মর্মান্তিক দুর্ঘটনা। সরকারি বাসের ধাক্কায় কাটা পড়ল তরুণীর হাত। এখানেই শেষ নয়, ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেন তিনি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের সিটি সেন্টার ২ এর সামনে। ঘটনার পরেই ছুটে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া অবধি তরুণীর অবস্থা সঙ্কটজনক।


জানা গেছে বছর ২৫ এর ওই তরুণী দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল ১০ টার কিছু পড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ওই তরুণী বন্ধুর সঙ্গে বাইকে চেপে নিউটাউন সিটি সেন্টার ২ এর পাশের সার্ভিস রোড থেকে মেন রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় কৈখালির দিক থেকে নারকেলবাগানের দিকে একটি বাস আসছিল। স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতিতে ধেয়ে আসছিল বাসটি। এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। বাসের ধাক্কায় একেবারে ছিটকে পড়েন দু’‌জন। সেই সময় ওই তরুণীর হাতের উপর দিয়ে বাসের পিছনের চাকা চলে যায় বলে দাবি। 


স্থানীয়দের দাবি, ভয়াবহ এই ঘটনার পরেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।