আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরণ ক্যাম্পাসে এবার থেকে ছাত্র-ছাত্রীদের জন্য চাকরিমুখী বিবিএ কোর্স করার সুযোগ মিলতে চলেছে। সম্প্রতি আলিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেরালার মল্লপুরম এবং মুর্শিদাবাদের আহিরণ ক্যাম্পাসে নতুন এই কোর্স পড়ানোর অনুমতি দিয়েছে। সূত্রের খবর মুর্শিদাবাদ জেলার আর কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এই কোর্স পড়ার সুযোগ নেই।
২০১০ সালের ২০ নভেম্বর মুর্শিদাবাদের সুতি ব্লকের আহিরণ এলাকায় দেশের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের শিলান্যাস হয়। সেইসময় প্রণব মুখার্জি নিজে উদ্যোগ নিয়ে কেরালার মল্লপুরম এবং আহিরণ ক্যাম্পাসের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছিলেন।
বর্তমানে আলিগড় মুসলিম  বিশ্ববিদ্যালয়ের আহিরণ ক্যাম্পাসে প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রী এলএলবি, এমবিএ এবং বিএড কোর্সে পড়াশোনা করেন। 
 
 পড়াশোনা শেষে ছাত্র-ছাত্রীদের জন্য চাকরির দরজা যাতে দ্রুত খুলে যায় সেদিকে লক্ষ্য রেখেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই আলিগড়  মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরণ ক্যাম্পাসে শুরু হতে চলেছে ৪ বছরের বিবিএ কোর্স। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই কোর্সে ভর্তির জন্য আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই এবং আগামী ২০ অগস্ট  ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে। 
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরণ ক্যাম্পাসের ডিরেক্টর ডঃ মহম্মদ মেহেবুবুর রহমান বলেন,'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিবিএ কোর্স করতে যা খরচ হয় তার এক চতুর্থাংশের কম খরচে দেশের অন্যতম অগ্রণী এই বিশ্ববিদ্যলয়ে বিবিএ ডিগ্রী পাওয়া সম্ভব। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আমরা ৬০ জন ছাত্রছাত্রীকে ভর্তি নিতে পারব। তবে শুরুর সময় এই কোর্স সম্পূর্ণ 'সেল্ফ ফিনান্সড' থাকছে। নতুন কোর্স পড়ানোর জন্য শিক্ষকরা মূল ক্যাম্পাস থেকে আসবেন বলে আমরা জানতে পেরেছি।'
তিনি বলেন,' বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই এই ক্যাম্পাসে এমবিএ পড়ার সুযোগ রয়েছে। তার ফলে বিবিএ পাস করে ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষার সুযোগ এখান থেকেই পেতে পারেন। '
 
 অধিকর্তা আরও জানান,' আহিরন ক্যাম্পাস থেকে এমবিএ কোর্স শেষ করার পর ছাত্র-ছাত্রীদের চাকরিতে প্লেসমেন্টের সুযোগ অত্যন্ত আশাব্যঞ্জক।  বেশিরভাগ ছাত্রছাত্রী  তাদের কোর্স শেষ করার পর এখান থেকেই চাকরি (প্লেসমেন্ট) পেয়ে গিয়েছেন।'
 
  
 
 তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ নন্দ বলেন,' বিভিন্ন কারণে কেন্দ্র সরকার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরণ ক্যাম্পাসের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা বন্ধ রেখেছিল। সম্প্রতি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান আলিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের একাধিক আধিকারিক সঙ্গে দেখা করেন এবং আহিরণ ক্যাম্পাসের জন্য  অতিরিক্ত অর্থ বরাদ্দের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য নতুন  নতুন কোর্স চালুর  আবেদন জানান। তারপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবিএ কোর্স শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। '  

 
  
 
 আহিরণ ক্যাম্পাসের ডিরেক্টর ডঃ মহম্মদ মেহেবুবুর রহমান বলেন,' এই ক্যাম্পাসের আগে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন কারণে তাঁরা নতুন কোর্স চালুর বিষয়ে  তেমনভাবে উদ্যোগী হননি। আমি  এই ক্যাম্পাসের  দায়িত্বে আসার পর স্থানীয় সাংসদের সাহায্যে  একাধিক নতুন কোর্স চালুর বিষয় উদ্যোগী হয়েছি। আমি আশাবাদী আগামী শিক্ষাবর্ষে এই ক্যাম্পাসে বিএ  কোর্স পড়ানোর জন্য অনুমোদন পাওয়া যাবে। ইতিমধ্যে সেই কোর্স চালুর আবেদন আমাদের তরফে করা হয়েছে। '
 
 মুর্শিদাবাদের মত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত জেলায় সরকারি প্রতিষ্ঠানে চাকরিমুখী কোর্স পড়ার সুযোগ বৃদ্ধি পাওয়ায় খুশি জেলার সাধারণ মানুষ। বিবিএ-র চাকরিমুখী কোর্স  পড়ার সুযোগ বৃদ্ধি পাওয়ায় প্রবেশিকা পরীক্ষা দিয়ে পাশ করলে অনেক গরিব ঘরের ছেলেমেয়েও এই কোর্স শেষে বিভিন্ন কোম্পানির উচ্চপদে চাকরি পেতে পারে।
