মিল্টন সেন: স্কুলের টিফিন বিরতিতে ক্লাসে বসে টিফিন করছিল চার বান্ধবী। হঠাৎই মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান। ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার পড়ুয়াই। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া রাধারানী গার্লস হাইস্কুলে। আহত চার ছাত্রী রাজিকা খাতুন, রিনা খাতুন, নাজিরা খাতুন, এবং সরস্বতী মাহাতো। জানা গিয়েছে, চার পড়ুয়াই ওই স্কুলের নবম শ্রেণীর বি সেকশনের ছাত্রী। মঙ্গলবার টিফিন করার সময় হঠাই মাথায় ভেঙে পড়ে সিলিং ফ্যান। দুই পড়ুয়ার চোট গুরুতর হওয়ায় তাদের চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়।
স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চ্যাটার্জি জানান, ‘টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই একটি পাখা তাদের মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চার ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। দুজনের মাথায় আঘাত গুরুতর। স্ক্যানের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে’। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে।
ছবি: পার্থ রাহা
স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চ্যাটার্জি জানান, ‘টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই একটি পাখা তাদের মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চার ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। দুজনের মাথায় আঘাত গুরুতর। স্ক্যানের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে’। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে।
ছবি: পার্থ রাহা
