আজকাল ওয়েবডেস্ক: টসের পর হার্দিক পাণ্ডিয়াকে দলে পরিবর্তনের কথা জিজ্ঞেস করেন রবি শাস্ত্রী। উইল জ্যাকস, ভিগনেশ পুথুরের কথা বললেও, ভুলে গেলেন তাঁর নাম। অভিষেক হতে চলেছে বলে থমকে যান মুম্বইয়ের নেতা। পাশ‌ থেকে কেউ মনে করিয়ে দেয় অশ্বিনী কুমারের নাম। কেউ কি ভেবেছিলেন, টসের পর যার নাম ভুলে গিয়েছিলেন হার্দিক, সেই কিনা শিরোনামে থাকবেন! শুধু হেডলাইন নয়, আইপিএলে অভিষেকে প্রথম ভারতীয় পেসার হিসেবে চার উইকেট নেওয়ার রেকর্ডও করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ বাঁ হাতি পেসারের স্বপ্নের অভিষেক। ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট। চতুর্থ ওভারে ২৩ বছরের পেসার ফেরান নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ বোলার হিসেবে আইপিএলের প্রথম বলে উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন। অশ্বিনীর আগে এই রেকর্ড রয়েছে আলি মুর্তাজা, আলজারি জোসেফ এবং ডেওয়াল্ড ব্রেভিসের দখলে। 

এদিন একটুর জন্য এই নজির হাতছাড়া হতে বসেছিল। রাহানের ক্যাচ দ্বিতীয় প্রচেষ্টার ধরেন তিলক বর্মা। শেষমেষ ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে এক হাতে ক্যাচ নেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল নাইটরা। অশ্বিনী প্রথম বলে রাহানেকে তুলে নেওয়ায় ছন্দ কাটে। ম্যাচের টোন সেট হয়ে যায়। তরুণ পেসারের বাকি শিকার রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে এবং আন্দ্রে রাসেল। তারমধ্যে পুরের দু'জনকে বোল্ড করেন। পাঞ্জাবের মোহালির ছেলে অশ্বিনী। প্রথম শ্রেণীর ক্রিকেটে, লিস্ট এ এবং টি-২০ ক্রিকেটে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেন। গতবছর পাঞ্জাব কিংস ছিলেন। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। মেগা নিলামে বেস প্রাইজ ৩০ লক্ষতে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স।  আইপিএলে অভিষেকের অপেক্ষায় ছিলেন। মূলত ডেথ বোলার। কিন্তু এদিন পাওয়ার প্লেতেই জ্বলে উঠলেন। শুরুতেই চমক দিলেন। প্রথম বলে উইকেটের পাশাপাশি কেকেআরের বিরুদ্ধে চার উইকেট তুলে নেন। আইপিএলের মঞ্চে নিজের আগমনবার্তা দিলেন ২৩ বছরের প্রতিশ্রুতিমান পেসার।