সৃঞ্জয় দাস, ধূপগুড়ি: প্রথম দফা ভোট শুরুর পর অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হল এক বাম কর্মীর। শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১৫/১২৪ নং বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস(৫৮)। সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন অন্যান্য কর্মীরা। কীভাবে মৃত্যু ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভোট চলাকালীন কর্মীর মৃত্যুতে শোকের ছায়া সংগঠনের অন্দরে।
হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন অন্যান্য কর্মীরা। কীভাবে মৃত্যু ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভোট চলাকালীন কর্মীর মৃত্যুতে শোকের ছায়া সংগঠনের অন্দরে।
