ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলার ঘটনার পরেই ত্রিপুরায় পৌঁছলেন তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। দলে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের বনমন্ত্রী ও ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল নেতা সুদীপ রাহা।আগরতলায় পৌঁছতেই পুলিশের সঙ্গে প্রবল বাকবিতন্ডা জড়িয়ে পড়েন তৃণমূলের প্রতিনিধিরা। পরে আগরতলা বিমানবন্দরেই ধর্নায় বসে পড়েন প্রতিনিধিরা।
