আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে আয়োজিত সেবাশ্রয়-২ শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছেন বহু মানুষ। কারও হাতে পুরনো প্রেসক্রিপশন, কারও হাতে টেস্টের রিপোর্ট। দীর্ঘ লাইনে অপেক্ষা থাকলেও মানুষের মুখে ক্লান্তি নয়, দেখা যাচ্ছে স্বস্তি ও ভরসা। শিবিরে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যপরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হয়েছে। অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত এই শিবির সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলেছে।