রাজ্য সরকার ও জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে মালদায় উদ্বোধন হল কার্পেট কারখানার। উপকৃত হলেন এই শিল্পের সঙ্গে যুক্ত মালদার পরিযায়ী শ্রমিকরা। তিনশোরও বেশি শ্রমিক কাজ পাবেন এই কারখানায়।