সম্প্রতী বাংলার ঝুলিতে এসেছে একগুচ্ছ জিআই ট্যাগ। রসগোল্লা সহ বাংলার ভাঁড়ারের বহু অমূল্য সম্পদই স্বতন্ত্র জায়গা করেছে দেশের মনচিত্রে। যদিও বাংলার এই বিজয় অভিযানের শুরুটা হয়েছিল ২০০৪ সালে। সেই বছর দেশে সর্বপ্রথম জিআই রেজিস্ট্রেশন পায় দার্জিলিং চা। দিনে দিনে আরও সমৃদ্ধ হচ্ছে সেই তালিকা। এবার একসঙ্গে সাতটি নতুন পণ্য়ে জিআই তকমা ছিনিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ।
