মহিলারা এখন কোনও কিছুতেই পিছিয়ে নেই। চাকরির পাশাপাশি ব্যবসাতেও তাঁরা সিদ্ধহস্ত। ভারতেই এমন কয়েকজন রয়েছেন দীর্ঘ দিনের ট্রাডিশন ভেঙে ব্যবসা ক্ষেত্রে নিজেদের নাম স্বর্ণাক্ষরে রচনা করছেন। ফোর্বসের ভারতে বসবাসকারী ধনীদের তালিকাতেও রয়েছে তাঁদের নাম। এক নজরে দেখা যাক সবচেয়ে ধনী এই ভারতীয় মহিলা কারা।
2
9
সাবিত্রী জিন্দল: ২০০৫ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় জিন্দল গোষ্ঠীর কর্ণধার ওম প্রকাশ জিন্দল। ইস্পাত এবং বিদ্যুৎক্ষেত্রে রমরমা ব্যবসা এই জিন্দল গোষ্ঠীর। স্বামীর মৃত্যুর পর ৫৫ বছর বয়সেই জিন্দল গোষ্ঠীর হাল ধরেন সাবিত্রী। সাবিত্রী এখন ওপি জিন্দল গোষ্ঠীর চেয়ারপার্সন এমিরেটা। সেই সঙ্গে দেশের ধনীতম মহিলাও বটে। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমান প্রায় ৩ লক্ষ কোটি টাকা।
3
9
রেখা ঝুনঝুওয়ালা: প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী ভারতের ধনীতম মহিলাদের মধ্যে অন্যতম। রাকেশ ছিলেন শেয়ার মার্কেটে অন্যতম বিখ্যাত বিনিয়োগকারী। অনেকের মতে, যে শেয়ারেই বিনিয়োগ করতেন রাকেশ, তাতেই মুনাফা করতেন। এমনকি, লকডাউনের সময়ও লাভের মুখ দেখেছিলেন। রাকেশের পাশাপাশি বিনিয়োগকারী হিসাবে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন রেখাও। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমান প্রায় ৭০ হাজার কোটি টাকা।
4
9
রেনুকা জগতিয়ানি: ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারপার্সন রেনুকা। তিনি প্রায় ৪৯ হাজার কোটি টাকার মালকিন। ল্যান্ডমার্ক গ্রুপ মধ্যপ্রাচ্যের নামী আবাসন সংস্থা।
5
9
বিনোদ রাই গুপ্তা: তালিকায় এর পরেই রয়েছেন বিনোদ ভারতের অন্যতম বিখ্যাত বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা হ্যাভেলস-এর কর্ণধার কিমত রাই গুপ্তার স্ত্রী তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা।
6
9
স্মিতা ভি কৃষ্ণা: ধনীতম ভারতীয় মহিলাদের তালিকায় স্থানে আছেন স্মিতা ভি কৃষ্ণা। গোদরেজ পরিবারে তিনি তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী তিনি। স্মিতার সম্পত্তির পরিমাণ বর্তমানে ৩১ হাজার ৪০০ কোটি টাকা।
7
9
কিরণ মজুমদার শ: ২৯ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিকানা নিয়ে দেশের ধনীতম মহিলার তালিকায় রয়েছেন কিরণ মজুমদার শ। বায়োটেকনোলজি সংস্থা বায়োকন লিমিটেডের চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর কিরণ। সংস্থার প্রতিষ্ঠিতাও তিনি।
8
9
রেনুকা ভেম্বু: সফটওয়্যার সংস্থা জোহো-র সহপ্রতিষ্ঠাতা রেনুকা। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ২৮ হাজার কোটি টাকা।
9
9
অনু আগা: এনার্জি এবং পরিবেশ সংস্থা থারম্যাক্স-এর প্রাক্তন চেয়ারপার্সন অনু আগা। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমান ২৬ হাজার কোটি টাকা। তিনি একজন সমাজকর্মীও।