মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | BJP: বহরমপুরে বিজেপি প্রার্থীর প্রচার শুরু হতেই দলের নেতাদের অন্তর্কলহ প্রকাশ্যে

Sumit | ০৫ মার্চ ২০২৪ ১৫ : ০৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  লোকসভা নির্বাচনের দিন ঘোষণার বহু আগে অন্যান্য রাজনৈতিক দলকে কিছুটা চমকে দিয়ে গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গের ২০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি শিবির।
তবে প্রার্থীদের প্রচার শুরু হতেই বিজেপি নেতৃত্বের মধ্যে "দ্বন্দ্ব" প্রকাশ্য চলে এসেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। সোমবার বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত বিজেপির বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল কুমার সাহার সঙ্গে দলীয় কর্মীদের পরিচয় পর্বে অনুপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত (কাঞ্চন) মৈত্র।
অন্যদিকে মঙ্গলবার বিজেপি বিধায়ক যখন নির্মলবাবুর হয়ে বহরমপুরের কাশিমবাজার এলাকা থেকে প্রচার পর্ব শুরু করলেন সেখানে অনুপস্থিত থাকলেন খোদ বিজেপি প্রার্থী এবং সাংগঠনিক জেলা সভাপতি। তবে এই ঘটনাকে দলীয় অন্তর্কলহ বলে মানতে নারাজ কোনও পক্ষই ।
সোমবার নির্মল সাহার সঙ্গে দলীয় কর্মীদের বৈঠক চলাকালীন সেখানে বিক্ষোভও দেখান বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক।
মঙ্গলবার সকালে কাশিমবাজার এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে নির্মল সাহার হয়ে প্রচার সারেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। সেই সময় তাঁর সঙ্গে বেশকিছু বিজেপি কর্মী থাকলেও উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন নির্মল সাহা এবং সাংগঠনিক জেলা সভাপতি।
সোমবারের বৈঠকে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সুব্রত মৈত্র বলেন," আমাকে বৈঠকে ডাকাই হয়নি। তাই সেখানে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তবে আমাদের দলের বহরমপুর কেন্দ্রে যিনি প্রার্থী হয়ে যান তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। তাই বিজেপির বিধায়ক হিসেবে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য যা যা করার দরকার আমি করব। এই কাজে আমার সঙ্গে কে থাকবে সেটা বড় বিষয় নয়। তবে আমি আশা করব আগামী দিন বহরমপুর শহরে বড় কোনও মিছিল বা দলীয় কর্মসূচি হলে দলের প্রার্থী সেখানে থাকবেন।"
তবে দলের বিধায়কের সঙ্গে তাঁর যে কোনও বিভেদ নেই তা জোর গলায় জানিয়েছেন শাঁখারভ সরকার। তিনি বলেন ,"বিধায়ক আমাকে জানিয়ে দলীয় কর্মসূচি গ্রহণ করেছেন। আমি নিজে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারিনি। আমাদের দলের প্রার্থী পেশায় চিকিৎসক। তাঁর সম্ভবত কোনও জরুরী দরকার ছিল তাই তিনিও যেতে পারেননি।"
অন্যদিকে বিজেপি প্রার্থী নির্মল সাহা বলেন," আমার পক্ষে সব জায়গাতে যাওয়া মুশকিল। তবে সুব্রত মৈত্র আমার অত্যন্ত ভালোবাসার লোক। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও ভাল। ইতিমধ্যে সুব্রতর সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। আগামী দিন বিধায়ক কোনও কর্মসূচি গ্রহণ করলে আমি নিশ্চয়ই সেখানে যাব।"




নানান খবর

নানান খবর

চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া