পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘নিশানচি’-র প্রচারে। তবে এই প্রচারের মাঝেই উঠে এল এক ঝকঝকে আড্ডা—যেখানে শাহরুখ খানের ফোনকল, আলিয়া ভাটের সাহসী যাত্রা এবং বিরাট কোহলির বায়োপিক নিয়ে নিজস্ব ছন্দে মুখ খুললেন তিনি।
প্রশ্ন উঠেছিল—তিনি কি কখনও বিরাট কোহলির বায়োপিক বানাতে চান? অনুরাগ সোজাসাপটা বললেন, “আমি জানি না এটা করব কি না। কারণ ও তো ইতিমধ্যেই কোটি কোটি মানুষের, বাচ্চাদের নায়ক। বায়োপিক বানালে আমি চাইব কোনও কঠিন বিষয় বা জটিল জীবন বেছে নিতে। তবে কোহলি অসাধারণ মানুষ, খুবই আবেগপ্রবণ, সত্যিকারের মানুষ। ওকে আমি চিনি, ভীষণ সৎ একজন মানুষ।”
শাহরুখের স্নেহ, বাৎসল্য নিয়েও মুখ খুললেন অনুরাগ।
একই সাক্ষাৎকারে অনুরাগ জানালেন, শাহরুখ খান নাকি বরাবরই তাঁর কাজকে কদর করেছেন। মাঝে মাঝেই নিজে ফোন করে তাঁর কাজের তারিফ করেন 'কিং খান'। অনুরাগের কথায়, “ আমার কোনও কাজ যখন শাহরুখের পছন্দ হয়, আমি ফোন পাই। ‘স্যাক্রেড গেমস’ আর ‘একে বনাম একে’-র পর আমাকে ফোন করেছিলেন উনি।”
আলিয়ার সাহসিকতাকে কুর্নিশ জানালেন 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর পরিচালক।
আলিয়া ভাট নিয়েও কাশ্যপের প্রশংসা ঝড়ল। তাঁর মতে, বিয়ে আর মাতৃত্বের পরও দাপিয়ে অভিনয় চালিয়ে গিয়ে আলিয়ে ভেঙে দিয়েছেন বলিউডের দীর্ঘদিনের 'অভিশাপ'। “ আলিয়ার মনোভাবটাই এমন, গোল্লায় যাক্ এসব নিয়ম! ’ নিজের শর্তে জীবন কাটাচ্ছে সে, চুটিয়ে অভিনয় করছে। এতে আরও অনেকে সাহস পেয়েছে। কেন বিয়ে বা মাতৃত্ব একজন অভিনেত্রীর কেরিয়ারকে থামাবে? আলিয়া সেই দেওয়াল ভেঙে দিয়েছে। ও অসাধারণ অভিনেত্রী। ওকে কুর্নিশ।”
নিজের নতুন ছবি ‘নিশানচি’ নিয়েও সমান উচ্ছ্বসিত অনুরাগ। তাঁর নতুন ছবি ‘নিশানচি’ মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটছে ঐশ্বর্য ঠাকরের, সঙ্গে থাকছেন বেদিকা পিন্টো, মোনিকা পানওয়ার, মহম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্রর মতো শক্তিশালী শিল্পীরা।
অর্থাৎ, নতুন ছবির প্রচারের মাঝে অনুরাগ কাশ্যপ একেবারে খোলাখুলি বললেন তাঁর মন কথা—যেখানে ক্রিকেট, বলিউড আর জীবনের বাস্তব লড়াই একসঙ্গে মিলেমিশে গেল।
