আজকাল ওয়েবডেস্ক: কলকাতার এক অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে আবাসনের সামনে থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ২০ তলা থেকে নিচে পড়েই মৃত্যু। কিন্তু আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
জানা গেছে, আনন্দপুরের এক অভিজাত আবাহসনের ২০ তলা থেকে পড়ে যান ওই মহিলা। মঙ্গলবার বহুতল ওই আবাসনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অত উঁচু থেকে পড়ে যাওয়ার জেরে মাথার খুলি ফেটে গিয়েছিল তাঁর। গভীর আঘাতের চিহ্ন মিলেছে ডান উরুতেও।
আরও পড়ুন: অফিস টাইমে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল ...
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪)। দক্ষিণ কলকাতার আরবানা কমপ্লেক্সের চার নম্বর টাওয়ারের নীচে মঙ্গলবার সকাল সাড়ে ৫টা নাগাদ ওই মহিলার অচৈতন্য দেহ মেলে। সঙ্গে সঙ্গে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহটি শনাক্ত করেন সঞ্চিতারই দুই সন্তান।
আরও পড়ুন: আগামী ২০ বছরে খোলনলচে বদলে যাবে ভারতীয় সেনার, কলকাতায় এসে নয়া পরিকল্পনার ঘোষণা করলেন মোদি...
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ চাপা স্বভাবের ছিলেন ওই মহিলা। গত বেশ কয়েক দিন ধরে অবসাদেও ভুগছিলেন তিনি। সম্ভবত সে কারণেই বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন তিনি, এমনটাই মনে করছে পুলিশ। ৪৫ তলা ওই আবাসনের ২০ তলার বারান্দার ধারে একটি বসার টুলও মিলেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সেখান থেকেই ঝাঁপ দিয়েছেন তিনি। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
