আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে একটি বিশেষ উপহার পাঠালেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার তাঁর স্বাক্ষর করা ২০২২ ফিফা বিশ্বকাপের জার্সি মোদিকে উপহার হিসেবে পাঠিয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন পালন করবেন। উল্লেখ্য, মেসি চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিনটি শহরে তাঁর কর্মসূচি রয়েছে। প্রথমে ১৩ ডিসেম্বর তিনি কলকাতায় পৌঁছাবেন, ১৪ ডিসেম্বর যাবেন মুম্বই, আর সফরের শেষ দিনে ১৫ ডিসেম্বর তিনি পৌঁছাবেন দিল্লিতে। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাঁর। আবার, কেরালাতেও আর্জেন্টিনার হয়ে ফিফা ফ্রেন্ডলিতে অংশগ্রহণ করার কথা রয়েছে লিওর। স্পোর্টস উদ্যোক্তা ও মেসির সফরের আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, ‘মেসি প্রধানমন্ত্রীর জন্মদিনে জার্সি পাঠিয়েছেন। তিনি ভারতে আসার ইচ্ছে প্রকাশ করে ভীষণ খুশি। কলকাতার সল্টলেক স্টেডিয়াম, মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং দিল্লির ফিরোজ শাহ কোটলায় তাঁর অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে’।
এর পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) জানিয়েছে, নভেম্বর মাসে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। কেরলের ক্রীড়া মন্ত্রী ভি. আবদুরাহিমান নিশ্চিত করেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন মেসি। কেরল ফুটবল অ্যাসোসিয়েশন (KFA) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) যৌথভাবে আয়োজনের শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। সব পরিকল্পনা মতো এগোলে, মাত্র দুই মাসের মধ্যে দু’বার ভারতে আসবেন লিওনেল মেসি—যা ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত। সূত্রের খবর, মরোক্কো, ইরান, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনও একটি দল হতে পারে মেসিদের প্রতিপক্ষ। কোস্টারিকা ও অস্ট্রেলিয়া স্বতোঃপ্রণোদিত হয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার কথা জানিয়ে অনুরোধ করেছে। কিন্তু সূত্রের খবর, প্রতিপক্ষ হিসেবে কোস্টারিকার কথা বিবেচনা করা হচ্ছে না।
আরও পড়ুন: পাকিস্তানের দাবি মানবে না, ম্যাচ রেফারি পাইক্রফ্টকে সরাবে না আইসিসি
কেরলের বহু মানুষ সৌদি আরব, মধ্য প্রাচ্যের দেশে থাকেন, সেই কারণে সৌদি আরব, ইরানের মতো ফুটবল খেলিয়ে দেশের কথা ভাবা হচ্ছে। মেসি ও আর্জেন্টিনা দলকে নিয়ে ২০ কিলোমিটার রোড শোয়ের কথা ভাবা হচ্ছে। কারণ তিরুঅনন্তপুরমের গ্রিন ফিল্ড স্টেডিয়ামে হবে মেসি-ম্যাচ। সেই স্টেডিয়ামে ৪০ হাজারের বেশি দর্শকাসন নেই। কিন্তু মেসিকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক উপস্থিত হবেন। সেই কারণে রোডশো-র কথা ভাবা হচ্ছে। ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ''মেসি আসবেন। অফিসিয়াল মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল সহ লিওনেল মেসি নভেম্বর মাসে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছেন।''
২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারতে পা রাখেন মেসি। সেবার তিনি ভেনিজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করেছিল। গত বছর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে জানিয়েছিলেন যে, আর্জেন্টিনা জাতীয় দল কেরালায় আসবে এবং সেখানে লিওনেল মেসিও যোগ দেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেরালা এমন এক ভূমি যেখানে ফুটবল জাতি ও সংস্কৃতির সীমা অতিক্রম করে ভালোবাসা ও আবেগে গ্রহণ করা হয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আগমন আমাদের ফুটবলপ্রেমেরই প্রমাণ। লিওনেল মেসির মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারের কেরালায় আগমন ক্রীড়া জগতের জন্য গৌরবের’। তিনি আরও জানান, এই ঐতিহাসিক মুহূর্ত সম্ভব হয়েছে কেরালা সরকারের নিরলস প্রচেষ্টার কারণে এবং ব্যবসায়ী মহলও খরচ বহনের জন্য এগিয়ে এসেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা করে দিয়েছে। ফলে লাইট, ক্যামেরা, অ্যাকশন, কেরলে মেসি শো শুরু হল বলে।
