আজকাল ওয়েবডেস্ক: কেঁপে উঠল অসম। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। জানা গিয়েছে, অসমের গুয়াহাটিতে কম্পণের মাত্রা ঠিল রিখকটার স্কেলে ৫.৮। ভূমিকম্প হয়েছে প্রতিবেশী ভুটানও।
এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, রবিবার বিকেল ৪.৪১ মিনিটে কম্পণ অনুভূত হয়েছে অসমে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উদালগুড়ি জেলায়। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার।
EQ of M: 2.9, On: 14/09/2025 17:21:26 IST, Lat: 26.81 N, Long: 92.33 E, Depth: 5 Km, Location: Sonitpur, Assam.
— National Center for Seismology (@NCS_Earthquake)
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/lxETDR2LoCTweet by @NCS_Earthquake
রবিবারের কম্পণে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ একাধিক জেলা কেঁপে ওঠে।
মৃদু কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও। বিকেলে পথচলতি মানুষজন সামান্য কাঁপুনি টের পেয়েছেন, তবে তা খুব অল্প সময়ের জন্য।
গত ২ সেপ্টেম্বর অসমের শোণিতপুরে ভূকম্পণ হয়েছিল। সেবার রইকটার স্কেল কম্পণের মাত্রা ছিল ৩.৫। ১২ দিনের ব্য়বধানে ফের কাঁপল উত্তের-পূর্বের রাজ্যটি।
এর আগে উত্তরবঙ্গে ২০১১ সালের বিশ্বকর্মা পুজোর বড়সড় ভূমিকম্প হয়েছিল। সেবার সিকিম-সহ পাহাড়ি এলাকা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ছ'য়ের আশপাশে। ১৪ বছর হয়ে গেলেও সেই আতঙ্ক এখনও পিছু ছাড়েনি উত্তরবঙ্গবাসীর। সামনেই বিশ্বকর্মা পুজো, আবারও ফিরল সেই ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি।
আরও পড়ুন- "আমি শিবের ভক্ত, গরল গিলে ফেলব", রাজনীতিতে কু-কথা নিয়ে কংগ্রেসকে কড়া নিশানা মোদির
আরও পড়ুন- মারাত্মক, স্কুলের ভেতরেই রমরমিয়ে চলছে বেআইনি মাদক কারখানা! জড়িত স্কুলের মালিক-ই
