সোমবারেই ষষ্ঠবার ইডির তলব এড়িয়ে যান আপ সুপ্রিমো। ইডির এই তলব "বেআইনি" এবং "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে আগে বারবার সরব হয়েছেন কেজরিওয়াল। এই দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ গ্রেপ্তার হয়েছেন। এরপরই আপ সুপ্রিমোকে তলব করে ইডি। কিন্তু বারবার তা এড়িয়ে যাওয়ায়, তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। গত ৭ ফেব্রুয়ারি দিল্লির রউস অ্যাভিনিউ আদালতের বিচারক দিব্যা মলহোত্রের এজলাসে সেই মামলার শুনানি ছিল। শুনানি শেষে বিচারক বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে কেন তিনি বারবার ইডির তলব এড়িয়ে যাচ্ছেন। সশরীরে হাজিরা না দিয়ে, শনিবার ভিডিও কনফারেন্সে তিনি জানান, আস্থা ভোট এবং বাজেট অধিবেশনের কারণে ১ মার্চের পর তিনি আদালতে হাজিরা দিতে পারবেন। কেজরিওয়ালের কথা মতো আগামী ১৬ মার্চ দিল্লি আদালতে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
