আজকাল ওয়েবডেস্ক: উলুবেড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। বাড়িতে দাউদাউ আগুন। ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চারজনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায়। মৃতদের মধ্যে ৮০ বছরের এক বৃদ্ধ ও নবম শ্রেণির এক ছাত্রী আছে।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হল দূর্যোধন দলুই (৭৫), দুধকুমার দলুই (৪২), অর্চনা দলুই অর্চনা (৩৮), শম্পা দলুই (১৪)। জয়পুর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে এজবেস্টারের ছাউনি দেওয়া মাটির বাড়ির ভেতর শুয়েছিলেন চারজন। গভীর রাতে আচমকা বাড়িতে আগুন ধরে যায়। বাড়িতে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় চোখের নিমিষে গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে বাড়িটি।
ঘরের মধ্যেই আটকে পড়েন চারজন। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। যদিও ততক্ষণে আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়েছে। কীভাবে আগুন লেগেছিল, তো খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় নিউটাউনের গৌরাঙ্গনগর ঘুনি এলাকায় বস্তিতে আগুন বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল। আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পান বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ক্রমেই আরও একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পাশাপাশি নিউটাউন থানার পুলিশ পৌঁছয় সেখানে। স্থানীয়রা জানিয়েছেন, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ঝুপড়ির ভিতরেই। ঘটনাস্থলে কিছুক্ষণেই হাজির হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, নিশ্চিত তথ্য পাওয়া যায়নি সেই প্রসঙ্গেও। ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা স্পষ্ট বোঝা না গেলেও, ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। পুড়ে ছাই অন্তত ২০টি ঝুপড়ি। একইসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, বস্তি এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে প্রথমে দমকলের ইঞ্জিন ঝুপড়ির কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারেনি। পরে বাসিন্দাদের সহযোগিতায় দু'টি ইঞ্জিন প্রবেশ করেছে ভিতরে।
এরপর গত বৃহস্পতিবার, নিউটাউনের পর কাঁকুড়গাছি। লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন লেগে যায়। শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন। রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আগুন লাগতেই একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। এই বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে ২ কিলোমিটার দূর থেকেও আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পাওয়ার পরই উপস্থিত হয় দমকলের ১৫টি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
