জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে চরম হেনস্থার শিকার হয়েছেন। অভিনেত্রী নিধি আগরওয়ালের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামান্থার সঙ্গে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনাটি নেটদুনিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ অনুরাগীদের এমন আচরণকে সরাসরি 'লজ্জাজনক' এবং 'অসভ্যতা' বলে অভিহিত করেছেন।

 


সম্প্রতি হায়দরাবাদের একটি সমাবেশে উপস্থিত হয়েছিলেন সামান্থা। অনুষ্ঠান শেষে যখন তিনি বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে, সদ্য বিবাহিত সামান্থাকে ঘিরে ধরেছে শত শত মানুষ। উপচে পড়ছে ভিড়। নিরাপত্তারক্ষীরা আপ্রাণ চেষ্টা করলেও ভিড় ঠেলে অভিনেত্রীকে পথ করে দিতে হিমশিম খাচ্ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সামান্থা অনুরাগীদের মাঝে পিষে যাওয়ার উপক্রম হন। তবে এত বিশৃঙ্খলার মধ্যেও অভিনেত্রী নিজের ধৈর্য হারাননি; মুখে মৃদু হাসি বজায় রেখে শান্তভাবে ভিড় কাটিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করেন। ভিডিওতে নজর কেড়েছে সামান্থার এই দিকটাও। 

 


সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, তারকাদের প্রতি ভালবাসা থাকা ভাল, কিন্তু তার একটা সীমা থাকা উচিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, দিন কয়েক আগেই 'দ্য রাজা সাব' ছবির গান লঞ্চ ইভেন্টে নিধি আগরওয়াল যেভাবে হেনস্থার শিকার হয়েছিলেন, তা থেকে কি সাধারণ মানুষ কিছুই শিখল না? একজন মন্তব্যকারী লিখেছেন, 'এটা অত্যন্ত করুণ এবং দুঃখজনক দৃশ্য। মানুষের ব্যক্তিগত পরিসরের প্রতি কি ন্যূনতম সম্মান নেই?' 

 

 

শুধু অনুরাগীদের আচরণই নয়, আয়োজক সংস্থা এবং সেলিব্রিটি ম্যানেজমেন্ট টিমের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে নেটপাড়ায়। সমালোচকদের মতে, যখন জানাই ছিল যে সামান্থার মতো বড় তারকা আসছেন, তখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি? ভিড় নিয়ন্ত্রণ করতে না পারাটা আয়োজকদের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে।

 


প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও বর্তমানে বেশ চর্চায় রয়েছেন সামান্থা। গত ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অত্যন্ত ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন তিনি। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে নেটপাড়ায় তাক লাগিয়েছেন অভিনেত্রী। এদিকে, কাজের সূত্রেও তিনি দারুণ ব্যস্ত। রাজ এবং ডিকে-র আসন্ন সিরিজ 'রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম'-এ দেখা যাবে তাঁকে। এছাড়া নন্দিনী রেড্ডির পরিচালনায় 'মা ইতনি বাঙ্গারাম' ছবির শুটিংও বর্তমানে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।