বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর

সৌরভ গোস্বামী | ১৬ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক সাংবাদিক বৈঠকে দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে নয়াদিল্লি সরাসরি এই দাবির জবাব না দিয়ে জানিয়েছে, ভারতের জ্বালানি নীতি “বিস্তৃত উৎস ও বৈচিত্র্যময় জ্বালানি সংগ্রহ”-এর উপর নির্ভরশীল।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “আমি খুশি নই যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে। কিন্তু আজ মোদি আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। এটা একটা বড় পদক্ষেপ। এখন আমাকে চীনের ক্ষেত্রেও একই কাজ করাতে হবে।”
তিনি আরও বলেন, “এটা তাত্ক্ষণিকভাবে সম্ভব নয়, কিন্তু প্রক্রিয়াটি খুব শিগগিরই শেষ হবে।” ট্রাম্পের দাবি, যদি ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে, তবে ইউক্রেন যুদ্ধ শেষ করা আরও সহজ হবে। “তারা আমাকে আশ্বাস দিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই রাশিয়া থেকে কেনা বন্ধ করবে, আর যুদ্ধ শেষ হলে আবার বিবেচনা করবে,” মন্তব্য করেন তিনি।
গত আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানি পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে নিয়ে গেছিল, রাশিয়ার তেল কেনার প্রতিবাদে। ভারত তখন সেই পদক্ষেপকে “অন্যায্য” বলে আখ্যা দিয়েছিল, কারণ যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররাও তখনও রাশিয়া থেকে জ্বালানি আমদানি করছিল।
ট্রাম্প মোদির প্রশংসাও করেন। বলেন, “তিনি আমার বন্ধু। আমাদের সম্পর্ক খুব ভালো। তিনি একজন মহান নেতা, আর তিনি ট্রাম্পকে ভালোবাসেন — তবে দয়া করে এটা ভুলভাবে নেবেন না, আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না।” মোদির নেতৃত্বে ধারাবাহিকতার কথাও উল্লেখ করে ট্রাম্প বলেন, “প্রতিবছর এক নতুন নেতা আসত, কিন্তু আমার বন্ধু বহু বছর ধরে সেখানে আছেন।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রন্ধির জয়সওয়াল বৃহস্পতিবার বলেন, “স্থিতিশীল জ্বালানি মূল্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করা সবসময়ই ভারতের জ্বালানি নীতির মূল লক্ষ্য। এই নীতির অংশ হিসেবে আমরা আমাদের জ্বালানি আনার উৎসগুলিকে বিস্তৃত ও বৈচিত্র্যময় রাখার চেষ্টা করি।”
তিনি আরও জানান, গত এক দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান প্রশাসনের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। “আমাদের প্রধান লক্ষ্য হলো অস্থির আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ সুরক্ষিত রাখা,” বলেন জয়সওয়াল। পর্যবেক্ষকদের মতে, পররাষ্ট্র মন্ত্রকের “বৈচিত্র্য” শব্দটির ব্যবহার ইঙ্গিত দেয় যে নয়াদিল্লি হয়তো ধীরে ধীরে রাশিয়ার উপর নির্ভরতা কমানোর পথে হাঁটছে।
হেলসিঙ্কির Centre for Research on Energy and Clean Air (CREA)-এর সেপ্টেম্বর ২০২৫-এর এক বিশ্লেষণ অনুযায়ী, ভারত সেই মাসে ৩.৬ বিলিয়ন ইউরো মূল্যের রাশিয়ান জীবাশ্ম জ্বালানি কিনেছে, যার মধ্যে প্রায় ৭৭ শতাংশ ছিল অপরিশোধিত তেল। ডিসেম্বর ২০২২ থেকে ভারত রাশিয়ার মোট তেল রপ্তানির প্রায় ৩৮ শতাংশ কিনেছে — যা চীনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ।
তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতের ক্রয় প্যাটার্নে পরিবর্তন লক্ষ্য করা গেছে। Kpler-এর রিয়েল-টাইম সামুদ্রিক তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি রাশিয়ান তেল কেনা ৪৫ শতাংশ কমিয়েছে — জুনে প্রতিদিন ১.১ মিলিয়ন ব্যারেল থেকে সেপ্টেম্বর মাসে তা নেমে এসেছে ৬ লক্ষ ব্যারেলে।
অন্যদিকে, বেসরকারি সংস্থাগুলি যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও রসনেফট-সমর্থিত নয়ারা এনার্জি তাদের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সেপ্টেম্বর মাসে রিলায়েন্সের রাশিয়ান তেল আমদানি বেড়ে দাঁড়ায় প্রায় ৮.৫ লক্ষ ব্যারেল প্রতিদিন — জানুয়ারির তুলনায় দ্বিগুণেরও বেশি, আর নয়ারা আমদানি করে প্রায় ৪ লক্ষ ব্যারেল প্রতিদিন, যা এ বছর তাদের সর্বোচ্চ।
ট্রাম্পের মন্তব্য ঘিরে ভারতে রাজনৈতিক ঝড় উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স-এ পোস্ট করে অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী “ট্রাম্পকে ভয় পান” এবং “ভারতের তেল নীতির সিদ্ধান্ত ট্রাম্পকে ঘোষণা করতে দিয়েছেন।” রাহুল গান্ধী আরও বলেন, মোদি সরকারের সাম্প্রতিক কূটনৈতিক নীরবতা — যেমন শার্ম এল শেখ গাজা শান্তি সম্মেলনে মোদির অনুপস্থিতি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ওয়াশিংটন সফর বাতিল — প্রমাণ করে যে তারা প্রকাশ্যে ট্রাম্পের মুখোমুখি হতে চাইছেন না।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও কটাক্ষ করে বলেন, “মোদি আমেরিকার হাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আউটসোর্স করেছেন।” তার অভিযোগ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওই প্রথম ‘অপারেশন সিঁদুর’ বন্ধের ঘোষণা করেছিলেন, আর ট্রাম্প এর পর থেকে “পাঁচটি দেশে ৫১ বার দাবি করেছেন যে তিনি চাপ দিয়ে এই সিদ্ধান্ত করিয়েছেন।”
ট্রাম্পের দাবি আপাতত ভারতের সরকার সরাসরি অস্বীকার না করলেও, পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্যে যে সুর, তা ইঙ্গিত দিচ্ছে — নয়াদিল্লি রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে একটি বহুমুখী জ্বালানি কৌশলের পথে এগোচ্ছে। তবে রাজনৈতিকভাবে এই ইস্যু আগামী দিনে ভারতের অভ্যন্তরীণ বিতর্কের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নানান খবর

জাতগণনা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নারায়ণ এবং সুধা মূর্তি, শুরু বিতর্ক

৯ শতাংশ উপজাতি ভোট বিহারের জটিল রাজনৈতিক পরিস্থিতির ভারসাম্য নষ্ট করতে পারে, তুরুপের তাস মুকেশ সাহানি

ট্রাম্পের মন্তব্যে কি প্রকাশ্যে চলে এল মোদির কূটনৈতিক ব্যর্থতা? ভারতের প্রধানমন্ত্রীর রিমোট মার্কিন প্রেসিডেন্টের হাতে?

ইন্দোরে রূপান্তরকামীকে 'ধর্ষণ'! প্রতিবাদে ফিনাইল খেয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন রূপান্তরকামী!

গুণধর ছেলে, মাওবাদীদের নাম করে বাবাকে হুমকি চিঠি! ৩৫ লাখ আদায়ের চেষ্টা, শেষে কী হল?

বিহারে ভোটার বাদ পড়া নিয়ে নতুন বিতর্ক: বিরোধীদের ঘাঁটিতেই সবচেয়ে বেশি ভোটার বাদ গেছে!

দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, দেরিতে এফআইআর দায়ের ঘিরে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

অবশেষে সমাধান হল দলিত আইপিএস অফিসার ওয়াই.পুরণ কুমারের ময়নাতদন্ত সংক্রান্ত অচলাবস্থা

আসলেন, টিকিট কাটলেন, মেট্রোয় চড়ে ভিক্ষে করতে শুরু করে দিলেন! বেঙ্গালুরুর স্মার্ট ভিক্ষুকের ভিডিও ভাইরাল

বিহার ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, রয়েছে বিরাট চমক

অপারেশন সিন্দুরের সময় কোন পদক্ষেপ নিয়েছিল ভারতীয় নৌবাহিনী যা এখনও কেউ জানে না, জানালেন ডিজিএমও

শীতের আগেই ভয়ের দাপট দিল্লিতে, চলছে আগাম প্রস্তুতি

কে কে ভালবাসে, মারা গেলে কষ্ট পাবে? জানার জন্য 'মৃত' সেজে অভিনয়! চিতায় আগুন দেওয়ার আগেই নাটকীয় মোড়

গ্রামে রাস্তাই নেই! ঢুকল না অ্যাম্বুল্যান্স, 'ডোলি'তে যুবতীর দেহ কাঁধে নিয়ে ১২ কিমি পথ পায়ে হাঁটলেন আত্মীয়রা

শিশুর জীবনের মূল্য মাত্র আড়াই টাকা! প্রেসক্রিপশনে কোল্ডরিফ লিখে বোতল প্রতি এত টাকা পেয়েছিলেন ডাক্তার

বেনজির, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রথম ১০ পাসপোর্ট তালিকা থেকে বাদ আমেরিকা! কী অবস্থা ভারতের?

এশিয়া কাপে বেধড়ক পেটানোর ফল, সেপ্টেম্বরে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অভিষেক শর্মা, মহিলাদের তরফে সেরার নাম চমকে দেবে

Exclusive: 'শেকড়'-এর টানে অচেনা লোকনাথ! বোলপুরে ভোলবদল করে কী জানালেন অভিনেতা?

'কাপটা চিনতে পারেন...', নকভিকে খোঁচা দিলেন ভারতের রহস্য স্পিনার বরুণ, কোথায় পেলেন ট্রফি?

ফের রাজ্যে জাল ওষুধ কারবারের পর্দা ফাঁস, সতর্ক ড্রাগ কন্ট্রোল সহ রাজ্য প্রশাসনও

এত সম্পত্তি, আরও টাকা চাই? পান মশলার বিজ্ঞাপন নিয়ে শাহরুখকে কী কী কটাক্ষ ইউটিউবার ধ্রুব রাঠীর?

দিনভর কাজের পর পা টনটন করছে? প্রয়োগ করুন ‘থার্মোথেরাপি’, কীভাবে কাজ করে এই টোটকা?

যদি হঠাৎ সূর্যের আলো নিভে যায়, কতক্ষণ টিকবে পৃথিবী?

'তোমায় বিয়ে করব', সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়েই লক্ষ লক্ষ টাকার প্রতারণা, হুগলিতে 'প্রেমের ফাঁদ' দেখে চমকে উঠছেন স্থানীয়রা

বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেই বাংলায় সবচেয়ে বেশি খুন-ধর্ষণ হয়েছে: সাংসদ কল্যাণ ব্যানার্জি

‘সবার প্রিয় ছিল, দুরন্ত সব গল্প বলতে পারত...’ ‘কর্ণ’ পঙ্কজ ধীরকে হারিয়ে ভেঙে পড়লেন ‘কৃষ্ণ’
দীপাবলির আগে চাঙ্গা হল বাজার, চওড়া হাসি বিনিয়োগকারীদের মুখে

'জন্মদিনে বাড়ুক অভিজ্ঞতা...', পরিবার-বন্ধুবান্ধব নিয়ে বিশেষ দিন কীভাবে কাটানোর প্ল্যান রাহুলের?

চোটের কবলে ম্যাক্সওয়েল, এবার অন্য ভূমিকায় অজি তারকা

‘শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ইচ্ছে আছে, থাকবে সবচেয়ে বড় শিবমূর্তি’, দার্জিলিং থেকে ঘোষণা মমতার

নতুন সিইও আসতেই মাথায় হাত নেসলে কর্মীদের, কী ঘোষণা করলেন তিনি

নতুন রূপে ফিরছে 'অনুরাগের ছোঁয়া'র কৃষ্ণ ও জয়! কোন ধারাবাহিকে দেখা যাবে দুই অভিনেতাকে?

বিরোধী দলনেতা এসেছিলেন কী জন্য? তিনি তো কথাই শুনলেন না! অভিযোগ তুলে ধূপগুড়িতে প্রবল ক্ষোভ প্রকাশ বন্যা দুর্গতদের

Exclusive: 'আমাদের শেকড়টা মঞ্চে বলে হয়তো ব্রাত্যদার সঙ্গে এত টান অনুভব করি'-চঞ্চল চৌধুরী

বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে এবার লিও মেসি! মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বড় অর্থসাহায্য

এবার ইন্টারনেট ছাড়াই করা যাবে ডিজিটাল লেনদেন! জানুন আরবিআই'য়ের যুগান্তকারী উদ্যোগ

হস্টেল রুম থেকে মিলল ১১টি কন্ডোম! দুর্গাপুরে মেডিকেল ছাত্রী ধর্ষণকাণ্ডে নয়া মোড়

‘জবা বিনা গতি নাই!’ মা কালী কেন রক্তজবাতেই তুষ্ট হন? জেনে নিন নেপথ্যের কারণ