রবিবার ১২ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর

অভিজিৎ দাস | ১১ অক্টোবর ২০২৫ ১৯ : ৫২Abhijit Das
গোপাল সাহা
২০২৬ সালের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিচ্ছে। রাজ্যজুড়ে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যস্তরের আধিকারিকদের চলছে বৈঠক। গত বৃহস্পতিবার কোলাঘাটে তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে জানানো হয়েছে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষ হওয়ার তিন মাস পরেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ, এসআইআর যদি অক্টোবরেই শুরু হয়, তাহলে ভোট এপ্রিলে হওয়ার সম্ভাবনাই প্রবল। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামের জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কমিশনের টিম প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছে।
এই পরিস্থিতিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। বৃহস্পতিবার তিনি বলেন, “ছাব্বিশের ভোট যদি করতে হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দিনক্ষণ ঘোষণা করতে হবে। জানুয়ারিতে ফাইনাল ভোটার তালিকা বেরবে। এসআইআর শেষ হতেই যে কোনও দিন ভোটের তারিখ ঘোষণা সম্ভব। ২০২১ সালে ৫ মে সরকার গঠিত হয়েছিল। সুতরাং ২০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না হলে রাষ্ট্রপতি শাসন কার্যকর হতে পারে।”
তাঁর দাবি, এক কোটিরও বেশি নাম বাদ দেওয়া উচিত এসআইআরে। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি এই প্রক্রিয়ায় সহযোগিতা করবে বলেও জানান শুভেন্দু। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “এসআইআর শুরু হলে সরকার ও তৃণমূল কতটা সহযোগিতা করবে, তার উপরই সব নির্ভর করছে।”
এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দুলাল ঘোষ বলেন, “কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে রাজনীতি শুরু করেছে এবং তারা বুঝতে পেরেছে ভোটে জিততে পারবে না, তাই এসআইআর-এর মাধ্যমে এনআরসি করানোর চেষ্টা চালাচ্ছে। তৃণমূল এ ধরনের রাজনীতি কোনও ভাবেই হতে দেবে না। মানুষ তৃণমূলকেই বেছে নেবে। কেন্দ্র এবং রাজ্যের বিরোধী দল পদ্মশিবির চাইছে এই সুযোগে রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করে কেন্দ্রীয় শাসনব্যবস্থা জারি করার। সেই স্বপ্ন কোনও দিনই সফল হবে না শুভেন্দুর।”
এর আগে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে এই নিয়ে একাধিকবার কাঠগড়াও তুলেছেন। মমতা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, “এসআইআর-এর নাম করে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার বাংলাকে নানাভাবে কলুষিত করার চেষ্টা করছে এবং ঘুরপথে এনআরসি করানোর চেষ্টা চালাচ্ছে। রাজ্যে শান্তিশৃঙ্খলা এবং সম্প্রীতি নষ্ট করার একটা প্রবল চেষ্টা চালাচ্ছে, যা আমি কোনও দিন হতে দেব না।”
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও এনআরসি নিয়ে কেন্দ্রকে একাধিক তোপ দেখেছেন। কেন্দ্র এবং রাজ্যের বিরোধী দল এসআইআর-এর মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে, এই রাজ্যে কোনও বিভাজন বা ধর্মবিদ্বেষ সৃষ্টি হতে দেবে না বলেও স্পষ্ট জানিয়েছিলেন মহুয়া।
উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হওয়ার পর শুভেন্দু রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপর ‘চাপ’ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “বেঙ্গল ওয়ান্টস অ্যাকশন”। তবে শুভেন্দু এটাও স্বীকার করেছেন যে আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত, ফলে কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই। তবুও তিনি রাজ্যপালের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছেন, “রাজ্যপাল শুধু রিপোর্ট দিলে হবে না, অ্যাকশন নিতে হবে।” উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক আগেও খুব মধুর ছিল না। কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা রাজ্যপালের প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ১১-১৫ অক্টোবরের মধ্যেই এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। কমিশন চাইছে কালীপুজোর পরেই এসআইআরে প্রক্রিয়া শুরু হোক। যাতে জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব হয়। কমিশন এবার বিশেষভাবে সতর্ক। বিহারে যে সমস্যায় পড়তে হয়েছিল (বিজ্ঞপ্তি জারি হওয়ার পর ফর্ম ছাপানো), তা এড়াতে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শুভেন্দুর সাম্প্রতিক মন্তব্যে বিজেপির কৌশলের ইঙ্গিত মিলছে। রাজ্য প্রশাসনের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এসআইআর নিয়ে বিরোধী দলনেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাষ্ট্রপতি শাসনের জল্পনা। তাদের মতে, শুভেন্দু চাইছেন একদিকে রাজ্যপালের উপর চাপ বাড়াতে, অন্যদিকে রাজ্যে ভোট-পূর্ব রাজনৈতিক আবহ বদলাতে।
এসআইআর নিয়ে রাজ্যজুড়ে যখন সরকারি কর্মযজ্ঞ শুরু হয়েছে, তখন শুভেন্দুর মন্তব্যে নতুন করে চাঞ্চল্য। কিন্তু সেই ভোটের আগে কি রাজ্যে বদলাবে রাজনৈতিক সমীকরণ? নাকি শুভেন্দুর ইঙ্গিতই সত্যি হবে, রাষ্ট্রপতি শাসনের ছায়া ঘনাবে বাংলার আকাশে— এখন সেটাই বড় প্রশ্ন।
নানান খবর

বাংলার দুই কোণের দুই বীর সন্তান, তিরঙ্গার তলে চিরনিদ্রায়, ফিরলেন তাঁদের গ্রামে

কাশির সিরাপ এবং বেআইনি ওষুধ সঞ্চয় নিয়ে সতর্কতা, এবার জোড়া নোটিশ জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর

গায়ে মানুষের গন্ধ কেন? 'অভিযোগ' তুলে ১৫ দিনের শাবককে দলছাড়া করল হাতির দল

রাজ্যের সব টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জানিয়ে দিল পরিবহন দপ্তর, বেঁধে দেওয়া হল সময়সীমাও

কোন্নগরে লরির ধাক্কায় মুছে গেলো দেড়শ বছরের ইতিহাস,পুনঃস্থাপনের দাবী

কালীপুজোর ইউনেস্কো স্বীকৃতির লক্ষ্যে তৈরি বারাসাত, একগুচ্ছ পরিকল্পনা পুলিশের

কাশ্মীরে শহিদ বীরভূমের প্যারা কমান্ডো সুজয় ঘোষ, শোকে বীরভূমের কুণ্ডীরা গ্রাম

বাপের বাড়ি যেতে বাধা, এক ঝট্কায় শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে নিল বৌমা! 'বাবাগো মাগো' বলে চিৎকার করতে করতে লুটিয়ে পড়ল বৃদ্ধ

বাংলায় সাইবার হানা পাকিস্তানের, জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করল ‘হাজারদৌস সাইবার টিম’

পাহাড়ে উন্নয়ন নয়, ‘রাজনীতি’ই উদ্দেশ্য পদ্ম শিবিরের! বিপর্যয়ের মাঝেই বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকে কিরেন রিজিজু

দুটি গাড়ির সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, নিয়ে আসা হল কলকাতায়

‘ছায়ার সঙ্গে লড়াই করছি’, বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ

বীভৎস, ছেলের হাতে খুন বাবা! পাণ্ডয়ায় চাঞ্চল্য

কমছে জল, বাড়ছে সাপ, ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর কিং কোবরা থেকে অজগর, কামড়ে অসুস্থ ৭ জন

ভোট থেকে উৎসব, বিজেপির কথায় গৈরিকীকরণের চেষ্টা! মমতার হুঁশিয়ারি, 'আগুন নিয়ে খেলবেন না'

শুটিংয়ে মেয়ের জন্য কেঁদে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক! কী জানালেন কোয়েল মল্লিক?
শাহরুখের হাত ধরে মঞ্চে উঠলেন নিতাংশী গোয়েল! সবাইকে টেক্কা দিয়ে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর হলেন 'ফুল কুমারী'

তাঁর রান আউট হৃদয় ভেঙেছে, অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন জয়সওয়াল
সুরজিতের কণ্ঠে মিশেছে দুই বাংলার গল্প, মেঠো সুরে মন জুড়ালো 'ওরে বিদেশিনী'

মেসির সফরে সঙ্গী ডি পল ও সুয়ারেজও, মিনি ডার্বি হবে এলএম ১০-এর সামনে

মেয়ের চিতার সামনেই কেক, বেলুন, ফুল! শেষকৃত্যের আগে 'শুভ জন্মদিন'-এর শুভেচ্ছা বাবার, ডুকরে কাঁদলেন সকলে

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা দূর করলেন জাদেজা, কী বললেন তিনি?
'অনিদ্রা ও আতঙ্ক আমায় শেষ করে দিয়েছে...' পাঁচ মাস পর সমাজমাধ্যমে ফিরে বিস্ফোরক বাবিল! কোন সত্যি তুলে ধরলেন ইরফান-পুত্র?

সুপার কাপে কমছে বিদেশির সংখ্যা, মাঠের বাইরে কি আরও একটা ডার্বি?

'তোমাকে মাঝদরিয়ায় ছুড়ে ফেলা হয়েছে...', গিলকে এমন কথা শুনতে হয়েছিল কেন, গম্ভীর বললেন...

রেহাই পেল মৃতদেহও! মর্গ থেকে তরুণীর নিথর দেহ বের করে উদ্দাম যৌনতা, একবছর পর তরুণের কীর্তি ফাঁস
টাকার অভাবে পৈতৃক বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে রাজা-মধুবনীকে! হঠাৎ কী এমন হল তারকা দম্পতির সঙ্গে?

টাকার লোভেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড! নিজের মাকে শেষ করে ঝুলিয়ে দিল গুণধর ছেলে, শিউরে ওঠা দৃশ্য এই রাজ্যে
ফের শোকের ছায়া সঙ্গীত জগতে! না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী

মনের রোগ নিয়ন্ত্রণে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নব চেতনার দিগন্তে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন

জলের ট্যাঙ্ক হবে একেবারে নতুনের মতো ঝকঝকে! খরচ শুধু ১০ টাকা, নেই এক ফোঁটা খাটনি

রান আউট হয়ে ডাবল হান্ড্রেড হাতছাড়া, জয়সওয়ালের আউটের পিছনে দোষ কার?

কারও কাছে দুটোর বেশি থাকলেই জমা দিতে হবে একটা! লাদাখে নতুন নিয়ম

শুভমনের প্রেমে মজলেন 'দিল্লিওয়ালি', মাঠেই প্রেমের প্রস্তাব, ভাইরাল রহস্যময় তরুণীর ছবি

রাগের মাথায় গোটা পরিবার শেষ করল তরুণী! উৎসবের আবহে হাড়হিম দৃশ্য এই রাজ্যে, আঁতকে উঠল পুলিশ

ভারতের ট্রফি চুরি করার জের, বড় শাস্তি পেতে চলেছেন নকভি

শুভমনের প্রেমে মজলেন 'দিল্লিওয়ালি', মাঠেই প্রেমের প্রস্তাব, ভাইরাল রহস্যময় তরুণীর ছবি