শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

Kids are facing back issues due to lifestyle habits says AIIMS survey

স্বাস্থ্য | মোবাইলে মুখ গুঁজে থাকা কিংবা ঘণ্টার পর ঘণ্টা বসে পড়াশোনা! দু’দিকেই ঝুঁকিতে কৈশোর, অশনি সঙ্কেত এইমসের গবেষণায়

নিজস্ব সংবাদদাতা | ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোনে ঘাড় গুঁজে থাকা, ক্লাসরুমে ঘণ্টার পর ঘণ্টা একভাবে বসে থাকা, আর খেলাধুলোর আগে গা গরম না করা- এমনই সব অভ্যাস কিশোর-কিশোরীদের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে। তাদের শরীর কৈশোরেই জানান দিচ্ছে আসন্ন বিপদের কথা।

 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থায়নে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর একটি নতুন সমীক্ষায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। সমীক্ষা অনুযায়ী, ১৫ থেকে ১৮ বছর বয়সি বহু স্কুল পড়ুয়ার মধ্যেই সামনের দিকে ঝুঁকে থাকার ভঙ্গি, পিঠের ব্যথা, পেশির অনমনীয়তা বা নমনীয়তা কমে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা যাচ্ছে।

 

গবেষক দলের সদস্যরা জানিয়েছেন, “এই সমস্যাগুলির মূল কারণ আজকের জীবনযাত্রা- মোবাইল এবং কম্পিউটারে দীর্ঘ সময় কাটানো, মাঠে গিয়ে খেলার অভাব, খালি পায়ে হাঁটাচলার অভ্যাস কমে যাওয়া।” পড়াশোনাই হোক বা মোবাইল দেখা, দীর্ঘক্ষণ একই ভাবে বসে থাকার ফলে পিঠে এবং মেরুদণ্ডের উপর মারাত্মক চাপ পড়ছে।

 

তাঁরা আরও যোগ করেন, “মাঝেমধ্যে উবু হয়ে বসা বা ভারতীয় শৌচাগার ব্যবহারের মতো চিরাচরিত অভ্যাস স্বাভাবিকভাবেই শরীরের নমনীয়তা বাড়াতে সাহায্য করে, সেইসবও এখনকার কিশোর-কিশোরীদের জীবন থেকে হারিয়ে গিয়েছে।” বিশেষজ্ঞদের মতে, এই সাধারণ অভ্যাসগুলি শরীরকে স্বাভাবিকভাবেই নমনীয় হতে সাহায্য করে, যা এখনকার প্রজন্মের মধ্যে প্রায় দেখাই যায় না।

এইমস-এর জেপিএনএ ট্রমা সেন্টারের অধ্যাপক ডঃ সমর্থ মিত্তলের নেতৃত্বে এবং ফিজিওথেরাপিস্ট ডঃ এ এস মূর্তির সহযোগিতায় এই প্রকল্পটি চালানো হচ্ছে। এই সমীক্ষার মূল উদ্দেশ্য ছিল, ফিজিওথেরাপির মাধ্যমে এই প্রবণতা পাল্টানো যায় কি না এবং খেলাধুলোর ফলে হওয়া চোট-আঘাত প্রতিরোধ করা যায় কি না, তা খতিয়ে দেখা।

 

গবেষকরা জানিয়েছেন, ১২ সপ্তাহের এই পরীক্ষায় পড়ুয়াদের মধ্যে চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করা গিয়েছে। যে সমস্ত পড়ুয়ারা ফিজিওথেরাপি-ভিত্তিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছে, তাদের শারীরিক ভঙ্গিমার উন্নতি, শক্তি ও নমনীয়তা বৃদ্ধি পেয়েছে। ২৪ সপ্তাহের ফলো-আপ পর্ব এখনও চলছে।

তবে চিকিৎসকদের মতে, আসল চ্যালেঞ্জ হল দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করা। গবেষক দলটির কথায়, “কিশোর-কিশোরীরা হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু তাদের শরীর ইতিমধ্যেই এই দীর্ঘ সময় বসে থাকার কুপ্রভাব টের পেতে শুরু করেছে। আমরা যত তাড়াতাড়ি সচেতন হব, ভবিষ্যৎ ততটাই স্বাস্থ্যকর হবে।” খেলাধুলোর আগে গা গরম করা, খালি পায়ে মাঠেঘাটে সময় কাটানো, স্ক্রিন টাইম কমানো এবং উবু হয়ে বসার মতো সাধারণ অভ্যাসগুলি ভবিষ্যতে বহু বছরের শারীরিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে বলে তাঁরা মনে করছেন।

বিশেষজ্ঞরা স্কুল পাঠ্যক্রমে ফিজিওথেরাপি অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছেন, যাতে খেলাধুলোর সময় পড়ুয়ারা সঠিক দিশা পায় এবং চোট-আঘাত এড়ানো সম্ভব হয়। এক গবেষকের কথায়, “ছোট থেকে পরিকল্পিতভাবে দিশা পেলে শুধু কিশোর কিশোরীদের স্বাস্থ্যের উন্নতিই হবে না, ভবিষ্যতের ক্রীড়া প্রতিভা তুলে আনা সহজ হবে।”

 

প্রকল্পটি ইতিমধ্যেই শেষ বছরে প্রবেশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরীক্ষার ফলাফল আগামী দিনে নীতিগত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। গবেষক দলের এক সদস্য বলেন, “আজকের এই পিঠের ব্যথা আসলে আগামীর দীর্ঘস্থায়ী রোগের সঙ্কেত মাত্র। কৈশোরে শেখা স্বাস্থ্যকর অভ্যাসই এই শিশুদের প্রাপ্তবয়স্ক জীবনে সুরক্ষিত রাখবে।”


নানান খবর

স্তনে হাত দিয়েই চাপ দিয়ে পরীক্ষা করেই চিহ্নিত করা যায় ক্যানসার! কীভাবে চিনবেন ‘ব্রেস্ট ক্যানসার’?

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা? প্লেটের এই খাবারগুলিই ডেকে আনছে বিপদ

ডায়াবেটিস না উচ্চ রক্তচাপ, কোন রোগটি কিডনির জন্য বেশি ক্ষতিকর? কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

অস্ত্রোপচারের টেবিলে রোগী এই একটি কথা বললেই আর অপারেশন করেন না চিকিৎসকেরা! কোন কথা জানেন?

ঘন ঘন জ্বর আসছে? ব্লাড ক্যানসার নয় তো? কোন কোন উপসর্গগুলি অবহেলা করলেই সর্বনাশ

আজ বিশ্ব রেটিনা দিবস, ডিজিটাল স্ক্রিনের নীল আলো থেকে চোখের মণি ভাল রাখতে কী করবেন?

খুলির ৮৩ শতাংশই চুরমার দুষ্কৃতী হানায়! অবিশ্বাস্য উপায়ে নতুন খুলি তৈরি করে রোগীর প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা

হার্ট অ্যাটাকের কয়েক মিনিট পরেই সেরে উঠবে হৃদযন্ত্র, যুগান্তকারী ইঞ্জেকশন আবিষ্কার বিজ্ঞানীদের

এবার কাচ দিয়েই তৈরি হবে মানব হাড়!! যুগান্তকারী দিশা চিনের বিজ্ঞানীদের

চরম বিতর্কে 'হোমবাউণ্ড'! যাদের জীবনের গল্প নিয়ে ছবি, তাঁদেরকেই মাত্র ১০,০০০ টাকা পারিশ্রমিক দিয়েছেন পরিচালক?

দশমীর পরের দিন থেকে অফিস! হ্যাংওভার কাটাবেন কী করে? 

দশমীর রাতে খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু, কারণ জানলে চমকে যাবেন

প্রিয়াঙ্কা চোপড়াকে হুবহু নকল করছেন উর্বশী?নেটিজেনদের চোখে পড়তেই তুমুল কটাক্ষের শিকার নায়িকা

চোখে ভেসে ওঠে ব্লাড প্রেশারের বিপদ! জানেন কোন লক্ষণ অবহেলা করলেই মুহূর্তে হতে পারে মৃত্যু?

পার্লে-জি বিস্কুট এখন আরও সস্তা! জিএসটি কমায় দাম কমে কত হল?

এফডি-তে সুদের হার ৮.৪০ শতাংশ, দীর্ঘমেয়াদে এই ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ করলেই ব্যাপক লাভের হাতছানি

পৃথিবীর কক্ষপথে ধীরে ধীরে নামছে নাসার টেলিস্কোপ, কী প্রভাব পড়বে বিভিন্ন স্যাটেলাইটে

ইউপিআই-এ আসছে নতুন সুবিধা: এখন কেনাকাটা করা যাবে কিস্তিতে

এক মিনিটের ‘সাইক্লোন’-এ তছনছ নদীয়া জেলার হরিণঘাটা, নারায়ণপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনের পর দিন পেট পরিষ্কার হয় না? শোওয়ার আগে করুন এই কাজ, কখনও পিছু নেবে না কোষ্ঠকাঠিন্যের সমস্যা

মার্কিন সরকার শাটডাউনের তৃতীয় দিন, চাকরি হারাবেন হাজার হাজার কর্মী? হোয়াইট হাউসের বার্তায় প্রবল আতঙ্ক

কামব্যাকেই সাফল্য, কী করলেন মীরাবাই জানলে চমকে যাবেন

সিঁদুর খেলার পর সাধের শাড়ির দফারফা? সহজ কটি কৌশলে চুটকিতে তুলুন সিঁদুরের দাগ

স্ত্রীকে ফেলে শ্বশুরের সঙ্গেই উদ্দাম যৌনতায় মত্ত জামাই! ‘নিষিদ্ধ সুখ পেয়েছি’ স্বীকারোক্তি যুবকের

এবার আসবে 'কান্তারা'র তিন নম্বর ছবি! কবে বড়পর্দায় দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির এই নয়া ছবি? কে কে থাকবেন তাতে?

২৬/১১-র বীর কমান্ডো রাজনীতিতে নেমেই মাদক সাম্রাজের কিংপিন! কীভাবে বেতাজ বাদশা বনে গেলেন বজরং সিং

পুজোর শেষ হতেই বিরাট চমক টিআরপিতে! জায়গা হারাল 'পরশুরাম', 'বাংলা সেরা' কে?

খরচ বাড়ল আধার কার্ডে নাম-ঠিকানা বদলের, কোন ক্ষেত্রে কত টাকা খসবে? জানুন

ঋষি কাপুরের 'অবৈধ সন্তান' টুইঙ্কল খান্না? আলিয়াকে এই বিতর্কের জবাব সরাসরি দিলেন খোদ ডিম্পল-কন্যা!

ক্ষণিকের টর্নেডোয় লন্ডভন্ড চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা! ভেঙে পড়ল দুর্গা মণ্ডপ

সোশ্যাল মিডিয়া