টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিয়ের পিঁড়িতে আল্লু শিরিশ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু শিরিষ তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।বেশ কিছুদিন ধরেই তাঁর বিয়ে নিয়ে যে গুঞ্জন চলছিল, অবশেষে তাতে সিলমোহর পড়তে চলেছে বলে খবর। সূত্রের খবর, আল্লু পরিবারে এখন জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। আল্লু অর্জুনের ছোট ভাই, আল্লু শিরিষের হবু স্ত্রী কিন্তু অভিনয় জগতের কেউ নন। জানা যাচ্ছে, তিনি হলেন হায়দরাবাদের এক নামকরা ও ধনী ব্যবসায়ীর কন্যা। দুই পরিবারের সম্মতিতেই এই সম্পর্ক চূড়ান্ত হয়েছে। তবে, আল্লু অরবিন্দ-এর পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এর আগে অভিনেত্রী অনু ইমানুয়েলের সঙ্গে আল্লু শিরিষের সম্পর্কের খবর টিনসেল টাউনে আলোড়ন সৃষ্টি করেছিল। তবে, সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে শিরিশ স্পষ্ট জানিয়েছিলেন যে নু তাঁর কেবলই ভাল বন্ধু। অবশেষে, সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
অমিতাভের রসিকতা
এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস প্রকাশ করেছেন। তবে তাঁর উদযাপনের ধরনটি ছিল বেশ মজাদার, কারণ তিনি এই জয়ের জন্য ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে একটি রসিকতা করেছেন। এর পিছনে কারণটা হল—পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের একটি মন্তব্য। ভারতের জয়ের পরই অমিতাভ বচ্চন নিজের 'এক্স' (আগেকার টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'জিতে গিয়েছি! ওয়েল প্লেড 'অভিষেক বচ্চন'। ওখানে (পাকিস্তানের) মুখ ফসকে গিয়েছিল, আর এখানে ব্যাট, বল, ফিল্ডিং না করেও শত্রুকে টলিয়ে দেওয়া হলো!! মুখ বন্ধ! জয় মা দুর্গা।" আসলে, ফাইনালের আগে একটি ক্রিকেট শো-তে বিশ্লেষণ দেওয়ার সময় শোয়েব আখতার মুখ ফসকে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মার বদলে অভিনেতা অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন। তিনি বলেছিলেন, "যদি পাকিস্তান তাড়াতাড়ি অভিষেক বচ্চনকে আউট করে দেয়, তাহলে মিডল অর্ডারে কী হবে?" তাঁর এই ভুলটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা মজাদার মন্তব্য করতে শুরু করেন।
আরও পড়ুন: ‘…এক প্রকার স্বাভাবিক ছিল’! ছেলেকে মারধর করতেন উদিত? ফাঁস করলেন স্বয়ং আদিত্য
আরিয়ানের নতুন পদক্ষেপ
শাহরুখ খান পুত্র আরিয়ান খান অবশেষে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন, আর তাতেই মেতে উঠেছে ইন্টারনেট! তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর সাফল্যের পরেই এই পরিবর্তন আনলেন আরিয়ান। জানা গিয়েছে, মাদক মামলায় জামিন পাওয়ার পর থেকে আরিয়ান তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের কোনও ছবি রাখতেন না। দীর্ঘ সময় ধরে তাঁর ডিপি ছিল হয় সম্পূর্ণ কালো অথবা সাদা। কিন্তু নেটফ্লিক্সে তাঁর পরিচালনায় তৈরি সিরিজটি মুক্তি পাওয়ার এবং দর্শকদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পাওয়ার পর আরিয়ান নিজের একটি ছবিকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেছেন। আরিয়ানের এই পদক্ষেপ নেটিজেনদের নজর কেড়েছে, বিশেষত রেড্ডিটে আলোচনা তুঙ্গে। একজন ব্যবহারকারী পোস্ট করেছেন, "মনে আছে, সেই ঘটনার পর জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই ও প্রোফাইল পিকচার সরিয়ে দিয়েছিল এবং অনেক দিন ফাঁকা রেখেছিল। এখন সিরিজটি মুক্তির পর, যেটা ওটিটি-তে খুব ভাল ভিউ পাচ্ছে, ও আবার নিজের ছবি ডিপিতে দিয়েছে। ও নিশ্চয়ই ভেঙে পড়েছিল এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, আর এখন প্রথম ওটিটি রিলিজের সাফল্যের পর ও ডিপি দিয়ে ফিরে এসেছে। আশা করি, ও এবার ক্যামেরার সামনে এসে সাক্ষাৎকার দেওয়াও শুরু করবে।"
