টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
খোরপোশ নিয়ে অকপট ধনশ্রী
ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মাকে ঘিরে অনেক কথাই উঠে আসছে। ধনশ্রী এবার খোরপোশের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে এসে তিনি এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু অংশে গুজব ছড়িয়েছিল যে ধনশ্রী চাহালের কাছ থেকে বড় অঙ্কের খোরপোশ দাবি করেছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধনশ্রী সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। শো-তে তিনি বলেন, তাঁদের বিবাহবিচ্ছেদ দ্রুত হয়েছে কারণ এটি ছিল পারস্পরিক সিদ্ধান্ত। তাই, যখন লোকেরা খোরপোশের কথা বলে, তখন তা ভুল। তিনি আরও যোগ করেন, "আমি কিছু বলছি না বলেই কি আপনারা ভুল কথা বলে যাবেন? আমার বাবা-মা শিখিয়েছেন কেবল তাদের কাছেই কৈফিয়ত দিতে, যাদের আমি গুরুত্ব দিই। যারা আপনাকে চেনেই না, তাদের ব্যাখ্যা করে সময় নষ্ট করার কী দরকার?"
কিয়ারার নতুন গয়না

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবানি সম্প্রতি মাতৃত্বের এক আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। ইনস্টাগ্রামে তিনি একটি বিশেষ নেকলেসের ছবি শেয়ার করেন, যেখানে লেখা ছিল— 'মামা'। নতুন মা হিসেবে এই ছোট্ট অলঙ্কারেই তিনি প্রকাশ করলেন জীবনের নতুন অধ্যায়ের গর্ব ও ভালবাসা। পোস্টটি সামনে আসতেই অনুরাগীরা ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, 'তুমি এখন একজন সুপারমম।' আবার কেউ বলেছেন, 'এত সুন্দরভাবে মাতৃত্বকে ধারণ করছ, সত্যিই অনুপ্রেরণাদায়ক।' শুধু তাই নয়, কিয়ারা আরও একটি ভিডিও ভাগ করেছিলেন, যেখানে বিশ্বখ্যাত শিল্পী রিহানাকে বলতে শোনা যায়— মা হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এই কথার সঙ্গে নিজের অভিজ্ঞতাকেও মিলিয়ে নেন কিয়ারা। প্রসঙ্গত, কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা তাঁদের কন্যাসন্তানের জন্মের সুখবর দেন চলতি বছরের জুলাই মাসে।
দুর্ঘটনার কবলে গায়ক
জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্ডা ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে হিমাচল প্রদেশের বাড্ডি এলাকা দিয়ে শিমলা যাওয়ার পথে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং পরে গুরুতর অবস্থায় তাঁকে মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় রাজবীরের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। বর্তমানে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই পাঞ্জাবি সঙ্গীত জগতে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ইতিমধ্যেই শিল্পী মহল থেকে অনেকেই হাসপাতালে গিয়ে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
