আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বক্তৃতায় দাবি করেছেন যে তিনি “৭টি যুদ্ধ” শেষ করেছেন, যার মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষও। ট্রাম্প বলছেন, এসব যুদ্ধ থামানোয় তাঁর নীতি, বিশেষত বাণিজ্য ও শাস্তিমূলক ট্যারিফ প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

তিনি বলেছেন — “আমরা যুদ্ধ থামাচ্ছি, শান্তি চুক্তি গঠন করছি” — এবং উদাহরণস্বরূপ ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ ঠেকিয়ে দিয়েছি বাণিজ্যে বাধা আর নীতি প্রয়োগ করে বলে উল্লেখ করেছেন। 

ট্রাম্প যে সাতটি যুদ্ধ শেষ করার দাবি করছেন, তার মধ্যে রয়েছে:

ভারত ও পাকিস্তান 

থাইল্যান্ড ও কম্বোডিয়া 

আর্মেনিয়া ও আজারবাইজান 

কোসোভো ও সার্বিয়া 

ইসরায়েল ও ইরান 

মিশর ও ইথিওপিয়া 

রুয়ান্ডা ও কংগো 

 

ট্রাম্প কি Nobel Peace Prize দাবি করছেন?

বক্তৃতায় তিনি বলেছেন যে এই যুদ্ধগুলোর সমাধানে কাজ করার জন্য তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। তিনি উল্লেখ করেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামালে নোবেল পাওয়া যাবে” — এবং অন্য যুদ্ধগুলোর জন্যও পুরষ্কার পাওয়ার দাবী করছেন। 

ভারত সরকার স্পষ্ট করেছে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের অধস্তন হস্তক্ষেপ বা মধ্যস্থতা করেনি। যুদ্ধবিরতি মূলত দুই দেশের সেনা কমান্ডারদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে হয়েছে বলে দাবি করা হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের দাবির বাস্তবতা একদমই স্পষ্ট নয়। কোথাও কোথাও যুদ্ধবিরতি হয়ে থাকলেও, সেটি পুরোপুরি যুদ্ধের অবসান বা সম্পূর্ণ শান্তি চুক্তি নয়। 

ট্রাম্পের এই দাবির প্রেক্ষাপটে কিছু মূল প্রশ্ন যা উঠে আসে:

দাবির ভিত্তি কতটা প্রমাণসাপেক্ষ? যেখানে কেউ বলছেন ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ক্ষেত্রে কোনো বাইরের হস্তক্ষেপ হয়নি, সেখানে ট্রাম্পের দাবি সত্য কি না তা নির্ধারণ করা কঠিন। যুদ্ধ শেষ” বলার সংজ্ঞা কী? যুদ্ধবিরতি কি পুরোপুরি হামলা-প্রতিক্রিয়া বন্ধ হওয়া, সীমান্ত সমস্যা মীমাংসা, অথবা শুধু উত্তেজনা কমে যাওয়া?

বাণিজ্যের ভূমিকা কতটুকু নির্ধারক? ট্রাম্প বলছেন ৬০% যুদ্ধবিরতি হয়েছে বাণিজ্য ও শাস্তিমূলক অর্থনৈতিক নীতি প্রয়োগের কারণে। কিন্তু অনেকের মতে, শুধু বাণিজ্য নয়, কূটনৈতিক চাপে, আন্তর্জাতিক মিডিয়া মনোযোগ, শান্তি আলোচনার ভূমিকা ইত্যাদিও গুরুত্বপূর্ণ।

নোবেল শান্তি পুরস্কার দাবি: পুরস্কারটি সাধারণত শান্তি প্রচার, মানবিক অবদান ও ব্যাপক স্বীকৃত প্রভাবের ভিত্তিতে দেওয়া হয়। ট্রাম্পের দাবি কি এই মানদণ্ড পূরণ করে, সেটিও বিতর্কের বিষয়।

ট্রাম্প বলছেন তিনি ভারত-পাকিস্তানকে সহ একাধিক বিশ্বদ্বন্দ্বকে “শেষে পৌঁছে দিয়েছেন,” এবং এজন্য নোবেল শান্তি পুরস্কারের দাবিও তুলছেন। তবে এই দাবির প্রমাণ খুব স্পষ্ট নয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর অবস্থান এই দাবিগুলি প্রত্যাখ্যাত। বিষয়টি এখনো বহুল বিতর্কের উপাদান।