আজকাল ওয়েবডেস্ক: চীন সম্প্রতি একটি নতুন ভিসা বিভাগ চালুর ঘোষণা দিয়েছে। এর নাম “K ভিসা”। এটি কার্যকর হবে আগামী ১ অক্টোবর, ২০২৫ থেকে। এই ভিসার মূল উদ্দেশ্য হলো বিশ্বের তরুণ ও মেধাবী পেশাজীবীদের চীনে আকর্ষণ করা। বিশেষভাবে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ার  ও গণিত—অর্থাৎ STEM ক্ষেত্রের মানুষদের জন্য এই ভিসাটি তৈরি করা হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের আগস্ট মাসে এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। এটি আসলে চীনের একটি কৌশল, যাতে দেশটি আরও বেশি আন্তর্জাতিক প্রতিভা ও দক্ষ জনশক্তি নিজেদের দিকে টানতে পারে।

অনেকে এই নতুন ভিসাকে আমেরিকার বহুল আলোচিত H-1B ভিসার বিকল্প হিসেবে দেখছেন। কারণ, যুক্তরাষ্ট্র সম্প্রতি H-1B আবেদন ফি বাড়িয়ে বছরে ১ লক্ষ মার্কিন ডলার করেছে। ফলে অনেক দক্ষিণ এশীয় পেশাজীবী, বিশেষত ভারতীয়রা, আমেরিকায় কাজ বা পড়াশোনার পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এই প্রেক্ষাপটে চীন তুলনামূলকভাবে সহজ ও কম খরচের একটি সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন: প্রতিশোধ চাই! প্রাক্তন স্ত্রীর বাড়ির পাশেই ১২ ফুট লম্বা এ কিসের মূর্তি বসালেন স্বামী! লজ্জায় চোখ ঢাকছে পাড়া প্রতিবেশী

চীনা বিচার মন্ত্রকের  তথ্য অনুযায়ী, এই ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে অন্তত ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি চীন বা বিদেশের যেকোনো প্রতিষ্ঠানের হতে পারে। যারা শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত আছেন, তারাও আবেদন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আবেদনকারীর জন্য চীনে কোনো স্থানীয় নিয়োগকর্তার আমন্ত্রণপত্রের প্রয়োজন নেই। কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং গবেষণা বা পেশাগত সম্পৃক্ততার প্রমাণ জমা দিলেই হবে।

K ভিসা চীনের বিদ্যমান সাধারণ ১২টি ভিসার তুলনায় বেশ কিছু বাড়তি সুবিধা দেবে। যেমন—একাধিকবার প্রবেশের অনুমতি, দীর্ঘ মেয়াদি বৈধতা এবং বেশি সময় থাকার সুযোগ। শুধু কাজের জন্যই নয়, এই ভিসাধারীরা শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে একাডেমিক বিনিময়ে অংশ নিতে পারবেন। পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কাজ করার পথও তাদের জন্য উন্মুক্ত থাকবে।

চীন গত কয়েক বছরে ধীরে ধীরে তাদের ভিসা নীতি উন্মুক্ত করছে। এখন অনেক দেশের ভ্রমণকারীরা চীনে ভিসা ছাড়া প্রবেশ করতে পারছেন নির্দিষ্ট সময়ের জন্য। আবার বেশ কয়েকটি দেশের সঙ্গে চীন ভিসামুক্ত চুক্তিও করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিদেশিদের চীন সফরের সংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লাখে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ১ কোটি ৩৬ লাখ মানুষ ভিসা ছাড়াই প্রবেশ করেছেন।

সব মিলিয়ে বলা যায়, K ভিসা চীনের জন্য একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে দেশটি সরাসরি বার্তা দিচ্ছে যে, তারা বৈশ্বিক STEM প্রতিভাদের আকর্ষণ করতে চায়। যদিও আমেরিকা ও ইউরোপ এখনো মর্যাদা ও ক্যারিয়ারের দিক থেকে শীর্ষে, তবু চীন এবার প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে।