আজকাল ওয়েবডেস্ক: শীত হোক বা বর্ষা, গরম গরম ধোঁয়া ওঠা স্যুপের স্বাদ পেতে কার না ইচ্ছে হয়। তাও যদি আবার জনপ্রিয় নামী রেস্তোরাঁর নানা স্বাদের স্যুপ চেখে দেখার সুযোগ থাকে। কিন্তু জনপ্রিয় রেস্তোরাঁর স্যুপ খেতে গিয়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল খাদ্যরসিকদের। যে অভিজ্ঞতার জেরে স্যুপ খাওয়া তো দূরের কথা, এই রেস্তোরাঁমুখীও হচ্ছেন না কেউ।
কী কারণ? জানা গেছে, ওই রেস্তোরাঁয় স্যুপের পাত্রে মেশানো হয়েছিল প্রস্রাব। স্যুপের পাত্রে মূত্রত্যাগ করে, সেটিই স্যুপ হিসেবে পরিবেশন করার ইচ্ছে ছিল দুই কিশোরের। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।এমনকী কেউই সেটি পান করেননি। তার সত্ত্বেও বিরাট জরিমানার মুখে পড়তে হল দুই কিশোরকে।
আরও পড়ুন: ভূত নাকি! হঠাৎ নড়ে উঠল চিতা, উঠে বসলেন 'মৃত' বৃদ্ধাও, আগুন দেওয়ার আগে চক্ষু চড়কগাছ আত্মীয়দের
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। চীনের অন্যতম বৃহৎ রেস্তোরাঁ চেইন হাইডিলাও। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে এই রেস্তোরাঁর আউটলেট। চীনের এই জনপ্রিয় রেস্তোরাঁর আউটলেট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে। সুস্বাদু
চাইনিজ খাবারের জন্য এই রেস্তোরাঁ জনপ্রিয়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরাও এই রেস্তোরাঁর খাবারের স্বাদ নেওয়ার জন্য মুখিয়ে থাকেন।
বিশেষত চীনের সাংহাইয়ের হাইডিলাও আউটলেটে সবচেয়ে বেশি ভিড় জমে। সেই রেস্তোরাঁয় ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় খাদ্যরসিকদের। জানা গেছে, দুই কিশোর মজার ছলে ওই রেস্তোরাঁর স্যুপের পাত্রে মূত্রত্যাগ করে। সেই মূত্রত্যাগের ভিডিও তারা নিজেরাই করেছিল। পরে সেটি ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা নেটিজেনদের নজরে পড়তেই বিপত্তি ঘটে।
জানা গেছে, ঘটনাটি চলতি বছরেই। রেস্তোরাঁর তরফে যদিও জানানো হয়েছে, দুই কিশোর স্রেফ মজার ছলে ঘটনাটি ঘটিয়েছিল। কিন্তু কোনও গ্রাহক সেটি খাননি। সেই পাত্র নষ্ট করেও দেওয়া হয়েছিল। কিন্তু রেস্তোরাঁর সুনাম ক্ষুন্ন করার চেষ্টাও দুই কিশোরের বিরুদ্ধে মামলা রুজু করেন কর্তৃপক্ষ। সম্প্রতি আদালতে রায় ঘোষণা করেন বিচারপতি।
জানা গেছে, দুই কিশোরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের দুই কোটি ৫৬ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে রেস্তোরাঁর তরফে প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। রেঁস্তোরার সদস্যরা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে চার হাজার ১০০টি অর্ডারের যে কোনও গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়া হবে। অথবা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। সাংহাই পুলিশ জানিয়েছে যে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সি দুই কিশোরকে আটক করা হয়েছে।
রেস্তোরাঁ করৃ্তৃপক্ষ আরও জানিয়েছেন, সাংহাইয়ের ওই আউটলেটের সমস্ত খাবারের বাসন, পাত্র বদলে দেওয়া হয়েছে। এমনকী একাধিকবার রেস্তারাঁ পরিষ্কার, পরিচ্ছন্ন করা হয়েছে। নতুন করে আবারও রেস্তোরাঁয় গ্রাহকদের স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছন রেস্তোরাঁর মালিক ও কর্মীরা।
