আজকাল ওয়েবডেস্ক: আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন, বাংলায় তরজমা করলে দাঁড়ায় আয়কর রিটার্ন জমা দেওয়া। ২০২৫-২৬  অর্থবর্ষে আইটিআর-এর শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। তবে একেবারে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তেই স্বস্তি মধ্যবিত্তের। 

?ref_src=twsrc%5Etfw">September 15, 2025

সোমবার, অর্থাৎ চলতি অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা  দেওয়ার শেষ দিনেই আয়কর দপ্তর জানায় নতুন ডেডলাইনের কথা। দপ্তরের তরফে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বরের বদলে, চলতি অর্থবর্ষে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার যাবে। অর্থাৎ সোমবারের পরিবর্তে, জমা দেওয়ার সময় করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস সময় বাড়াল একদিন।

কিন্তু কেন শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত?

আয়কর দপ্তরের এক্স হ্যান্ডেল থেকে ১৫ সেপ্টেম্বর রাত্রি ১১টা ৪৮ মিনিটে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, 'কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড ২০২৫-২৬ আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ করার সিদ্ধান্ত নিয়েছে।' দপ্তরের তরফে আরও জানানো হয়, ইউটিলিটিগুলিতে পরিবর্তন আনতে ই-ফাইলিং পোর্টালটি মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর ২.৩০ টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ মোডে থাকবে। 

এই অতিরিক্ত সময় দেওয়ার কারণ কী?

তথ্য, সোমবার আইটিআর-এর ই-ফাইলিং পোর্টালে একটি কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হন। তার জেরেই অতিরিক্ত  একদিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে, চলতি অর্থবর্ষে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭.৩ কোটির বেশি মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। গত অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৭.২৮ কোটি।

উল্লেখ্য, আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ হিসেবে প্রথমে ৩১ জুলাই ধার্য ছিল, পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়। তারপরে তা হল ১৬ সেপ্টেম্বর।