আজকাল ওয়েবডেস্ক: দিল্লির ছোট্ট গলিতে ক্রিকেট খেলত বাচ্চা ছেলেটা। পাড়ার বড়দের সঙ্গে খেলতে একটুও ভয় পেত না। জোরে শট মারত। বলের আঘাতে কত বাড়ির কত জানালা ভেঙেছে তার ইয়ত্তা নেই। বয়স্ক ছেলেগুলো পালিয়ে যেত বকা খাওয়ার ভয়ে। কিন্তু বাচ্চা ছেলেটা ক্রিকেটকে এতটাই ভালবাসত যে স্টাম্প ছেড়ে, ব্যাট ফেলে রেখে পালাতে পারত না। সে যে পালিয়ে যাওয়ার ছেলেই নয়। পড়শিদের কাছে ধরা পড়ে যেত। বকুনি জুটত। তবুও ক্রিকেট ব্যাট ছাড়ত না। ওটাই যে ওর প্রাণের আরাম।
উইকেটের অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট চলে যেতে থাকে এখন। দমে যায় না ছেলেটা। সবাই চলে যেতে পারে আউট হয়ে, বিরাট কোহলি আউট হতে পারেন না। ওঁর আউট হতে নেই। গোটা দেশের শ্বাসপ্রশ্বাসে বিরাট কোহলি। এহেন বিরাট কোহলিই যে দুই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বজয়ের পরে কনিষ্ঠ ফরম্যাট থেকে। আর ইংল্যান্ড সফরে ভারত যাওয়ার আগে টেস্ট দল থেকে।
আরও পড়ুন:ভারতের 'নতুন ছেলেরা...', মহাম্যাচের আগে কোহলি-খোঁচা মিসবার
কোহলির অবসরে হতাশা গ্রাস করেছে ক্রিকেটভক্তদের। অনেকেই বিস্মিত। এই তালিকায় নতুন সংযোজন তালিবান নেতা আনাস হাক্কানি। শুভঙ্কর মিশ্রর পডকাস্টে হাক্কানি বলেছেন, ''রোহিতের টেস্ট অবসর তাও যুক্তিযুক্ত। কিন্তু কোহলির অবসরের কারণ আমি বুঝলাম না। পঞ্চাশ বছর পর্যন্ত কোহলিকে খেলতে দেখতে চেয়েছিলাম।''
হাক্কানি জানান, ভারতীয় মিডিয়ার উপরে অসন্তুষ্ট হয়ে কোহলি অবসর নিয়েছেন। তিনি বলছেন, ''ভারতের মিডিয়ার উপরে হয়তো বিরক্ত হয়েই অবসর নিয়েছে কোহলি। শচীন তেণ্ডুলকরের টেস্ট রান তাড়া করছে জো রুট। কোহলির হাতেও সময় ছিল।'' এক তালিবান নেতাও কোহলিতে মুগ্ধ। তাঁর ক্রিকেট দূরকে কাছে টেনে আনে।
বিরাট কোহলি ব্যাট করতে নামলে আউট হতে চাইতেন না। দেশের মানুষের প্রত্যাশার পাহাড়সমান চাপ নিয়ে রোজ ঘুম থেকে উঠতেন। ব্যাট করতে যেতেন সেই চাপ নিয়েই। রবিবার ভারত-পাক ম্যাচ এশিয়া কাপে। এই তো বছর কয়েক আগে পাকিস্তানকে হারানোর পরে কাঁদছেন কোহলি। মেলবোর্নে সাররিয়ালিস্ট ছবি। আকাশের দিকে তর্জনী তুলে চোখ বন্ধ করে কী যেন বলছেন কোহলি। হয়তো দূর আকাশে বাবাকে খুঁজেছেন। বাবার সঙ্গে কথা বলেছেন।
পাকিস্তানের ওই ভয়ঙ্কর বোলার হ্যারিস রাউফকে দুটো অস্বাভাবিক ছক্কা মারলেন মেলবোর্নে। রবি শাস্ত্রী বলেছিলেন, ''কামেথ দ্য আওয়ার, কামেথ দ্য ম্যান। কীভাবে ওরকম দুটো ছক্কা মারলে বিরাট?'' উত্তরে কোহলি বলেছিলেন, ''ইন্সটিঙ্কটলি ব্যাট চালিয়েছি। বল দেখলাম গ্যালারিতে। কীভাবে হল, কী করে করলাম, বলতে পারব না।'' যাঁরা ব্যর্থ হয়েও বারবার ফিরে আসে, তারাই তো চ্যাম্পিয়ন। অনভ্যস্ত জায়গা, ঊষর জমিতেও যাঁরা ফুল ফোটান, তাঁরাই সত্যিকারের তারকা। বিরাট কোহলিও সেরকমই এক চ্যাম্পিয়ন। যাঁর অবসর চিন্তায় ফেলে দেয় তালিবান নেতাকে। অবাক হয়ে যান তিনি। কোহলির সরে যাওয়া বিরাট এক শূন্যতা তৈরি করে ক্রিকেটমাঠে।
আরও পড়ুন:'ভারতের বি টিমও এই পাকিস্তানকে হারাবে', এশিয়া কাপ জয়ী দলের সদস্যের সাফ কথা
