কয়েক মাস পর আবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ২০২৫ সাল অভিনেত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত সাত বছর পর আবার ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী। স্টার জলসার 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকে ঝিলের চরিত্রে অভিনয় করছেন তিনি। গল্পে অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের এক মেয়ে, পারিবারিক অশান্তি তবে সেখান থেকে গান গাওয়া শুরু করে ঝিল, গানের মাঝে দেখা হয় শাক্যর সঙ্গে।
এরপর কী হবে তা জানার জন্য দর্শককে দেখতে হবে এই ধারাবাহিক। তবে বর্তমানে ধারাবাহিক এবং বিয়ে এই দুই নিয়েই অত্যন্ত ব্যস্ত মধুমিতা সরকার। সবকিছুই যেন গুলিয়ে যাচ্ছে অভিনেত্রীর। তবে সবকিছুই সুন্দর ভাবে সামলাচ্ছেন মধুমিতা।
মধুমিতার কথায়, "এত বছর পর ধারাবাহিকে ফিরে এই ধরনের চরিত্র পাওয়া একজন অভিনেত্রীর জন্য খুব আনন্দের। বাস্তবে আমি একদম এরকম নই। ঝিলের রাগের বহিঃপ্রকাশ ও আমার রাগ একদম অন্যরকম। ঝিল রাগের বহিঃপ্রকাশ দেখিয়ে ফেলে, কিন্তু আমি একেবারেই তা নই। আমি চুপ করে যাই, রেগে গেলে কথা বন্ধ করে দিই, আমি সেই ভাবে রাগ দেখাতে পারি না। তাই এই চরিত্র একদিকে যেমন চ্যালেঞ্জিং তেমন মজার। এছাড়াও নিজেকে গান করতে হচ্ছে সব মিলিয়ে খুব ইন্টারেস্টিং। এত বছর পর ধারাবাহিকে ফেরার পর এই ধরনের চরিত্রই আশা করেছিলাম যেখানে আমি নিজেকে নতুন ভাবে দর্শকের সামনে নিয়ে আসতে পারব।"
এই চরিত্র দেখে প্রেমিক ও হবু বর দেবমাল্য চক্রবর্তী কী বলছেন মধুমিতাকে? প্রশ্ন শুনেই হেসে ফেললেন নায়িকা। মধুমিতার জবাব, "ভালই লাগছে তাঁর। আসলে এরকম রূপে আমাকে কখনও দেখেনি তো! তাই ভাবছে একই অঙ্গে এত রূপ। তবে আমাদের মধ্যে এমন কিছু হয় ও না যেটার জন্য আমি এতটা রেগে যেতে পারি, তাই আমার রাগ সেভাবে দেখেনি ও, পর্দায় যেমন ভাবে দেখছে।"

বিয়ের তারিখ না বললেও আর কয়েক মাস বাদেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। দ্বিতীয়বার নিজের জীবনকে সুযোগ দিয়েছেন অভিনেত্রী। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। তবে একদিকে যখন নতুন ধারাবাহিক নিয়ে অত্যন্ত ব্যস্ত, বিয়ের প্রস্তুতি কতটা হল মধুমিতার? খানিকক্ষণ চুপ থেকে মধুমিতার জবাব, "আর মাত্র কয়েক মাস বাদেই আমাদের বিয়ে, তবে এখনও তেমন ভাবে কোনও প্রস্তুতি শুরু করতে পারিনি। তারিখ এখনই কাউকে জানাতে চাইছি না, তবে বাকি অনেক কিছু হয়ে গেলেও আমাদের কেনাকাটা এখনও শুরু হয়নি। আশা করছি পুজো খেতে গেলেই কেনাকাটা শুরু করে দেব। না হলে হাতে আর তেমনভাবে সময় থাকবে না। তখন আমিও ঝিলের মতো সবকিছু দ্রুত শুরু করতে থাকব।" বলেই হাসতে শুরু করলেন মধুমিতা।
বিয়ে নিয়ে প্রচুর ভাবনা-চিন্তা থাকলেও দুশ্চিন্তাও রয়েছে অভিনেত্রীর। নতুন ধারাবাহিক মানেই প্রথমদিকে অনেকটা সময় দেওয়া। তাই এখনও সেভাবে নিজের জন্য কিছুই করতে পারেননি মধুমিতা। তবে কিছুদিনের মধ্যেই যে জোর কদমে প্রস্তুতি শুরু করবেন তা জানিয়ে দিলেন অভিনেত্রী।
