আজকাল ওয়েবডেস্ক: গণেশ চতুর্থী পেরিয়ে গেলেও, তার রেশ এখনও কাটেনি। উৎসবের আবহে কে কীভাবে মেতে উঠেছিলেন, সেসবের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিও জোর চর্চাও চলছে এখন। এর মাঝেই এক খুদের গণেশের সঙ্গে কথোপকথনের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা দেখে তাজ্জব বনে গেছেন সকলে। 

 

সম্প্রতি সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক খুদে গণেশ ঠাকুরকে বকাবকি করছে। বকা দিতে দিতে বলছে, গণেশ যে তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়। নয়তো তার মা এসে আরও বকা দিতে পারেন। ভিডিওটিতে শোনা গেছে, গণেশের মূর্তির দিকে তাকিয়ে ওই খুদে বলছে, 'তাড়াতাড়ি খেয়ে নাও। নয়তো আমাদের দুজনকেই মারবে মা।' 

 

গণেশের মূর্তির সঙ্গে খুদের কথোপকথন শুনেই ছুটে আসেন তার মা। এসেই বলেন, 'এভাবে ভগবানের সঙ্গে কেউ কথা বলে!' মায়ের বকা শুনে গলার স্বর নামিয়ে, আবারও গণেশের মূর্তির দিকে তাকিয়ে কথা বলা শুরু করে সে। এরপর গণেশকে উদ্দেশ করে বলে, 'তাড়াতাড়ি টমেটো খেয়ে নাও। খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। তাহলেই আর কোনও চিন্তা নেই।' 

 

আরও পড়ুন: আবহাওয়ার ভোলবদল! একটানা তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টির চোখরাঙানি কোন কোন জেলায়? রইল মেগা আপডেট

 

গণেশ মূর্তির সঙ্গে খুদের কথোপকথনের এই মিষ্টি ভিডিও দেখেই মজার মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'গণেশ যেন খুদের প্রিয় বন্ধু।' আবার একজন, 'এভাবে বললে ভগবান না খেয়ে পার পাবে না।' কেউ একজন লিখেছেন, 'নিশ্চয়ই টমেটো না খাওয়ার জন্য বকা শুনতে হয়। তাই ভাগবানকেই টমেটো খেয়ে শেষ করতে বলছে!' 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Whatmemesforyou (@whatmemesforyou)