আজকাল ওয়েবডেস্ক: হিজাজি মাহেরের সঙ্গে সরকারিভাবে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল ক্লাব। এটা ঘটনা, হিজাজি মাহের যে লাল–হলুদ জার্সি আর গায়ে চাপাবেন না সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার সরকারিভাবে জর্ডনের ডিফেন্ডারকে বিদায় জানাল লাল–হলুদ শিবির। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় হিজাজিকে ধন্যবাদ জানিয়ে সরকারিভাবে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেওয়া হল।
প্রসঙ্গত, হিজাজি ২০২৩ সালে ইস্টবেঙ্গলে সই করেছিলেন। প্রথম মরশুমে বেশ ভাল খেলে নজরও কেড়েছিলেন। বিশেষ করে ডুরান্ড কাপে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে। কিন্তু গত মরশুমে চোট আঘাতের জন্যই বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়। এই মরশুমে তাঁকে রাখা হবে না আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। শুক্রবার রাতের দিকে সরকারিভাবে তাঁর বিদায়ের বার্তা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের তরফে বলা হয়, ‘আমরা হিজাজিকে আগামীর জন্য শুভেচ্ছা জানাই। ইস্টবেঙ্গলের জন্য যে নিষ্ঠা এবং একাগ্রতা দেখিয়েছ, সেসবের জন্য তোমাকে ধন্যবাদ।’
ইস্টবেঙ্গলের হয়ে হিজাজি ৪২টি ম্যাচ খেলেছেন এবং ৪টি গোল করেছেন। এই সময়েই তিনি জর্ডন জাতীয় দলে ডাক পান। ব্যাকলাইনে তাঁর শক্তিশালী শারীরিক উপস্থিতি সত্ত্বেও, গত মরসুমে তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচনার মুখে পড়ে। তাছাড়া গত মরশুমের শেষের দিকে চোটের কবলে পড়েন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে হাঁটুর চোটের জন্য তিনি ২০২৪–২৫ মরশুমে আর খেলতেই পারেননি। এখনও তিনি পুরোপুরি ফিট নন। নতুন মরশুমে আনফিট ফুটবলার নিয়ে নামতে চাননি কোচ অস্কার ব্রুজো। ইতিমধ্যেই হিজাজির পরিবর্তে অন্য বিদেশি ডিফেন্ডারও সই করিয়েছে লাল–হলুদ শিবির। হিজাজিও নিজের দেশের ক্লাবে সই করেছেন বলে সূত্রে মারফত জানা গেছে।
আরও পড়ুন: লড়ে হার আলিয়াসিমের, ফাইনালে সিনারের সামনে আলকারাজ
প্রসঙ্গত, সম্প্রতি দিমিত্রি দিয়ামান্তাকোসকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল। বড় ম্যাচে জোড়া গোল করলেও তাঁকে রাখেনি ইস্টবেঙ্গল। যা নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছেন দিয়ামান্তাকোস। এবার বিদায় জানানো হল হিজাজি মাহেরকেও। আগামী দিনে চোটগ্রস্ত মাদিহ তালালকেও ছাড়বে লাল–হলুদ শিবির। এমনটাই শোনা যাচ্ছে। আসলে আগামী মরশুমে পুরোপুরি চোটহীন ফিট দল নিয়ে নামতে চান কোচ অস্কার ব্রুজো।
তবে সবচেয়ে বড় ঘটনা হল ডার্বি জয়ের নায়ককে ছেড়ে দেওয়া। ডুরান্ড কাপের ডার্বিতে গ্রিক–স্ট্রাইকার জোড়া গোল করে জিতিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনালে একাধিক গোল নষ্ট করেন তিনি। সদ্যই সন্তানের বাবা হয়েছেন। তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তখনই দিমি–বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়ে যায়। এরপর ইস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয় দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
কেরল ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিয়ামান্তাকোস। তদানীন্তন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ব্যক্তিগত ভাবে কথা বলেছিলেন গ্রিক তারকার সঙ্গে। স্প্যানিশ কোচ কুয়াদ্রাতের কথাতেই দিয়ামান্তাকোস এসেছিলেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। এদিকে কার্লেস কুয়াদ্রাত–জমানা শেষ হয়ে গিয়েছে আগেই। ইস্টবেঙ্গলে প্রাক্তন তিনি। দিমিকে হয়তো মরশুমের শুরুতেই ছেড়ে দিত ইস্টবেঙ্গল। কিন্তু সেই সময়ে চুক্তি সংক্রান্ত জটিলতার জন্য দিমিকে ছাড়া সম্ভব হয়নি। সময় নেওয়া হচ্ছিল।
