আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে হুমকি। হুমকি গোটা শহর উড়িয়ে দেওয়ার। হুমকিতে কাঁপছে গোটা বাণিজ্যনগরী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছিল যে ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে এবং ঝুলিতে ৪০০ কেজি আরডিএক্স। গোটা মুম্বই জুড়ে ঘুরছে ৩৪ জন মানব বোমা। বিস্ফোরণ ঘটবে যে কোনও মুহূর্তে। ছারখার হবে গোটা শহর। শুক্রবার মুম্বাই পুলিশের কন্ট্রোল রুম এবং ট্রাফিক পুলিশের কাছে এই বার্তা আসে।

মুম্বাই পুলিশের মতে, 'দাবি করা হয়েছে যে শহর জুড়ে ৩৪টি গাড়িতে ৩৪টি 'মানব বোমা' রাখা হয়েছে এবং বিস্ফোরণটি পুরো মুম্বাইকে কাঁপিয়ে দেবে। 'লস্কর-ই-জিহাদি' বলে দাবি করা এই সংগঠনটি বলছে যে ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। হুমকি বার্তায় আরও বলা হয়েছে যে বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে।'

আরও পড়ুন: পুজোর মাসে ভাসবে বাংলা? সেপ্টেম্বরের শুরুতেই বড় ঘোষণা হাওয়া অফিসের, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

একইসঙ্গে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 'মুম্বাই পুলিশ সতর্ক রয়েছে এবং রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির সমস্ত দিক তদন্ত করা হচ্ছে।' সোমবার, মহারাষ্ট্রের থানে জেলায় একটি রেলস্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়ো বোমা হুমকি ফোন করার অভিযোগে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) জানিয়েছে, রূপেশ মধুকর রণপিসে নামে অভিযুক্ত ব্যক্তি রবিবার বিকেল ৪টার দিকে পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে জানান, তিনি কালওয়া রেলস্টেশনে বোমা রেখেছেন। 

এর আগে, আগস্ট মাসে, দক্ষিণ মুম্বাইয়ের গিরগাঁও এলাকার ইসকন মন্দিরে বোমা হামলার হুমকির একটি ইমেল আসে, তবে তার পরেই প্রাঙ্গণে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর পর তা ভুয়ো বলে প্রমাণিত হয়। ২২শে আগস্ট সন্ধ্যায় মন্দির প্রশাসন একটি অফিসিয়াল ইমেল আইডিতে বোমা বিস্ফোরণের সতর্কীকরণের একটি ইমেল পায়, একজন কর্মকর্তা জানিয়েছেন।


কর্মকর্তা বলেন, মন্দিরের কর্মকর্তারা পুলিশকে ফোন করেন, তার পরে রাতে বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিডিএস) দিয়ে প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়। পুলিশ তল্লাশির সময় সন্দেহজনক কিছু খুঁজে পায়নি এবং এটিকে ভুয়া বলে উল্লেখ করা হয়েছে। 
সেপ্টেম্বরেও মন্দিরটি একই ধরণের হুমকির ইমেল পেয়েছিল। তিনি বলেন, ২৫শে জুলাই, মুম্বাই পুলিশ ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের (সিএসএমআইএ) টার্মিনাল ২-এ বোমা হামলার হুমকি দিয়ে একটি ফোন পেয়েছিল। মন্দিরের পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।