মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মণিপুরে কুকি-জো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে ‘অপারেশন স্থগিত’ চুক্তি নবীকরণের পথে কেন্দ্র

সৌরভ গোস্বামী | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: মণিপুরে চলমান অশান্ত পরিস্থিতির মধ্যে কুকি-জো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ‘সাসপেনশন অব অপারেশন্স’ (SoO) চুক্তি নবীকরণের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই বৈঠক শেষ হওয়ার কথা আজ, ৪ সেপ্টেম্বর। নির্ভরযোগ্য সূত্রের দাবি, প্রবল আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই চুক্তি নবীকরণের দিকেই এগোচ্ছে। রাজ্যের বিভিন্ন মেইতেই সংগঠন বারবার দাবি জানিয়ে এসেছে, এই চুক্তি বাতিল করতে হবে। তাদের অভিযোগ, কুকি-জো জঙ্গি গোষ্ঠীগুলি SoO-র নিয়ম ভেঙে চলেছে এবং ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া জাতিগত সংঘর্ষে সক্রিয় ভূমিকা নিয়েছে। মেইতেই সংগঠনগুলির মতে, যুদ্ধবিরতি কার্যত জঙ্গিদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে।

৩ সেপ্টেম্বর দিল্লিতে দুপুর বারোটা নাগাদ কুকি-জো কাউন্সিল (KZC)-এর নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে বিকেল তিনটের দিকে SoO-ভুক্ত কুকি-জো সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলে। যদিও আলোচনায় চূড়ান্ত সমাধান হয়নি, সূত্রের খবর অনুযায়ী, উভয় পক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে এবং নবীকরণে সই করা হবে।

এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে নেতৃত্ব দেন রাজেশ কাম্বলে, জয়েন্ট ডিরেক্টর (নর্থ-ইস্ট), এবং এ. কে. মিশ্র, যিনি উত্তর-পূর্বের জন্য কেন্দ্রের উপদেষ্টা ও আলোচক। মণিপুর সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ অশুতোষ কুমার এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের  শীর্ষকর্তা অশোক। তবে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে মণিপুর সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে।
কুকি-জো পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (KNO) ও ইউনাইটেড পিপল’স ফ্রন্ট (UPF)-এর চারজন করে প্রতিনিধি। নবীকরণের চুক্তিতে তাদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারিও সই করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দরজা ধাক্কা দিয়েও সাড়া পায়নি বন্ধুরা, পরীক্ষার কিছুক্ষণ আগে আইআইটি ছাত্রের রহস্যমৃত্যু! জানাজানি হতে আতঙ্ক হোস্টেল ক্যাম্পাসে 

কুকি-জো সংগঠনগুলি নবীকরণের পাশাপাশি মণিপুর থেকে পৃথক একটি প্রশাসনিক কাঠামো গঠনের দাবি আবারও তুলেছে। ২০২৩ সালের সংঘর্ষের পর থেকেই এই দাবি প্রবল হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত রাজনৈতিক দাবি নিয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি। আলোচনা সীমাবদ্ধ রাখা হয়েছে কেবলমাত্র যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পর্যন্ত। এই চুক্তির সময়ে রাজনৈতিক গুরুত্বও প্রবল। কারণ, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুর সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। ১৩ সেপ্টেম্বর তিনি প্রতিবেশী আসামে যাওয়ার কথা। যদি মণিপুর সফর নিশ্চিত হয়, তবে এটি হবে মে ২০২৩-এ শুরু হওয়া ভয়াবহ জাতিগত সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর।

২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ জীবিকা হারিয়েছেন, এবং প্রায় ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। এখনও বহু মানুষ গাদাগাদি করে শিবিরে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছেন। রাজ্য কার্যত দুই সম্প্রদায়ের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়েছে। ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। এমতাবস্থায়, SoO চুক্তির নবীকরণ কেবল নিরাপত্তা বা শান্তির প্রশ্ন নয়, বরং আসন্ন প্রধানমন্ত্রী সফরের প্রেক্ষাপটে তা রাজনৈতিক বার্তাও বহন করছে।

মণিপুরের বর্তমান সংকটকে বোঝার জন্য SoO চুক্তি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাজ্যের দীর্ঘমেয়াদি রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন। কুকি-জো সংগঠনগুলো দাবি করছে যে তাদের অস্ত্রবিরতির আওতায় রাখা উচিত, কারণ এটি অন্তত একটি অস্থায়ী শান্তি বজায় রাখছে। কিন্তু মেইতেই সংগঠনগুলো অভিযোগ করছে, এই চুক্তির ফলে বিদ্রোহী গোষ্ঠীগুলি নিরাপদ আশ্রয় পেয়েছে এবং সহিংসতায় পরোক্ষভাবে উৎসাহিত হচ্ছে। ফলে মণিপুরের সমাজে এক ধরনের গভীর অবিশ্বাস জন্ম নিয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র সরকার একদিকে শান্তি আলোচনাকে টিকিয়ে রাখতে চাইছে, অন্যদিকে মেইতেই সমাজের ক্ষোভকে পুরোপুরি উপেক্ষা করতে পারছে না। এই দ্বন্দ্ব মণিপুরের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করেছে। রাজ্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীও ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে, কারণ সামান্য সিদ্ধান্তগত ভুলই নতুন করে সহিংসতা উসকে দিতে পারে। তাই SoO নবীকরণের  সিদ্ধান্ত শুধু একটি কাগুজে স্বাক্ষর নয়, বরং মণিপুরের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ।


নানান খবর

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাতে রাম মন্দিরের সঙ্গে অপারেশন সিঁদুরকে জুড়ে দিলেন প্রধানমন্ত্রী, জোর দিলেন স্বদেশী পণ্যের ব্যবহারেও

দীপাবলি আসে যায়, বদলায় না রাজধানী!‌ এবারও দিল্লির বাতাসের গুণগত মান ‘‌খুব খারাপ’‌

‘পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত’, দীপাবলিতে নৌবাহিনীর সঙ্গে সময় কাটিয়ে বললেন মোদি

২৮ পাতার চিঠি লিখে নিজেকে শেষ করে দিলেন ওলার ইঞ্জিনিয়ার, অভিযোগের তির প্রতিষ্ঠাতা ভাবিশের দিকে, মামলা দায়ের

পাঁচ কোটি টাকা খরচ করে সাতটি বিএমডব্লিউ কিনতে চায় লোকপাল, ডাকা হল টেন্ডারও, কী হবে এত গাড়ি দিয়ে

বেঙ্গালুরুতে পথকুকুরের কামড় খেলেন ওয়েলশ উদ্যোগপতি, তবু ভারত ছাড়তে নারাজ, কী বলছেন নেটিজেনরা?

দমকা হাওয়ায় জ্বলছে না প্রদীপ! প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট, অতি ভারী বর্ষণে দীপাবলির আনন্দ মাটি এই রাজ্যগুলিতে

নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি দেওয়ার অভিযোগ! হোটেল মালিককে গুলি করে খুন, তুমুল উত্তেজনা রাঁচিতে

জামা ছেঁড়া, রাস্তায় বসে হাউ হাউ করে কান্না, লালু প্রসাদের বাড়ির সামনে আরজেডি নেতার কাণ্ড চমকে দেবে

সিঙাড়ার টাকা দেওয়ার আগেই ছেড়ে দিল ট্রেন, যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে বেমক্কা মার রেল হকারের

দীপাবলি ও ছটপুজো উপলক্ষে উত্তর পশ্চিম রেলওয়ের বিশেষ ব্যবস্থা, চলবে কত জোড়া বিশেষ ট্রেন

ভারতের কোন শহরে বিবাহ বহির্ভূত সম্পর্ক সবচেয়ে বেশি? অনেকটাই পিছিয়ে কলকাতা, মুম্বই, দিল্লি বা চেন্নাই!

জ্বলে না আলো, উদযাপন করলেই মৃত্যু নিশ্চিত! দীপাবলিতে অন্ধকারে ডুবে থাকে এই গ্রাম, আসল কারণ জানলে চমকে উঠবেন

দাম শুনলে চমকাবেন, দীপাবলিতে এই মিষ্টির এক কেজির দাম ১.১১ লক্ষ টাকা! কী দিয়ে তৈরি?

বাজি পোড়ানো যাবে না দিওয়ালিতে, মাটির প্রদীপই ভরসা! গোটা রাজ্যে বড় ঘোষণা, নিয়ম ভাঙলেই শাস্তি

টিউশনে গিয়েই সর্বনাশ! ফাঁকা ফ্ল্যাটে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের গৃহশিক্ষকের কীর্তি জানলে শিউরে উঠবেন

ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি! ভারতীয় বিমানবাহিনীর জন্য সামরিক পরিবহন বিমান তৈরি করবে মহিন্দ্রা গ্রুপ

‘মিশন ইম্পসিবল’ তারকার নতুন ছবিতে নওয়াজ! অনন্যা পাণ্ডেকে সরিয়ে মীরা নায়ারের নতুন ছবির নায়িকা কে হলেন?

প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান, সানে তাকাইচিকে অভিনন্দন বার্তা মোদির

এইচ১বি ভিসা: কোন কোন ক্ষেত্রে দিতে হবে না ৮৮ লক্ষ টাকা চার্জ, তালিকা প্রকাশ করে জানাল ট্রাম্প প্রশাসন

এডিলেড পৌঁছল টিম ইন্ডিয়া, বিমানবন্দরে ‘‌রো–কো’‌ কে নিয়ে উন্মাদনা তুঙ্গে 

ক্রিকেট নয়, অন্য কারণে সরানো হয়েছে রিজওয়ানকে, বিতর্ক তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

আসরানির শেষকৃত্যের খবর কেউ টের পেল না কেন? কেনই বা তাঁর পরিবার এই মৃত্যুর খবর দেরিতে প্রকাশ্যে আনল?

কোপ পড়ল রিজওয়ানের উপর, পাকিস্তানের ওডিআই দলের নতুন অধিনায়ক আফ্রিদি

‘মাত্র এক সপ্তাহ আগেই জড়িয়ে ধরেছিলেন…’ প্রিয় সহ-অভিনেতা আসরানিকে হারিয়ে ‘বাকরুদ্ধ’ অক্ষয়!

দীপাবলির রাতেই নেমে এল অন্ধকার, ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল কলকাতার এই পুজো মণ্ডপ

কালীপুজোর পরের দিনই বিধ্বংসী অগ্নিকাণ্ড খড়দহে, পুড়ে ছাই কারখানা 

বর্ষা বিদায় নিলেও দুর্যোগ থামছে না, মঙ্গলবার ভাসতে পারে এই চার জেলা, জারি হলুদ সতর্কতা 

'জ্যাকসনের মতো ফুটওয়ার্ক ছিল' লারাকে বিরাট সার্টিফিকেট শচীনের, ক্যারিবিয়ান মহাতারকা কী বললেন?

হৃদয় ভাঙলেন রোনাল্ডো, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গোয়ায় আসছেন না মহাতারকা

বোলপুরে অনুব্রত মণ্ডলের পাড়ায় ভোলেনাথের চোখে জল: কালীপুজো বন্ধের বেদনায় কি কেঁদে উঠলেন দেবাদিদেব

'পেনাল্টি শুট আউটের আগে দেবজিৎকে চাপে ফেলেছিলেন কোচ', গোপন কথা ফাঁস করলেন সন্দীপ

প্রাণবন্তভাবে ভারতকে হাসাতে শিখিয়েছিলেন, আসরানি-কে ‘গুরু’ বলে মেনেছিলেন জনি লিভার থেকে জাভেদ জাফরি!

আচমকা প্রয়াত জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা আসরানি! আলোর উৎসবে এক লহমায় শোকস্তব্ধ বলিউড

শরীরে প্রোটিনের ঘাটতি? এই সব লক্ষণ না চিনলেই মারাত্মক রোগের খপ্পরে পড়বেন

‘মহামেডান ছাগলের তৃতীয় সন্তান’, বিস্ফোরক মন্তব্য নওশাদের, ‘সস্তায় প্রচারের চেষ্টা’, পাল্টা দীপেন্দুর

‘তেরে নাম ২’ তৈরি করছেন অথচ ছবি থেকেই বাদ সলমন? বড় ঘোষণা ‘কিক’-এর পরিচালকের!

‘বৃন্দাবন ও বিলাসিনী’ ধারাবাহিক ছাড়তে কেন বাধ্য হলেন তুলিকা বসু?

দীর্ঘ দুই দশকের বাম জমানার অবসান, নতুন প্রেসিডেন্ট পেল বলিভিয়া, রড্রিগো পাজকে ঘিরে স্বপ্ন দেখছে দক্ষিণ আমেরিকার দেশটি

'ভয়ের পরিবেশ তৈরি করে রাখতেন কোচ, আরও খারাপ দিন আসছে ইস্টবেঙ্গলের', পদত্যাগ করে বিস্ফোরক সন্দীপ

সোনায় ঝলমলে কালী মূর্তি, কত ভরি গয়নায় সাজানো হল? দীপান্বিতা পুজোয় ফের শিরোনামে অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ের পুজো

সোশ্যাল মিডিয়া