আজকাল ওয়েবডেস্ক: ১২ জুন। দুপুর। সবকিছু আগের মুহূর্ত পর্যন্ত চলছিল ঠিকঠাক। কিন্তু এক নিমেষেই বদলে যায় গোটা ছবি। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা, শত শত মৃত্যু মিছিল, হাহাকার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেহ, কোনওটাই ভোলেননি সাধারণ মানুষ। কিন্তু এ কী! সেই ক্ষত মনে নিয়েই প্যান্ডেলে গিয়েছিলেন যাঁরা, তাঁদের মনে ফের উসকে উঠল সেদিনের ভয়াবহতা। পুজো প্যান্ডেলের থিম থেকে ছি ছি করছেন দর্শকরা। ভাবতেই পারছেন না, এই ধরনের হৃদয়বিদারক ঘটনাকে করে পুজোর থিম বানানো যেতে পারে!
This is beyond distasteful!
— VT-VLO (@Vinamralongani)
A Ganpati pandal themed around the @airindia crash is not creative. It’s deeply disrespectful to the victims, their families, and the entire aviation community.#AvGeek pic.twitter.com/qcCncu3I3KTweet by @Vinamralongani
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, নাগপুর এবং আহমেদাবাদ, এই দুই জায়গায়, গণেশ পুজোর প্যান্ডেলের থিম হিসেবে চলতি বছরে বেছে নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনাকে। জানা গিয়েছে, নাগপুরে যে প্যান্ডেল তৈরি হয়েছিল, সেখানে প্রবেশদ্বারে আটকে থাকা একটি বিমানের একটি থ্রিডি মডেল ব্যবহার করা হয়েছিল, যাতে আহমেদাবাদের একটি হোস্টেল ভবনে বিমানটি ভেঙে পড়ার বিষয়টিও পুনর্কল্পনা করা হয়েছিল। আহমেদাবাদেও ওই ভয়াবহ বিমান বিপর্যয় ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলে। ভেঙে পড়া বিমান, ঝলসে যাওয়া পড়ুয়াদের আবাসন, দৌড়ে সেখানে হাজির হওয়া স্থানীয়দের ফুটিয়ে তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ওই দুই প্যান্ডেলের ভিডিও। তাতে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ বুঝিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনায় কতটা বিরক্ত তাঁরা।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">