বলিউডে তাঁদের জুটি মানেই অন্য রকম উত্তেজনা। শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়—দু’জনের নাম একসঙ্গে এলেই ভেসে ওঠে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো আইকনিক ছবির স্মৃতি। আর এবার ফের একসঙ্গে দেখা গেল এই জনপ্রিয় জুটিকে। তবে সিনেমার সেটে নয়, বরং শাহরুখ-পুত্র আরিয়ান খানের বহুল আলোচিত ডিরেক্টোরিয়াল ডেবিউ সিরিজ ‘ব্যা*ডস অফ বলিউড’-এর প্রচারে।

সোমবার শাহরুখ খান নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের চমকে দেন। ভিডিওতে দেখা যায়, রানি আর শাহরুখ একসঙ্গে নাচছেন সিরিজটির গান ‘তু পহেলি, তুই আখরি’ গানের সুরে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, সুর দিয়েছেন শাশ্বত সচদেব আর কলম ধরেছেন কুমার। দু’জনের সাধারণ সাজপোশাকই ভক্তদের চোখ টেনেছে—শাহরুখ পরেছেন নীল সোয়েটার আর ডেনিম, রানি ধরা দিয়েছেন সাদা ক্রপড শার্ট আর গ্রে ডেনিমে।

ভিডিও শেয়ার করে কিং খান লিখেছেন—
“ন্যাশনাল অ্যাওয়ার্ড… আমাদের দু’জনের অপূর্ণ ইচ্ছে পূর্ণ হল… কংগ্র্যাচুলেশনস রানি, তুমি রানি-ই, ভালবাসা রইল চিরকাল।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shah Rukh Khan (@iamsrk)