বলিউডে তাঁদের জুটি মানেই অন্য রকম উত্তেজনা। শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়—দু’জনের নাম একসঙ্গে এলেই ভেসে ওঠে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো আইকনিক ছবির স্মৃতি। আর এবার ফের একসঙ্গে দেখা গেল এই জনপ্রিয় জুটিকে। তবে সিনেমার সেটে নয়, বরং শাহরুখ-পুত্র আরিয়ান খানের বহুল আলোচিত ডিরেক্টোরিয়াল ডেবিউ সিরিজ ‘ব্যা*ডস অফ বলিউড’-এর প্রচারে।
সোমবার শাহরুখ খান নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের চমকে দেন। ভিডিওতে দেখা যায়, রানি আর শাহরুখ একসঙ্গে নাচছেন সিরিজটির গান ‘তু পহেলি, তুই আখরি’ গানের সুরে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, সুর দিয়েছেন শাশ্বত সচদেব আর কলম ধরেছেন কুমার। দু’জনের সাধারণ সাজপোশাকই ভক্তদের চোখ টেনেছে—শাহরুখ পরেছেন নীল সোয়েটার আর ডেনিম, রানি ধরা দিয়েছেন সাদা ক্রপড শার্ট আর গ্রে ডেনিমে।
ভিডিও শেয়ার করে কিং খান লিখেছেন—
“ন্যাশনাল অ্যাওয়ার্ড… আমাদের দু’জনের অপূর্ণ ইচ্ছে পূর্ণ হল… কংগ্র্যাচুলেশনস রানি, তুমি রানি-ই, ভালবাসা রইল চিরকাল।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shah Rukh Khan (@iamsrk)
আসলে এ বছরই দু’জনেই জিতেছেন তাঁদের প্রথম জাতীয় পুরস্কার। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি, আর জওয়ান-এর জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন শাহরুখ (বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে, টুয়েল্ফথ ফেল ছবির জন্য)। ফলে এই ভিডিও যেন তাঁদের সাফল্য উদ্যাপনেরও মুহূর্ত।
ভক্তদের প্রতিক্রিয়া? এক কথায়, উচ্ছ্বাসে ভরপুর। কেউ লিখেছেন—“রাহুল আর টিনা অন্য এক জগতে ফিরে এল।” আরেকজনের মন্তব্য—“অন-স্ক্রিন কিং আর কুইন।” অনেকেই বলছেন, এই রিইউনিয়ন একেবারেই অপ্রত্যাশিত ছিল।
এদিকে আরিয়ানের ডেবিউ সিরিজ ব্যা*ডস অফ বলিউড নিয়েও কৌতূহল তুঙ্গে। বলিউডের ভেতরের নানা বিদ্রূপ ও কটাক্ষ নিয়েই তৈরি হচ্ছে এই ব্যতিক্রমী ব্যাঙ্গাত্মক সিরিজ। সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান নিজেই। প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। অভিনয়ে লক্ষ্য, সাহের, রাঘব জুয়াল, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, অন্যা সিং, মণীশ চৌধুরী এবং গৌতমী কাপুর।
আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিরিজটি। আর তার আগেই শাহরুখ-রানির একসাথে নাচে যেন দর্শকদের জন্য সাজানো হল নস্টালজিয়া আর নতুন কৌতূহলের মিশেল।
বলিউড প্রেমীরা তাই বলছেন—“এই জুটি পর্দায় ফিরুক আবারও, সেটাই তো এখন আমাদের অপূর্ণ ইচ্ছে!”