শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

Tollywood News: Bengali actor Rishav Basu talks about Sherlock Holmes and his new movie Saralakkho Holmes

বিনোদন | সরলাক্ষের মধ্যে রবার্ট ডাউনি জুনিয়র-ও আছেন, আবার দেব-ও আছেন: ঋষভ বসু

রাহুল মজুমদার | ২৯ আগস্ট ২০২৫ ১৬ : ৫১Rahul Majumder

বিশ্বসাহিত্যের জনপ্রিয় চরিত্র শার্লক হোমস-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি 'সরলাক্ষ হোমস'।  ছবিতে শার্লক হোমসের বদলে নাম রাখা হয়েছে সরলাক্ষ হোমস। নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে। আর্থার কোনান ডয়েলের ‘দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস’-এর উপন্যাসের প্রভাব থাকবে 'সরলাক্ষ হোমস'-এ। ছবির পরতে পরতে থাকবে টানটান উত্তেজনা, সেই সঙ্গে থাকবে দুরন্ত অ্যাকশন। এবং অবশ্যই অসহ্য সাসপেন্স।  এই ছবির মাধ্যমেই বিলিতি গোয়েন্দা পাচ্ছে বাংলার রং। মুক্তির ঠিক আগে শার্লক, ফেলুদা, সরলাক্ষ, লন্ডন - সবকিছু নিয়েই আজকাল ডট ইন-এর মুখোমুখি ঋষভ। শুনলেন রাহুল মজুমদার। 


শার্লক হোমসকে নিয়ে এতগুলো ছবি ও সিরিজ হয়েছে। বাংলায় প্রথমবারের মতো হোমসকে ফুটিয়ে তোলার চাপ কতটা অনুভব করেছেন?

ঋষভ: সত্যি বলছি, এতটুকুও হয়নি (এক নিঃশ্বাসে)।  তার কারণ শার্লক হোমস নিয়ে আমার ছোট থেকেই প্রচুর পড়াশোনা ছিল, সেটা ভালবাসার জায়গা থেকেই। তাই আত্মবিশ্বাস ছিলই। ফেলুদা নিয়ে ঘাঁটাঘাঁটির পর আমি ক্লাস সিক্সে শার্লক হোমসের গল্প প্রথম পড়ি, বাংলা অনুবাদ। তখন অবশ্য শার্লকের গল্পে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব বিষয়গুলো বুঝিনি, টানটান গোয়েন্দা গল্প হিসেবে খুবই রোমাঞ্চকর লেগেছিল। ব্যস! সেই আমার হোমস-ভক্ত হয়ে পথচলা শুরু (হাসি) 

 

 

তাহলে সরলাক্ষ-র প্রিয় কে? ফেলুদা না হোমস?

ঋষভ: আমার কাছে শার্লক হোমস। না, ছবির প্রচারের জন্য বলছি না। দেখুন, ফেলুদা তো আমাদের বাঙালিদের কাছে অন্য আবেগ। কিন্তু শুধু গোয়েন্দা গল্প হিসেবে যদি বিচার করি তাহলে কিন্তু ফেলুর থেকে হোমসের গপ্পো অনেক বেশি জমাটি। শুধু ফেলুদাই নয়, অন্য যেকোনও গোয়েন্দার থেকেই হোমস আমার কাছে এগিয়ে।  

 

 

পরশুরাম শার্লক হোমসকে নিয়ে ‘স্পুফ’ লিখেছিলেন সরলাক্ষ হোমস। সেই নামটি যখন এ ছবিতে ব্যবহৃত হচ্ছে, তাহলে কি...

ঋষভ: (প্রশ্ন শেষ হওয়ার আগেই) বুঝতে পেরেছি, আপনার ইঙ্গিত। না, না হোমসকে নিয়ে কোনও কটাক্ষ, খোঁচা, ব্যাঙ্গাত্মকধর্মী কিচ্ছু এই ছবিতে নেই। তবে হ্যাঁ, মজা আছে। (অল্প হাসি) একটু বুঝিয়ে বলি। মার্ভেলের ছবিগুলোতে আমরা যেমন একটা তাদের তৈরি একটা ভিন্ন ইউনিভার্স দেখি। এ ছবিতেও খানিক সেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে... এমন এক দুনিয়া যেখানে শার্লক হোমস নামের কেউ ব্রিটিশ ছিলেন না। একটি বাঙালি ছেলে, নাম তাঁর সরলাক্ষ, সে কলকাতা ছেড়ে একটি বিশেষ কারণে লন্ডন নিবাসী। ব্রিটিশরা তাঁর নাম উচ্চারণ করতে পারে না ঠিক করে, তাই সুবিধেমতো ডেকে বলে শার্লক। এর বেশি কিছু বললে মজাটা মাটি হয়ে যাবে! (হাসি)

 

 


শার্লকের বুদ্ধি, লজিক আর কেমিস্ট্রিই তো তাকে আলাদা করে। আপনার অভিনয়ে সেটা ফুটিয়ে তুলতে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন?

ঋষভ: আমি সবসময় বাংলার দর্শককে মাথায় রেখে অভিনয় করেছি। আসলে, বাঙালি দর্শক পর্দার গোয়েন্দাদের খুব ভালবাসেন। ফেলুদা-ব্যোমকেশের বারেবারে সফল হওয়া এই যুক্তির প্রমাণ। তবে ফেলুদা-ব্যোমকেশ, কাকাবাবুরা অনেক ম্যাচিওর্ড, খানিক সিরিয়াস। আবার একেনবাবু মজাদার, রসবোধে টইটুম্বুর। সেখানে, সরলাক্ষর মধ্যে সচেতনতাও রয়েছে, ভয়ঙ্কর রসবোধও আছে। আর তার সঙ্গে যেটা যোগ হয়েছে, তা হচ্ছে মারপিট! দুরন্ত অ্যাকশনে সিদ্ধহস্তে সরলাক্ষ। সব মিলিয়ে চেষ্টা করেছি, একজন বহুল পরিচিত সাহেব-গোয়েন্দার সঙ্গে কতটা বাঙালিয়ানা মিশিয়ে দেওয়া যায়। কতটা বাঙালি দর্শকের কাছের করে তোলা যায়।   

 

 

কোনান ডয়েলের লেখা আর পর্দার শার্লকের মধ্যে অনেক ফারাক দেখা যায়। আপনি কোন দিকটা বেশি গুরুত্ব দিলেন – বইয়ের হোমস না কি আধুনিক দর্শকের কল্পনার হোমস?


ঋষভ: শার্লক চরিত্রটির তো একটা দর্শন আছে, ভাবনা আছে - সেটা খানিক পাগলামো। সেই ব্যাপারটিকে অক্ষুণ্ণ রেখে কিছুটা নিজের দৃষ্টিভঙ্গি যোগ করেছি। অ্যাপ্রোচটা বাঙালি রেখেছি।  

 

 

হোমসের অভ্যাস, শরীরী ভাষা, ছোটখাটো ট্রিকস—এসব ফুটিয়ে তুলতে কোনও অভিনেতার থেকে বিশেষ রেফারেন্স নিয়েছিলেন?

ঋষভ: দেখুন, দেশি-বিদেশি যে যে অভিনেতারা শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁদের সবার কাজ অবশ্যই দেখা রয়েছে। কিন্তু এই চরিত্রে অভিনয়ের সময়ে তাঁদের মধ্যে কাউকে অন্ধভাবে অনুসরণ করিনি। তাই সাফ কথা বলি, আমার এই সরলাক্ষের মধ্যে রবার্ট ডাউনি জুনিয়র-ও আছেন আবার দেব-ও আছেন! আমি এখানে একটা কথা বলতে চাই। 

 

 

নিশ্চয়ই! বলুন না। 

ঋষভ: ফেলুদা-ব্যোমকেশ-কাকাবাবু-কিরীটি এই গোয়েন্দাদের ছবিগুলো মাল্টিপ্লেক্স দর্শক, উচ্চশ্রেণির দর্শককেই বেশি আকৃষ্ট করে। মানে ধরুন, আমি ছোটবেলায় যাঁদের সঙ্গে পারে খেলাধুলো করেছি তাঁদের মধ্যে কেউ কেউ এখন ট্যাক্সি চালান, কেউ সিভিক ভলেন্টিয়ারের পেশায় আছেন -এই ধরনের মানুষ কিন্তু সেভাবে ফেলুদা-ব্যোমকেশের ছবির দিকে আকৃষ্ট হয়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে। সেখানে সরলাক্ষ হোমসের মতো একজন গোয়েন্দা স্যুট-কোট পরে রহস্য সমাধান করছে লন্ডনে...এরকম ছবির কথা শুনলে তো প্রথমেই তাঁরা তা দেখতে দ্বিধাবোধ করবে। তাই না? তাই আমি চেষ্টা করেছি, এঁদেরও যেন ভাল লাগে, আগ্রহ বাড়ে সেরকম করে সরলাক্ষকে ফুটিয়ে তুলতে। আর সমাজে যাঁরা শোষিত, তাঁদের শ্রেণির প্রতিনিধিত্ব কিন্তু শার্লক হোমস করত। কোনান ডয়েলের লেখাতেই তা স্পষ্ট। আমার ‘সরলাক্ষ’ও কিন্তু এরকম মানুষদের হয়ে কথা বলবে। এইটুকু বলতে পারি। 
 

 

 

বাংলায় শার্লক হোমস বানানোর সাহসী সিদ্ধান্তের মধ্যে কী আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করল?

ঋষভ:  শার্লক হোমসের চরিত্রে অভিনয় করতে পারার সুযোগটাই সবথেকে বড় আকর্ষণ ছিল। তার উপর সায়ন্তন ঘোষাল যেমন ছবি বানান...একটু ফাস্ট ছবি, থ্রিলিংয়ে ভরপুর আমার বেশ লাগে। তাই ওঁর সঙ্গে কাজ করার একটা ইচ্ছে তো ছিলই। আর একটা কারণ এই ছবির প্রযোজনা সংস্থা -এস কে মুভিজ। অনেক কম মানুষ জানেন তাই কম কথা হয় যে এই সংস্থাই কিন্তু হুমায়ূন আহমেদের জীবনীকেন্দ্রিক ছবি 'ডুব' তৈরি করেছিলেন। ইরফান খান-কে মুখ্যচরিত্রে নিয়ে! তাই এই দুই কম্বিনেশনটা আমাকে খুব আকৃষ্ট করেছিল। এবং অবশ্যই ছবির কাস্ট! এককথায়, দুরন্ত। 

 


‘দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস’ গথিক থ্রিলারের মিশ্রণ—অন্ধকার, রহস্য, আতঙ্ক। শুটিং করার সময় সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল?

ঋষভ: ছবিতে ডার্টমুরের জঙ্গলের অংশটা ছবিতে যেখানে শুট করা হয়েছে, সেটা ডোতে এক বর্ধিষ্ণু ব্রিটিশের সম্পত্তি। বিরাট, বিরাট বড় জায়গা। সেই জঙ্গলের মধ্যে অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছিল। ওখানে একটা বাঙ্কার আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে। সেই সময়ে যখন যুদ্ধ চলছে, নিরাপত্তার স্বার্থে কুইন এলিজাবেথ সেখানে বেশ কিছুদিন ছিলেন! এছাড়াও সেই সময়ের যুদ্ধের ট্যাঙ্ক, বাইক, চার চাকা গাড়ি, কামান আজও সংরক্ষণ করা হয়েছে।  যেসব বিষয়ের সঙ্গে জড়িয়ে এত ইতিহাস, এত মৃত্যু, রক্ত, যুদ্ধ, প্রাণ...সব মিলিয়ে ভাবতে পারছেন অনুভবের মাত্রাটা! সেখানে শুট করেছি! (জোর গলায়)  আর এসবের মধ্যে যখন জঙ্গলে ঝুপ করে আঁধার নামত, ওরকম ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া... কী যে গা ছমছম করে উঠত এই সাক্ষাৎকার দিতে দিতে তা বোঝানো অসম্ভব। 

 

ওয়াটসনের সঙ্গে শার্লকের রসায়নটা খুব ইন্টারেস্টিং। সেটা এখানে কীভাবে দেখানো হয়েছে? 

ঋষভ: হ্যাঁ, নিশ্চয়ই। শার্লক-ওয়াটসনের সম্পর্কে পরস্পরের সঙ্গে কখনও ভাইয়ের, কখনও বন্ধুর আবার কখনও কেউ কাউকে দেখতে চাইছেন না। এছাড়াও  এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ছবিতে ওয়াটসনের চরিত্র ‘ডাঃ আর্য সেন’-এর ভূমিকায় আছেন অর্ণ মুখোপাধ্যায়। আমি অর্ণদার নির্দেশনায় মঞ্চে অভিনয় করেছি, ওঁর কাছে অভিনয়ের পাঠ নিয়েছি। সেই অর্ণদার সঙ্গে কাজ করা খুব আনন্দের। এই জুটির রসায়নটা খুব মজার।

 


যদি বাস্তব জীবনে শার্লকের মতো ডিটেকটিভ ক্ষমতা পেতেন, তবে কোন রহস্যটা আগে সমাধান করতে চাইতেন?

ঋষভ: এই যে ভোট চুরি হচ্ছে সেইটের তদন্ত করে সমাধান করতাম। কোথায়, কীভাবে ভোট চুরি হচ্ছে, কাদের কাছে যাচ্ছে সেইসব রহস্যের সমাধান করতাম। 

 

 


হোমস তো প্রখর মস্তিষ্কের অধিকারী। আপনার নিজের জীবনে এমন কোনও অভিজ্ঞতা আছে যেখানে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অন্যদের চমকে দিয়েছে?

ঋষভ: আমি না মানুষের ব্যক্তিত্ব দেখে, হাঁটা চলা দেখে, কথার মধ্যে তাঁর শব্দচয়ন শুনে প্রাথমিক ধারণা করতে পারি, সে কেমন হবে। প্রায় ক্ষেত্রেই পরে দেখেছি আমি নির্ভুল। নাম তুলছি না, ইন্ডাস্ট্রির দুই ব্যক্তি পরস্পরের সঙ্গে প্রেম করছেন, গোপনে সম্পর্ক গিয়েছেন -সেটাও বুঝতে পেরেছিলাম প্রথম দেখাতেই, সারা টলিপাড়া জানার আগেই। তখন নিজেকে মনে মনে বলেছিলাম, ওয়েল ডান! তবে প্লিজ নাম জিজ্ঞেস করবেন না! (জোরে হাসি)

 


বাংলা দর্শকের কাছে শার্লক নতুন অবতারে আসছে। আপনি তাদের কী বলতে চান? 

ঋষভ: এই ছবি কারও ভাল লাগতে পারে, কারও খারাপ লাগতে পারে। আমার অনুরোধ, একবার সুযোগ অন্তত দিন। নতুন ব্যাপারকে প্রথমেই দূরে সরিয়ে দেবেন না। একটু দেখুন নাড়িয়ে-টাড়িয়ে দেখুন না, আগে থেকে ভাববেন না শার্লক এমন হয় না, ওমন হয় না। সবকিছু দেখে, মেপে খারাপ লাগলেও সেই দায় আমি মাথা পেতে নেব। কিন্তু যদি ভাল লাগে, আশ্বাস দেন তাহলে আখেরে লাভ হবে বাংলা ছবির। এরকম, সাহস করে, এক্সপেরিমেন্ট করে আরও নানান বাংলা ছবি তৈরির সাহস হবে আমাদের, নির্মাতাদের।


নানান খবর

'শুটিংয়ের শেষ দিনে একে অপরকে জড়িয়ে ধরে..' ক্যামেরার আড়ালে কী কাণ্ড ঘটিয়েছিলেন অহন-অনিত? 

‘কুইন’ এর সিক্যুয়েলের সঙ্গে আসছে ‘তনু ওয়েডস মনু ৩’! কিন্তু কঙ্গনা কি থাকছেন?

শুটিং ফ্লোর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন শ্বেতা? নাম না তুলে কোন বিস্ফোরক সত্যি ফাঁস করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী? 

বক্স অফিসে পরপর ফ্লপ, ফুরিয়ে যাচ্ছেন সলমন? বড় মন্তব্য ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ পরিচালকের!

প্রেম-নস্ট্যালজিয়া না শহুরে বিচ্ছেদ? মৈনাক ভৌমিকের 'মেড ইন কলকাতা' কোন গল্প বলবে?

‘ওয়ার ২’ ব্যর্থ, তাহলে কি ভেস্তে যাচ্ছে বলিউডের স্পাইভার্স? আলিয়ার ‘আলফা’ নিয়ে বাড়ছে শঙ্কা!

প্রথমবার জুটিতে দেবলীনা-অর্পণ! ছাপোষা প্রেমের গল্পে কোন ওটিটিতে ধরা দিচ্ছেন দুই তারকা?

ভিড়ের মধ্যে আরও কাছাকাছি সিদ্ধার্থ-জাহ্নবী! লালবাগচা রাজার দর্শনে এসে কী কাণ্ড ঘটালেন দুই তারকা?

বিবেক ওবেরয়ের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না? মুখ খুললেন অভিনেতার তুতো ভাই অক্ষয়!

হাতে কম ছবি, তাই এবার ‘বিগ বস’-এর ঘরে টাইগার শ্রফ! আমন্ত্রণ জানিয়েছেন খোদ সলমন?

দেউলিয়া হওয়ার পর অমিতাভের অজানা লড়াইয়ের স্মৃতিচারণায় আশিস বিদ্যার্থীর, শুনে চোখ ভিজবে আপনারও!

‘আপনার স্বামী...’ আলিয়া ভাটের যৌন জীবন নিয়ে পায়েল রোহতগীর চাঞ্চল্যকর মন্তব্য, শুনে হাঁ হয়ে যাবেন!

শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’-এর গল্প ধার করেই তৈরি ‘পরম সুন্দরী’? বড় মন্তব্য খোদ জাহ্নবী কাপুরের!

বিচ্ছেদের তুমুল জল্পনার মাঝেই গণেশ উৎসবে একসঙ্গে গোবিন্দা–সুনীতা! ব্যাপারটা ঠিক কী?

মহালয়ার গানে উদ্দাম নাচতে হবে! বাংলায় ‘অবাঙালিয়ানার রমরমা’ নিয়ে তুমুল ক্ষোভ উগরে দিলেন ভাস্বর!

এক বোনে শখ মেটা না, অন্য বোনকেও চাই! দ্বিতীয় স্ত্রীর কাছে দাবি করে এ কী করে ঘটালেন ব্যক্তি

শিশুকে স্তন্যপান করাচ্ছিলেন মহিলা যাত্রী, গাড়ির ভেতরের আয়না ঘুরিয়ে দিলেন চালক! নেট দুনিয়ায় হইহই

তিলে তিলে শেষ হবে শরীর, নীরবে ধাওয়া করবে প্রাণঘাতী হার্ট অ্যাটাক! কোলেস্টেরলের চেয়েও হার্টের জন্য ক্ষতিকর এই 'গোপন' জিনিস

জাপান সফরে প্রধানমন্ত্রী, কোন কোন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল সূর্যোদয়ের দেশের সঙ্গে

বিজেপির গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র চাঁচল, গুরুতর আহত দুই, ভয়ে জানলা-দরজা বন্ধ করে আটকে রইলেন স্থানীয়রা

প্রসেনজিৎ-সৃজিত-কৌশিক-এর মোক্ষম চাল

বাংলাদেশ ছাড়াও নেপাল, আফগানিস্তানের নাগরিকরাও বিহারের ভোটার! ভোটের আগেই লঙ্কাকাণ্ড

দেব-শুভশ্রী জুটি থেকে বাংলাদেশে 'ধূমকেতু' - কী বললেন প্রযোজক রাণা সরকার?

সাপের কামড়ে পক্ষাঘাত হওয়ার পরিস্থিতি! উন্নত চিকিৎসায় ন’বছরের নাবালককে সুস্থ করল কলকাতার হাসপাতাল

দেশের হয়ে আইসিসি টুর্নামেন্ট খেলছিলেন, তার মধ্যেই উঠল ডাকাতির অভিযোগ, ম্যাচের মাঝেই গ্রেপ্তার ক্রিকেটার

দলীয় নির্দেশকে ‘থোরাই কেয়ার’ এই নেতার, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল শীর্ষ নেতৃত্বের

মেদহীন চোয়াল পেতে সারাদিন চিউয়িং গাম চিবোচ্ছেন! অজান্তেই কোন বিপদ ডাকছেন, একবার জানলেই আর করবেন না

আদরের পোষ্য নিজেই নিজের মৃত্যুর কথা জানাল! প্রকাশ্যে বাবার বিরুদ্ধে অভিযোগ তরুণীর, সত্য জানলে চোখ কপালে উঠবে

মাঝে মাঝে পায়ের ব্যথায় ভোগেন? হাঁটতে অসুবিধা হয়? শরীরে এই ভিটামিনের অভাব হলে হারাতে পারেন হাঁটাচলার ক্ষমতা

পুজোর আগে ছিপছিপে চেহারা চান? সহজ কটি নিয়ম মানলেই কয়েক দিনে কমবে বাড়তি মেদ

ই১০ শিনকানসেন: ভারতের ৩২০ কিমি গতিসম্পন্ন নতুন বুলেট ট্রেনের বৈশিষ্ঠ্য কী?

কেটে-ছড়ে গেলে কোনও ভাবেই সারছে না! ক্ষত নিয়েই দিন কাটছে, কোন ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে শরীর, জানুন

চিন্তা বাড়াচ্ছে রক্ষণ, একক দক্ষতায় হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত, এশিয়া কাপ হকিতে চিনকে হারাল ভারত

বনগাঁমুখী এসি লোকাল চালুর সঙ্গে সন্ধের ভিড় সামলাতে বিধাননগর থেকে কল্যাণী পর্যন্ত বিশেষ ট্রেনের ভাবনা রেলের 

যখন-তখন ড্রাই ফ্রুটস খাচ্ছেন? জানেন আসলে ঠিক কখন শুকনো ফল খেলে পাবেন সবচেয়ে বেশি উপকার

রোজের ‘নীরিহ’ অভ্যাসই শরীরকে নষ্ট করে দেব! সকাল থেকে রাত কোন কোন কাজ করবেন না, জানুন

'কনে দেখা আলো'র মেকআপ রুমে খুনসুটি মৈনাক-নন্দিনীর

স্তন রাখতে গেলে দিতে হত ট্যাক্স! মহিলাদের 'স্তন কর' সম্পর্কে অজানা ইতিহাস এই গ্রামে বিস্মিত করবে

আমি নিরাপদে আছি, নেট দুনিয়াতে সাড়া ফেলল এই ভিডিও

সোশ্যাল মিডিয়া