আজকাল ওয়েবডেস্ক: ভারোত্তোলনে যুব কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড হাওড়ার কোয়েল বরের। তাঁর বাবা মুরগি বিক্রেতা। একসময়ে বাবাকে জিমে যেতে দেখেই ভারোত্তোলনে আসা কোয়েলের। সেই মেয়ে যুব কমনওয়েলথ গেমসে তিনটি বিশ্বরেকর্ড করল। হাওড়ার ১৭ বছরের মেয়ে কোয়েল বর তিনটি বিশ্বরেকর্ড গড়ে জোড়া সোনা জেতেন। ছেলেদের ৬৫ কেজি বিভাগে সোনা জেতেন বাংলারই অনীক মোদি। 

কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ১৭ বছর বয়সী কোয়েল মোট ১৯২ কেজি ওজন তুলে মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জেতেন। এই সোনা জয়ের পথে কোয়েল ভেঙে দেন যুব বিশ্ব রেকর্ড। ভারোত্তোলনে প্রতিশ্রুতিময়ী প্রতিভা কোয়েল। সিনিয়র বিভাগে রুপো জয়ী স্নেহা সোরেনের (১৮৫ কেজি) থেকেও বেশি ওজন তুলেছিলেন। নিজের ক্ষমতার উপরে সবসময়ে আত্মবিশ্বাসী ছিলেন। আহমেদাবাদে কোয়েল বাংলার মুখ উজ্জ্বল করলেন। কথায় বলে, রেকর্ড তৈরি হয়, রেকর্ড ভাঙার জন্যই। সেটাই হল যুব কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে। 

আরও পড়ুন:   'ভাবিনি নাইট ডিউটি করে সংসার চালাতে হবে', মর্গ্যানের ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জেতা ফুটবলার এখন সিভিক ভলান্টিয়ার

সোনা জয়ের পরে কোয়েল বলেন, "আমি বিশ্বরেকর্ডের লক্ষ্য নিয়ে নেমেছিলাম। আমি সাধারণত অনুশীলনের সময় ক্লিন অ্যান্ড জার্কে ১০৭-১০৮ কেজি তুলে থাকি। ফলে রেকর্ড আমার নাগালের মধ্যেই ছিল। আমি ১০৯ কেজিও তুলতে পারতাম।  অল্পের জন্য তা মিস করেছি।"

স্ন্যাচে ৮৫ কেজি রেকর্ড করা কোয়েল বলেন, ''আমি ২০১৮ সালে আমার বাবাকে দেখার পর থেকে ভারোত্তোলন শুরু করি। বাবা আগে জিমে যেতেন। বিজয় (শর্মা) স্যরের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পর গত দুই বছরে আমার খেলার উন্নতি হয়েছে। আগে আমি মোট ওজন তুলেছিলাম ১৪৭ কেজি। এখন ১৯২ কেজি।''

কথায় বলে,জহুরি জহর চেনেন। কোয়েলকে একঝলক দেখে জাতীয় দলের প্রধান কোচ বিজয় শর্মা বুঝে গিয়েছিলেন এই মেয়ে একদিন সোনা জিতবেন। লম্বা রেসের ঘোড়া তিনি।  বাংলার মেয়েটিকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা শুরু করে দেন বিজয় শর্মা। কোয়েলকে স্কাউট করেন তিনি। বিজয় বলেছেন, ''কোয়েলকে দেখে আমার শারীরিক দিক থেকে শক্তিশালী বলেই মনে হয়েছিল। তাই অলিম্পিকের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে তৈরি করছিলাম।'' 

দুর্দান্ত এই সাফল্যের পরে বাংলার মেয়েকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহমেদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ‍্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, কোচ – সকলকে জানাই শুভেচ্ছা। আগামীদিনে কোয়েল আরো ভালো খেলবে, অলিম্পিক্সে পদক জিতে বাংলার মুখ আরো উজ্জ্বল করবে, এই প্রত্যাশা আমি করি। ওর যে কোনো দরকারে রাজ্য সরকার ওর পাশে থাকবে।’’

 

?ref_src=twsrc%5Etfw">August 27, 2025

আরও পড়ুন: এশিয়া কাপের আগে নজর কাড়ছেন সঞ্জু, এবার এক বলে নিলেন ১৩ রান, শুনতে অবাক লাগলেও একদম সত্যি