আজকাল ওয়েবডেস্ক: আজ ১১টা ৩৫ এ শেষ হচ্ছে অমাবস্যা। তারপরেই শুরু প্রতিপদ। অন্যদিকে আজ চন্দ্র এবং সূর্য উভয়েই সিংহ রাশিতে অবস্থান করছে। পাশাপাশি আজ থাকছে শিব যোগ। এটি একটি অত্যন্ত বিরল যোগ এই যোগে যাঁদের জন্ম হয় তাঁরা অত্যন্ত সৌভাগ্যশালী হন। সারা জীবন তাঁদের মাথার উপর মহাদেবের আশীর্বাদ থাকে। দৈনন্দিন জীবনেও এই যোগ বয়ে আনতে পারে অসাধারণ সৌভাগ্য। দেখে নেওয়া যাক আজ কোন কোন রাশির উপর বর্ষিত হবে শিবের আশীর্বাদ।

 

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

মেষ

মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাফল্য ও কর্মশক্তিতে ভরপুর থাকবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ আজ সম্পন্ন হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন, আর ঊর্ধ্বতনদের কাছ থেকেও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও আজ লাভজনক সময়। বিনিয়োগ বা নতুন ব্যবসার সুযোগ এলে হাতছাড়া করবেন না। প্রেম ও দাম্পত্য জীবনে নতুন রঙ যোগ হবে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

সিংহ

আজ যে কোনও কাজে উদ্যোগী হলে সাফল্য নিশ্চিত। শিল্প, সাহিত্য কিংবা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বিশেষ স্বীকৃতি পেতে পারেন। সামাজিক জীবনে সম্মান বাড়বে। দীর্ঘদিনের আর্থিক সমস্যারও কিছুটা সমাধান হবে। প্রেমে অগ্রগতি ও সম্পর্কের দৃঢ়তা আজ আরও গভীর হবে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

কন্যা

কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি চমকপ্রদ সুখবর বয়ে আনতে পারে। হঠাৎ করেই কোনও পুরনো বন্ধুর কাছ থেকে লাভজনক প্রস্তাব আসতে পারে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা প্রবল। আর্থিক দিকেও নতুন উৎস থেকে আয় হতে পারে। পরিবারে আনন্দ ও শান্তি বিরাজ করবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

ধনু

আজ ধনু রাশির ভাগ্য প্রবল। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতের জন্য শুভ হবে। বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগের খবর আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং নতুন আয়ের পথ খুলে যেতে পারে। মানসিক দিক থেকেও আজ আপনি প্রশান্তি পাবেন। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি অনেকটা স্বপ্নপূরণের মতো কাটতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল আজ হাতে পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। প্রেমের সম্পর্কে অগ্রগতি এবং পরিবারে আনন্দের আবহ তৈরি হবে। ভাগ্য আপনার পাশে রয়েছে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। স্বাস্থ্যও আজ ভাল থাকবে।

 

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

 

সব মিলিয়ে আজ ২৩ অগাস্টে মেষ, সিংহ, কন্যা, ধনু ও কুম্ভ রাশির জাতকরা বিশেষভাবে সৌভাগ্যবান হবেন। কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম ও সম্পর্ক সব ক্ষেত্রেই তাঁরা ইতিবাচক ফলাফল পাবেন। গ্রহ-নক্ষত্রের মঙ্গলপ্রভাব আজ তাঁদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই পাঁচ রাশির জাতকদের জন্য আজকের দিনটি হবে এক কথায় সাফল্য ও আনন্দে ভরপুর।