আজকাল ওয়েবডেস্ক: নতুন টেস্ট অধিনায়ক এবং তারুণ্যে ভরা দলের স্মরণীয় ইংল্যান্ড সফরের পর এবার টিম ইন্ডিয়ার পরবর্তী বড় মিশন এশিয়া কাপ। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আগস্ট ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে বিসিসিআইয়ের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ স্পোর্টস সায়েন্স দলের মেডিক্যাল বুলেটিন পাওয়ার ওপর। যার মধ্যে রয়েছে দলের অধিনায়ক সুর্যকুমার যাদবের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যও। যদিও সূর্যকুমার ইতিমধ্যেই বেঙ্গালুরুর নেটে ব্যাটিং শুরু করেছেন। রিপোর্ট অনুযায়ী, নির্বাচক কমিটি দলে বড় কোনও পরিবর্তনে আগ্রহী নয়।
কারণ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডেয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা টিম ইন্ডিয়ার অত্যন্ত শক্তিশালী টপ ফাইভ। বিসিসিআই সূত্রে খবর, অভিষেক শর্মা আইসিসির সর্বশেষ র্যা্ঙ্কিংয়ে বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটার। সঞ্জু স্যামসন গত সিজনে ব্যাট এবং গ্লাভস দুটোতেই অসাধারণ। তবে শুভমান গিলের বর্তমান ফর্মও উপেক্ষা করার মতো নয়। আইপিএলেও তাঁর ভাল পারফরম্যান্স ছিল। মূল সমস্যা হলো টপ অর্ডারে অনেক প্রতিযোগী রয়েছেন। ফলে, একাধিক প্রতিদ্বন্দ্বিতার কারণে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের জন্য স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হতে পারে।
আরও পড়ুন: আইএফএকে চিঠি, ডুরান্ড শেষ না হওয়া পর্যন্ত কলকাতা লিগ খেলবে না মোহনবাগান
অন্যদিকে, ওডিআইতে প্রথম পছন্দের উইকেটরক্ষক হওয়া কেএল রাহুলকে মিডল অর্ডারে না খেলানো হওয়ায় বিবেচনায় আনা হচ্ছে না। দ্বিতীয় উইকেটরক্ষক পজিশনের জন্য সঞ্জু স্যামসন নিশ্চিত হলেও জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেল এই পদের জন্য লড়াই করবেন। জুরেল সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ছিলেন। অন্যদিকে, জিতেশ শর্মা আইপিএলে আরসিবির জয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়েও সফল রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইপিএল জয়ী আরসিবির হয়ে অত্যন্ত প্রভাবশালী ছিলেন তিনি এবং ফিনিশার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
হার্দিক পান্ডিয়া ভারতের প্রথম পছন্দের হোয়াইট বল অলরাউন্ডার থাকলেও ইংল্যান্ড সিরিজে আহত নীতিশ কুমার রেড্ডি সময়মতো ফিট হতে পারবেন না। শিবম দুবে যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল প্রত্যাবর্তন করেছেন, তাঁর স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি। অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর দলের অন্য দুই স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন। পেস বোলিং আক্রমণে যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং ইতিমধ্যেই নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। তৃতীয় স্থানটির জন্য প্রাসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা লড়াই করবেন। প্রসিদ্ধের আইপিএলে ২৫ উইকেট, আর হর্ষিতের শক্তিশালী বোলিংয়ে ভরসা রয়েছে।
এশিয়া কাপের সম্ভাব্য দল: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমন গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা/প্রসিদ্ধ কৃষ্ণ, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা/ধ্রুব জুরেল।
আরও পড়ুন: কেন রাজস্থান ছাড়তে চাইছেন সঞ্জু? জানা গেল আসল কারণ
