আজকাল ওয়েবডেস্ক:‌ ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ। তারপর বর্ডার গাভাসকার ট্রফিতে ১–৩ হার। অবশ্য ইংল্যান্ডে ঘুরে দাঁড়িয়েছে শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া। ১–২ পিছিয়ে থাকা সিরিজে ওভাল টেস্ট জিতে ২–২ করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। এখন কিছুদিন বিশ্রাম। তারপর এশিয়া কাপের লড়াই শুরু হবে।


চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল টিম ইন্ডিয়া। সেই দুবাই ও আবুধাবিতেই হবে এশিয়া কাপ। বাড়তি সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া। কারণ সেখানে উইকেট স্পিন সহায়ক।


টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটরক্ষক দীনেশ কার্তিক মনে করছেন, টেস্টে এমন একটা দল তৈরি করতে হবে যারা নিয়মিত বিপক্ষের ২০ উইকেট তুলতে পারবে। না হলে ব্যাটাররা যতই রান করুক টেস্ট জেতা যাবে না। কার্তিকের কথায়, ‘‌ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল দল। অস্ট্রেলিয়াতেও ফল ভাল হয়নি। তবে এখন দলের নিয়ন্ত্রণ গম্ভীরের হাতে রয়েছে। দলটা প্রায় তরুণ বলা চলে। এই দলের মূল কান্ডারীই কিন্তু গম্ভীর ও শুভমন।’‌ কার্তিক এরপরই যোগ করেছেন, ‘‌তবে একটা কথা বলব টেস্টে গম্ভীর ব্যাটিং গভীরতা বাড়ানোর দিকেই নজর দিচ্ছে। এটা করলে কী ২০ উইকেট সব সময় নিতে পারবে। এটা মানতে হবে সাদা বলে গম্ভীর অসাধারণ কোচ। সে প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু পাঁচ দিনের ম্যাচের জন্য গম্ভীরকে আরও পরিণত হতে হবে। ও কিন্তু দেশের হয়ে বেশি টেস্ট খেলেনি। এমনকী ঘরোয়া ক্রিকেটেও না। তাই লাল বলের ক্রিকেটে আরও শিখতে হবে তরুণ কোচ গম্ভীরকে।’‌


কার্তিকের মনে হয়েছে দল নির্বাচনে কিছুটা রক্ষণাত্মক মানসিকতা রয়েছে টিম ইন্ডিয়ার। কার্তিকের কথায়, ‘‌এটা মানতে হবে গম্ভীর টেস্টের জন্য এমন প্রথম একাদশ বাছছে যারা অন্তত হারবে না। তাই ফল যাই হোক ওকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। এটা যদি কাজ করে যায় তো খুব ভাল। কিন্তু কাজ না করলে ভুল যে হচ্ছে তা স্বীকার করে নিতে হবে।’‌


এরপরই কার্তিক জানান, ‘‌ইংল্যান্ড সিরিজে ছেলেরা যা পারফর্ম করেছে তাতে কোচ গম্ভীর অবশ্যই খুশি হবেন। খুশি হবেন বুমরাও। কারণ তাঁর সতীর্থ তরুণ পেসাররা সেই পারফরম্যান্সটা তুলে ধরেছেন। এটা দেখতে হবে যে দুটো টেস্ট ভারত জিতেছে তাতে কিন্তু বুমরা খেলেনি। তবে দেশের জন্য অনেক অবদান রয়েছে বুমরার। কেরিয়ার আরও দীর্ঘ করতে হলে একটু বুঝে ব্যবহার করতে হবে বুমরাকে। কারণ বেশ কয়েকবার চোট পেয়েছে ও।’‌ 

এদিকে, জসপ্রীত বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেজায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন সিরিজের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। এরপর এশিয়া কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে অনিশ্চিত বুমরা‌। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিরিজ এবং ম্যাচের কথা ভেবে এবার তারকা পেসারকে সব সিরিজে খেলানো হবে না। তাঁকে যথাসম্ভব বেশি বিশ্রাম দেওয়ার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী তেমনই জানা যাচ্ছে। সর্বোচ্চ স্তরে তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে খেলাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। পরের বছর মার্চ এবং এপ্রিলে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেটাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য তাঁকে ফিট রাখতে চায়।