আজকাল ওয়েবডেস্ক: বুধ সন্ধ্যায় সিদ্ধান্ত, বুধ সন্ধ্যাতেই উত্তর। মার্কিন মুলুক ভারতীয় পণ্যের উপর ২৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার কিছুক্ষণেই জবাব দিয়ে দিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে কড়া জবাব দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল ইতিমধ্যেই সমজমাধ্যমে বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে কোন পদক্ষেপ গ্রহণ করবে দেশ।
এমইএ-র বিবৃতিতে লেখা রয়েছে-‘সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে, আমাদের আমদানি বাজারের চাহিদার উপরে নির্ভর করে এবং ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অন্যান্য বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অতিরিক্ত শুল চাপানোর জন্য আমেরিকা বেছে নিচ্ছে ভারতকেই।
আমরা পুনর্ব্যক্ত করছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।‘
বুধবার সন্ধেয় জানা যায়, ২৫ শতাংশের পর আরও ২৫ শতাংশ। মার্কিন মুলুক ভারতীয় পণ্যের উপর শুল্কের হার দ্বিগুন করল। আন্তর্জাতিক এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য 'জরিমানা' হিসেবে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে মার্কিন মুলুক এবং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেনাকাটাকারী এবং অর্থ সঙ্কটে থাকা অন্যান্য দেশগুলির বিরুদ্ধেও একই ধরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানা গিয়েছে।
তবে বুধবারের এই ঘোষণা যে আসতে চলেছে, আভাস পাওয়া গিয়েছিল মঙ্গলবারেই। মঙ্গলবার, ৫ আগস্ট একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর ‘উল্লেখযোগ্যভাবে’ শুল্ক আরোপ করতে পারি।”
ঠিক কী বলেছিলেন ট্রাম্প? বলেছিলেন, 'তিনি বলেন, “ভারত আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে অতো ব্যবসা করি না। তারা আমাদের ভাল বাণিজ্যিক অংশীদার নয়। আমরা ভারতের জন্য ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ব্যাপারে সম্মত হয়েছি। কিন্তু আমার মনে হয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি তা ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়িয়ে দেব।” সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আগের আরোপিত শুল্ক কার্যকরী হয়ে যাবে ৭ আগস্ট থেকে, নতুন ২৫ শতাংশ আরোপিত শুল্ক তার ২১ দিন পর থেকে কার্যকরী হবে।
Statement by Official Spokesperson⬇️
— Randhir Jaiswal (@MEAIndia)
???? https://t.co/BNwLm9YmJc pic.twitter.com/DsvRvhd61DTweet by @MEAIndia
ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্কের আরোপ ঠিক এক সপ্তাহ আগে করেছিল মার্কিন মুলুক। গত বুধবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন মুলুক। স্বাভাবিক ভাবেই, বন্ধু ট্রাম্পের আচমকা এহেন আচরণ কেন? প্রশ্ন উঠছিল তা নিয়ে। যদিও ট্রাম্প জানিয়েছিলেন, ঠিক কোন কারণে ভারতের উপর চড়া শুল্ক-হার চাপালেন তিনি। মাঝের দিনগুলিতে না নিয়ে নানা মন্তব্যও করেছেন তিনি।
গত বুধবারেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কারণ হিসেবে ট্রাম্প লিখেছিলেন, ' তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের সাথে রাশিয়ার শক্তির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তখন এসব কিছুই ভাল লাগছে না। তাই এবার থেকে ভারত ২৫% শুল্ক প্রদান করবে, এবং উপরোক্ত বিষয়ে জন্য একটি জরিমানাও দিতে হবে, যা পয়লা আগস্ট থেকে শুরু হবে।'
