আজকাল ওয়েবডেস্ক: আগস্ট মাস মানেই স্কুলের পড়ুয়াদের কাছে একটি ব্যস্ত মাস। এই মাসেই বছরের মাঝের পরীক্ষা হয়ে থাকে সমস্ত স্কুলে। তবে এই মাসেই তারা বেশ অনেকগুলি ছুটি পেয়ে থাকে। সেগুলি যদি তারা আগে থেকে জেনে নেয় তাহলে সেইমতো তারা এই মাসে নিজেদের মতো করে ছুটি কাটাতে পারবে।
 
 ৯ আগস্ট রাখি বন্ধন। ফলে সেদিন স্কুলের পড়ুয়াদের ছুটি থাকবে। এটি দেশজুড়ে পালিত হয়ে থাকে। এখানে দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা সহ সমস্ত রাজ্যেই ছুটি থাকে।
 
 ১৩ আগস্ট এবং ১৭ আগস্ট। এটি মূলত পশ্চিমবঙ্গে বেশি হয়ে থাকে। তবে পূর্ব ভারতেও পালিত হয়ে থাকে ঝুলন পূর্ণিমা। ফলে সেদিনও থাকে ছুটি। 
 
 ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি থাকে। সেদিন গোটা দেশে স্বাধীনতার উৎসব পালিত হয়ে থাকে। সেদিন বিভিন্ন স্কুল থেকে শুরু করে ক্লাব সর্বত্রই স্বাধীনতা পালিত হয়ে থাকে। 
 
 ১৬ আগস্ট থাকে জন্মাষ্টমী। সেদিন হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এই দিনটি দেশের বিভিন্ন অংশে পালিত হয়ে থাকে। সেখানে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সর্বত্রই ছুটির মেজাজ থাকে।
 
 ২৬ থেকে ২৮ আগস্ট কেরালাতে পালন করা হয় ওনাম উৎসব। ফলে সেখানকার স্কুলেও থাকে ছুটি। সেদিনের এই অনুষ্ঠানটি সেখানে ব্যাপকভাবে পালিত হয়ে থাকে।

 
 ২৭ আগস্ট রয়েছে গনেশ চতুর্থী। সেদিন মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানাতে বিশেষ করে ছুটি থাকে। সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তেও স্কুল ছুটি থাকে। অন্যদিকে এই মাসে কতদিন ব্যাঙ্ক ছুটি থাকবে সেটিও একবার দেখে নিন। 
 
 কোন কোন দিন ব্যাঙ্কে ছুটি
 
 সামগ্রিকভাবে মাসে মোট ১৫টি তালিকাভুক্ত ছুটি রয়েছে, যার মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস, গণেশ চতুর্থী এবং জন্মাষ্টমী। অন্যান্য আঞ্চলিক উদযাপন ও শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি। ভারতের সব ব্যাঙ্ক, সরকারি ও বেসরকারি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটির দিন হিসেবে থাকে। মাসের সব রবিবার সাপ্তাহিক ছুটি থাকে। মনে রাখবেন, এই ছুটিগুলি রাজ্য়ের উৎসবের ওপর ভিত্তি করেও হয়ে থাকে। 
 
 ৩ আগস্ট - (রবিবার) - সারা ভারত জুড়ে ব্যাঙ্কগুলি রবিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ।
 
 ৮ আগস্ট - (শুক্রবার) - তেন্ডং লো রাম ফাতের জন্য গ্যাংটক (সিকিম) এর ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
 
 ৯ আগস্ট - (শনিবার) - আহমেদাবাদ (গুজরাট), ভোপাল (মধ্যপ্রদেশ), ভুবনেশ্বর (ওড়িশা), দেরাদুন (উত্তরখণ্ড), জয়পুর (রাজস্থান), কানপুর এবং লখনউ (উত্তরপ্রদেশ), এবং শিমলা (হিমাচল প্রদেশ) এর ব্যাঙ্কগুলি রক্ষা বন্ধন এবং ঝুলনা পূর্ণিমার জন্য বন্ধ থাকবে; এবং ভারত জুড়ে দ্বিতীয় শনিবারের ছুটির জন্য।
 
 ১০ আগস্ট - (রবিবার) - সারা ভারত জুড়ে ব্যাঙ্কগুলি রবিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ।
 
 ৩ আগস্ট - (বুধবার) - দেশপ্রেমিক দিবসের জন্য ইম্ফল (মণিপুর) এর ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

 
 ১৫ আগস্ট — (শুক্রবার) — স্বাধীনতা দিবস এবং পারসি নববর্ষ (শাহেনশাহী) এবং জন্মাষ্টমী উদযাপনের জন্য ভারতজুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ।
 
 ১৬ আগস্ট — (শনিবার) — আহমেদাবাদ (গুজরাট), আইজল (মিজোরাম), ভোপাল এবং রাঁচি (মধ্যপ্রদেশ), চণ্ডীগড় (ইউটি), চেন্নাই (তামিলনাড়ু), দেরাদুন (উত্তরাখণ্ড), গ্যাংটক (সিকিম), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), জয়পুর (রাজস্থান), কানপুর এবং লখনউ (লখনউ) এর ব্যাঙ্কগুলি (ছত্তিশগড়), শিলং (মেঘালয়), জম্মু ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), এবং বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ) জন্মাষ্টমী (শ্রাবণ বদ-8) এবং কৃষ্ণ জয়ন্তীর কারণে বন্ধ থাকবে।
 
 ১৭ আগস্ট— (রবিবার) — সারা ভারতে ব্যাঙ্কগুলি রবিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ।
আরও পড়ুন: ভারতের বাজারে কতটা লাভ করতে পারবে স্টারলিঙ্ক, চিন্তায় টেসলা কর্তা
 
 ৯ আগস্ট — (মঙ্গলবার) — মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে আগরতলা (ত্রিপুরা) এর ব্যাংক বন্ধ থাকবে।
 
 ২৩ আগস্ট — (শনিবার) — ভারত জুড়ে ব্যাঙ্ক চতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে।
 
 ২৪ আগস্ট — (রবিবার) — ভারত জুড়ে ব্যাংক রবিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে।
 
 ২৫ আগস্ট — (সোমবার) — শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভব তিথি উপলক্ষে গুয়াহাটি (আসাম) এর ব্যাঙ্ক বন্ধ থাকবে।
