‘গদর ২’–এর ব্লকবাস্টার সাফল্যের পর সানি দেওল যেন ফের দ্বিতীয় ইনিংসে বলিউডের হেভিওয়েট নায়ক । সম্প্রতি তিনি শেষ করলেন বহু প্রতীক্ষিত 'বর্ডার'-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’-এর শুটিং। আর এবার খবর, প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন ফরহান আখতার ও তাঁর প্রোডাকশন হাউজ এক্সেল এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে সানি দেওল। খবর, এটি একটি লার্জার দ্যান লাইফ অ্যাকশন থ্রিলার। বিশাল বাজেট, হাই কনসেপ্ট আর পুরোদস্তুর সানি-স্টাইলে অ্যাকশন—সব মিলিয়ে সিনেমাটি হতে চলেছে দারুণ ‘পাওয়ার-প্যাকড’। জোর খবর, এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন কে কে মেনন এবং পঙ্কজ ত্রিপাঠি! ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কথাবার্তা শুরু করে দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণী তারকা বালাজি।
সূত্রের খবর, সানি দেওল আর ফারহানের প্রযোজনা সংস্থা বহুদিন ধরেই এই প্রজেক্ট নিয়ে কথা বলছিলেন। অবশেষে সবুজ সংকেত মিলেছে। চিত্রনাট্য পড়েই রাজি হয়ে যান সানি। এই চরিত্রে তাঁকে আবার সেই জনপ্রিয় অ্যাকশন হিরো রূপে দেখা যাবে যেটা দর্শক ভীষণ ভালবাসেন। এক্সেলও চায়, তাঁদের প্রথম যৌথ প্রজেক্টটা যেন হয় মাইলস্টোন।”
আরও পড়ুন: হিমালয়ের কোলে ছুটি কাটাতে গিয়ে ফাঁস সানির ‘হনুমান’ লুক? অভিনেতার ‘নয়া লুক’ দেখে কী বলছে নেটপাড়া?
সবশেষ তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে ‘জাঠ’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন রণদীপ হুডা। ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন ড্রামা বক্স অফিসে ভালই চলেছে, আর ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এর সিক্যুয়েলের।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে সানির পিরিয়ড ড্রামা ‘লাহোর ১৯৪৭’। রাজকুমার সন্তোষীর পরিচালনায় তৈরি এই ছবিতে রয়েছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল এবং অভিমন্যু সিং। যদিও ছবিটি এই বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রোডাকশন সংক্রান্ত জটিলতায় তা পিছিয়ে গিয়েছে।
আর 'বর্ডার ২'? সেই ছবিতেও সানির সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান ও আহান শেট্টি। ফলে দেশাত্মবোধ আর অ্যাকশনে ভরপুর এক্সপ্লোসিভ প্যাকেজ যে অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য!
সম্প্রতি, ‘বর্ডার ২’-এর শুটিং শেষ করে ছেলেকে সঙ্গে নিয়েব রফে মোড়া হিমালয়ের কোলে ছুটি কাটিয়ে এলেন সানি দেওল। ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি ছেলেকে জিজ্ঞেস করছেন, "মজা হচ্ছে?" রাজবীর হেসে উত্তর দেয়, “হ্যাঁ, খুব মজা। ধুলোয় ঢাকা—ভাল ধুলো, স্বাস্থ্যকর ধুলো! ত্বকের পক্ষেও ভাল।”
প্রসঙ্গত, 'রামায়ণ'-এর মহাযুদ্ধে সানির বজ্রনিনাদ! সানি দেওল ইতিমধ্যেই যুক্ত হয়েছেন নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ প্রজেক্টে। সেখানে রণবীর কপূর অভিনয় করছেন ভগবান রামের চরিত্রে, সাই পল্লবী হচ্ছেন সীতা, যশ অভিনয় করছেন রাবণের ভূমিকায়, আর রবি দুবে হচ্ছেন লক্ষ্মণ। এরই মধ্যে সানিকে নিয়ে গুঞ্জন—তিনি হতে চলেছেন এই মহাযজ্ঞের হনুমান! ছবিটি দুই পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭-এর দীপাবলিতে। এরই মধ্যে নির্মাতারা ছবির প্রথম ঝলক প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
অন্যদিকে, কিছুদিন আগে অভিনেতা খোলাখুলি জানিয়েছেন, তিনি ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন—আর সেই কারণে পড়াশোনার দিনগুলো তাঁর কাছে ছিল ভয়ংকর কঠিন। শুধু স্কুলজীবনেই নয়, সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ও এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ‘যাদের পড়াশোনায় মন বসত না, তাদের বোকা-হাঁদা বলেই চালিয়ে দেওয়া হত’ — নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সানি বলেন, “তখন তো অবস্থা ছিল এমন—যদি তুমি পড়াশোনায় ভাল না হও, তাহলে তোমাকে হাঁদা বলে দেওয়া হত, মারও খেতে হত তাঁদের!।এটা একেবারে ব্যক্তিগত একটা বিষয়। প্রত্যেক শিশুর আলাদা প্রতিভা থাকে। তার আসল প্রতিভা কোথায়, সেটা সে যখন খুঁজে পায়, সেখানেই তার মনোযোগ দেওয়া উচিত।”
