‘জয় শ্রী রাম!’— ঠিক এই শব্দবন্ধেই এখন গর্জে উঠছে নেটদুনিয়া। বলিউডের একচেটিয়া ‘অ্যাকশন হিরো’ সানি দেওল, সম্প্রতি ‘বর্ডার ২’-এর শুটিং শেষ করে সময় কাটাচ্ছেন বরফে মোড়া হিমালয়ের কোলে। তবে ছুটির এই মুহূর্তেই যা নিয়ে সর্বাধিক জল্পনা, তা হল তাঁর একেবারে নতুন লুক।

 

বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কিছু ছবি শেয়ার করেন সানি। তুষারে ঘেরা পাহাড়ের পাশে গাড়ির সামনে দাঁড়িয়ে, মাথায় ক্যাপ, ধূসর ট্রাউজারে এবং নীল সোয়েটশার্টে ধরা দিলেন তিনি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়—এই নতুন ‘ক্লিন শেভ’ লুক, যা অনেকেরই মতে, রামায়ণে তাঁর সম্ভাব্য হনুমান চরিত্রের প্রস্তুতির অংশ।

 

আরও পড়ুন: তাব্বুর ঠোঁটে জোর করে নিজের ঠোঁট ঠেসে ধরেছিলেন এই বিখ্যাত নায়ক! বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর দিদির

 

আরও ইঙ্গিত মিলেছে পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকেও। সানি ব্যবহার করেছেন হ্যান্‌স জিমার-এর সেই বিখ্যাত এফ ওয়ান ছবির (F1) সাউন্ডট্র্যাক, যিনি আবার আসন্ন রামায়ণ ছবির মিউজিক কম্পোজারও। ক্যাপশনে লিখেছেন -“পাহাড় চূড়ায় পৌঁছনোর জন্য ঝোড়ো হাওয়া ভরা রাস্তার মধ্যে এগিয়ে চলাই হচ্ছে জীবন — নতুন লুক, নতুন পথ।”

 

ব্যস! তার পর থেকেই কমেন্ট সেকশন ভরে গিয়েছে এই ধরনের উত্তাল প্রতিক্রিয়ায়—“হনুমানজির জন্য রেডি”, “জয় শ্রী রাম!”, “আমাদের হনুমান আসছেন!”,  “হনুমান হিসেবে দুর্দান্ত লুক!”। 

 

'রামায়ণ'-এর মহাযুদ্ধে সানির বজ্রনিনাদ! সানি দেওল ইতিমধ্যেই  যুক্ত হয়েছেন নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ প্রজেক্টে। সেখানে রণবীর কপূর অভিনয় করছেন ভগবান রামের চরিত্রে, সাই পল্লবী হচ্ছেন সীতা, যশ অভিনয় করছেন রাবণের ভূমিকায়, আর রবি দুবে হচ্ছেন লক্ষ্মণ। এরই মধ্যে সানিকে নিয়ে গুঞ্জন—তিনি হতে চলেছেন এই মহাযজ্ঞের হনুমান! ছবিটি দুই পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭-এর দীপাবলিতে। এরই মধ্যে নির্মাতারা ছবির প্রথম ঝলক প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sunny Deol (@iamsunnydeol)