আজকাল ওয়েবডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল শহর। আতঙ্কে ছোটাছুটি সাধারণ মানুষের। মুহূর্তের মধ্যে জারি হল সুনামি সতর্কতাও। এই পরিস্থিতিতেও রাশিয়ার কামচাটকায় এক হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ময়কর চিত্র। ভূমিকম্পের মধ্যেও সার্জারি করলেন চিকিৎসকরা। তাঁদের সহায়তা করলেন বাকি নার্সও।
রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্পের পর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে কামচাটকার হাসপাতালে চিকিৎসকদের কাণ্ড। যে ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে চোখ ছানাবড়া নেটিজেনদেরও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
সদ্য ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কামচাটকায় ৮.৮ মাত্রার জোরালো ভূমিকম্পের সময় কেঁপে ওঠে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার। রীতিমতো দুলতে শুরু করে অপারেশন থিয়েটারের বেড, আলো, জিনিসপত্র। কোনও মতে বেডটি ধরে রাখার চেষ্টা করেন নার্সরা। কাঁপতে কাঁপতেই সার্জারি করেন চিকিৎসকরা। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নিজের কর্তব্যে অটল তাঁরা। সার্জারি শেষ করে তবেই অপারেশন থিয়েটার থেকে বের হন তাঁরা।
Doctors in Kamchatka kept calm during the powerful quake — and never stopped the surgery
— RT (@RT_com)
They stayed with the patient until the end
The patient is doing well, according to the Health Ministry pic.twitter.com/swtdBFSpm5Tweet by @RT_com
স্বাস্থ্য মন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, 'শক্তিশালী ভূমিকম্পের মধ্যে কামচাটকার চিকিৎসকরা শান্ত হয়ে কর্তব্যে অটল। এই পরিস্থিতিতেও সার্জারি থামাননি। সার্জারির শেষ পর্যন্ত রোগীর সঙ্গেই ছিলেন তাঁরা। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল।' ভিডিওটি এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে। কয়েক লক্ষ মানুষ সেটি দেখেছেন।
আরও পড়ুন: ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর আরও ৩০বার কেঁপে উঠল রাশিয়া, আগামী সপ্তাহে আরও বিপদের আশঙ্কা!
বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপান ও রাশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূপৃষ্ঠ থেকে ২০.৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা।
রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি সুনামির চরম সতর্কতা। আজ বুধবার আলাস্কা, হাওয়াই সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে শুরু করেছে সুনামির ঢেউ। সাউথ ইস্ট আলাস্কার উপকূলে বুধবার বেলা সাড়ে ১১টার মধ্যে সুনামি আছড়ে পড়তে পারে।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ইতিমধ্যেই সুনামির জন্য সাইরেন বাজিয়ে শুরু করেছে। বুধবার বেলা ১১টা ২৫ মিনিট নাগাদ সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়াই এমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, 'সুনামি আছড়ে পড়বেই। এর জেরেই উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাগরিকদের প্রাণহানি রুখতে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।'
প্রসঙ্গত, চলতি মাসেই দিন কয়েক আগেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা। সেবার রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয় শক্তিশালী কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
ভূমিকম্পের পরেই কামচাটকা এলাকায় বহু আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বহু বাড়িও। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই বিদ্যুৎ বিভ্রাট রাশিয়ার উপকূলীয় এলাকায়। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯। এই ভূমিকম্পের পরেই ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল জাপানে। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়ার কামচাটকা এলাকায় রিখটার স্কেলে ৯ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেবারেও হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই এলাকায় ৯.১ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। ১৯৫২ সালের পর এই প্রথম রাশিয়ায় এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল।
