আজকাল ওয়েবডেস্ক: ঘন অন্ধকারে ডুবল রাশিয়া। সাতসকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। এরপরই শহরে বিদ্যুৎ বিভ্রাট। প্রাণ বাঁচাতে আতঙ্কে ঘরছাড়া লক্ষ লক্ষ বাসিন্দা। আতঙ্কে শুরু হয়েছে হুড়োহুড়ি। রাস্তাতেও প্রবল যানজট।
বিপদ এখনই পিছু ছাড়ছে না। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম কম্পনের পর আরও ৩০ বার আফটার শক অনুভূত হয়েছে রাশিয়ায়। রিখটার স্কেলে বেশিরভাগ আফটার শকের মাত্রা ছিল ২ থেকে ৫-এর মধ্যে। কমপক্ষে ৬বার আফটার শকের মাত্রা ছিল ৬.৯। বিশেষজ্ঞদের দাবি, আগামী সপ্তাহেও রাশিয়ায় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা থাকতে পারে ৭.৫-এর আশেপাশে।
জাপানে ইতিমধ্যেই সুনামির কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে মস্কোতে। হোক্কাইডো ও টোকিও শহর ইতিমধ্যেই সুনামির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূল থেকে লক্ষ লক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। জাপানের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় সুনামির আরও উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
রাশিয়ার কামচাটকা প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের পর চীনেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। চীনে সুনামির হলুদ সর্তকতা জারি করেছে প্রশাসন। সাংহাই, জাউসান এলাকার উপকূলে সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপান ও রাশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূপৃষ্ঠ থেকে ২০.৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা।
রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি সুনামির চরম সতর্কতা। আজ বুধবার আলাস্কা, হাওয়াই সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে শুরু করেছে সুনামির ঢেউ। সাউথ ইস্ট আলাস্কার উপকূলে বুধবার বেলা সাড়ে ১১টার মধ্যে সুনামি আছড়ে পড়তে পারে।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ইতিমধ্যেই সুনামির জন্য সাইরেন বাজিয়ে শুরু করেছে। বুধবার বেলা ১১টা ২৫ মিনিট নাগাদ সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়াই এমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, 'সুনামি আছড়ে পড়বেই। এর জেরেই উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাগরিকদের প্রাণহানি রুখতে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।'
প্রসঙ্গত, চলতি মাসেই দিন কয়েক আগেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা। সেবার রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয় শক্তিশালী কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
#Watch | Tsunami alert for US, Russia, Japan after catastrophic 8.8 magnitude #earthquake hits Russia's #Kamchatka pic.twitter.com/yFmt5jDGHN
— Greater Kashmir (@GreaterKashmir)Tweet by @GreaterKashmir
ভূমিকম্পের পরেই কামচাটকা এলাকায় বহু আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বহু বাড়িও। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই বিদ্যুৎ বিভ্রাট রাশিয়ার উপকূলীয় এলাকায়। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯। এই ভূমিকম্পের পরেই ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল জাপানে। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়ার কামচাটকা এলাকায় রিখটার স্কেলে ৯ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেবারেও হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই এলাকায় ৯.১ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। ১৯৫২ সালের পর এই প্রথম রাশিয়ায় এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল।
