আজকাল ওয়েবডেস্ক: ইরানের খ্যাতনামা ও সরকার-নিষিদ্ধ চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি চলতি বছরের ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান ফিল্মমেকার অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। এ সম্মান তার দীর্ঘদিনের সংগ্রামী ও দুঃসাহসিক চলচ্চিত্রচর্চার স্বীকৃতি। পানাহি, যিনি ৬৫ বছর বয়সেও কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার মধ্যেও বারবার নতুন চলচ্চিত্র নির্মাণ করে চলেছেন, তার সাম্প্রতিক ছবি It Was Just an Accident ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দ'অর পুরস্কার জয় করে। এই ছবিটি কারাগারে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এবং পাঁচ বন্দীর গল্প তুলে ধরে, যারা নিজেদের নির্যাতকের মুখ চেনার চেষ্টা করে, যদিও বন্দিদশায় তারা সকলেই চোখ বাঁধা অবস্থায় ছিলেন।
বুসান উৎসবের ঘোষণার পর পানাহি বলেন, “এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দেয়, চলচ্চিত্র এখনো আমাদের ভাষা, সীমান্ত ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে সংযুক্ত করতে পারে।” তিনি আরও জানান, এই পুরস্কার তিনি শুধু নিজের জন্য নয়, বরং তাদের জন্য গ্রহণ করছেন, যারা নির্বাসনে, চাপে কিংবা নিঃশব্দে থেকেও শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন। পানাহির কর্মজীবন বরাবরই ইরানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কঠোর সমালোচনায় পরিপূর্ণ। বিশেষত নারীদের অধিকার, সামাজিক বৈষম্য, এবং সেন্সরশিপ নিয়ে তাঁর ছবিগুলি সরকারের রোষানলে পড়ে বারবার নিষিদ্ধ হয়েছে। The Circle, Offside, Taxi, This Is Not a Film, No Bears—এই প্রতিটি ছবিই ইরানি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠ হয়ে উঠেছে।
২০০৯ সালের ইরানি নির্বাচনে কারচুপির প্রতিবাদে গড়ে ওঠা ‘গ্রীন মুভমেন্ট’-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় পানাহিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী প্রচার’ ও ‘রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে’ অংশ নেওয়ার অভিযোগ আনা হয়। ফলস্বরূপ, তাকে ২০ বছর সিনেমা নির্মাণ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবুও থেমে থাকেননি জাফর পানাহি। নিজের অ্যাপার্টমেন্টে গোপনে শুটিং করে তৈরি করেন This Is Not a Film, যা ফ্ল্যাশড্রাইভে লুকিয়ে কানে পাঠানো হয়েছিল। Offside-এ দেখা যায়, কীভাবে নারীদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয় না। The Circle-এ ফুটে উঠেছে নারীদের প্রতি পিতৃতান্ত্রিক সমাজের নিপীড়ন।
তার ছবি বারবার সরকার দ্বারা নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক মহলে পানাহি প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন। ২০১৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে Taxi সেরা ছবি হয়। Offside জেতে সিলভার বিয়ার। ২০১৮ সালে 3 Faces তাকে কানে সেরা চিত্রনাট্য লেখকের পুরস্কার এনে দেয়। No Bears ২০২২ সালে ভেনিস উৎসবে জেতে বিশেষ জুরি পুরস্কার। ২০২২ সালের জুলাইয়ে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় পানাহিকে আবারও গ্রেপ্তার করা হয়। প্রায় সাত মাস জেলে কাটিয়ে তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান।
চলচ্চিত্রের মাধ্যমে সরকারের দমননীতি, সেন্সরশিপ ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধের রূপ হয়ে উঠেছেন জাফর পানাহি। বুসান উৎসবের এই স্বীকৃতি শুধুমাত্র তাঁর নয়, বরং শিল্পের স্বাধীনতার পক্ষে এক বলিষ্ঠ বার্তা, যেখানে সৃজনশীলতা নিপীড়নের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। পুরস্কার প্রদান হবে উদ্বোধনী দিনে, ১৭ সেপ্টেম্বর। এতে এশিয়ার শীর্ষ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতারা অংশগ্রহণ করবেন।
