নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জনপ্রিয় থ্রিলার ‘রক্তবীজ’-এর সাফল্য আলোড়ন তুলেছিল বাংলা সিনেমার মানচিত্রে। সেই ছবির প্রতিশ্রুতির প্রতিধ্বনিতে এখন আগুন ছড়াচ্ছে তাদের ‘রক্তবীজ ২’-এর আনাউন্সমেন্ট টিজারে। ২০২৫ সালের দুর্গাপুজোর দিকে মুক্তির লক্ষ্যে নির্মিত হবে এই সিক্যুয়েল, যা মুক্তি পেল ২৩ জুলাই। ঝড়ের মতো জনপ্রিয় হয়ে উঠেছে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ড্রপ—বিশেষ করে “মুনির আলম কোথায়?” ইঙ্গিতপূর্ণ সংলাপে মুহূর্তে টনক নাচিয়ে দেওয়ার মতো উত্তেজনা ছড়াল।
টিজারে শোনা যায় গম্ভীর জলদমন্দ্র এক স্বর - “তোরা মুনিরকে মারতে পারবি না, তোরা এক মুনিরকে মারছিস, আরও হাজার মুনির আসবে।” নন্দিতা–শিবপ্রসাদ দু’জনই এক কণ্ঠে বলেছেন -“রক্তবীজ-এর যে ভালবাসা আমরা পেয়েছি, তা-ই আমাদের এই গল্পকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে অনুপ্রাণিত করেছে। সিকুয়েলে আরও বড় ক্যানভাস, নাটক, আবেগ ও উত্তেজনা থাকবে।” এরপর দেখা যায় এসপি সংযুক্তা (মিমি চক্রবর্তী) ও আইজির চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে সমুদ্র সৈকতে মিমির বিকিনি লুক দেখে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে সমাজমাধ্যম। এছাড়া ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, কৌশানী মুখার্জী, নুসরত জাহানের উপস্থিতি টিজারে চোখে পড়ে। মুনির আলম-এর চরিত্রে অঙ্কুশ হাজরার স্বল্প উপস্থিতিও নজর কাড়ে।
উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রক্তবীজ ২’ হবে একটি একশন-থ্রিলার, যা কেবল কলকাতায় নয়, থাইল্যান্ডে শ্যুটিংয়ের মতো আন্তর্জাতিক স্তরে ধারণক্ষমতা রাখে। শিবপ্রসাদ আগে জানিয়েছিলেন, “বহুরূপী” ছবির মত এবার ‘রক্তবীজ ২’ হবে বড় প্লাটফর্মে, বিস্তৃত লোকেশনে গড়ে ওঠা।
আগের ছবির মতো এবারও ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে দুর্গাপুজো ২০২৫-এ। এই মুহূর্তে টিজার শুধু চরিত্র–সংলাপে নয়, রাজনৈতিক–প্রতিবাদী থিম ও জনমনের সঙ্গে সরাসরি ইঙ্গিতের মাধ্যম—যেখানে ষড়যন্ত্র ও থ্রিলার ভরপুর। আগের ছবি শীর্ষে ছিল—এবার সেই প্রত্যাশা ছাড়িয়ে যেতে চাইছে নির্মাতা‑দ্বয়।শিবপ্রসাদ-নন্দিতা প্রমাণ করতে চলেছেন— ‘রক্তবীজ’ একটাই হয় না। ফের আগুন জ্বালাতে ফিরছে ‘রক্তবীজ ২’।
