আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে তীরে এসে তরী ডুবেছে। ২২ রানে হারতে হয়েছে ভারতকে। চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিল ১৯৩ রান। ১৭০ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। জাদেজার লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি।
 
 লর্ডস টেস্ট জিততে পারত টিম ইন্ডিয়া। এমনটাই মনে করেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। যদি নীতীশ কুমার রেড্ডি ও জাদেজার মধ্যে এক জন একটু চালিয়ে খেলতে পারতেন। ১৯৩ রান তাড়া করতে নেমে এক সময় ৮২ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। অষ্টম উইকেটে রেড্ডি ও জাদেজা ৩০ রান যোগ করেন। তবে রানের গতি বাড়াতে পারেননি। শাস্ত্রীর মতে, এই দুই ক্রিকেটারের মধ্যে অন্তত এক জনকে দায়িত্ব নিয়ে রানের গতি বাড়াতে হত। নিজের ইউটিউব চ্যানেলে শাস্ত্রী বলেছেন, ‘লাঞ্চের আগে জাদেজা ও রেড্ডি ব্যাট করছিল। বল তখন শক্ত ছিল। ফিল্ডাররাও উপরের দিকে ছিল। বল একবার নরম হয়ে গেলেই সমস্যা। যে কোনও সময় চালাতে গিয়ে আউট হওয়ার ঝুঁকি থেকেই যায়। আর তাই লাঞ্চের আগেই যদি দ্রুত ৪০ টা রান তুলে ফেলতে পারত রবীন্দ্র জাদেজা ও নীতীশ কুমার রেড্ডিরা। তাহলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। দ্রুত কিছু রান তুলে তারপর ডিফেন্সিভ খেললেই হত। ঠিক যেরকম খেলছিল ওরা। সেটাই আর একটু পরে শুরু করলেই হত।’
 
 সিরিজে ভারত এখন ১–২ পিছিয়ে। কিন্তু শাস্ত্রীর কথায়, সুযোগ গুলি ঠিকঠাক কাজে লাগাতে পারলে ভারত এতদিনে সিরিজ জিতে যেত। শাস্ত্রীর বক্তব্য, ‘সুযোগ গুলো কাজে লাগাতে পারলে ভারত আজ ৩–০ ব্যবধানে এগিয়ে যেতে পারত। তবে প্রথমে লিডস ও পরে লর্ডসে ইংল্যান্ড ক্রিকেটাররা ম্যাচুরিটি দেখিয়েছে। খোদ ইংরেজ অধিনায়ক পারফর্ম করে দেখিয়েছে।’
আরও পড়ুন: টি২০–র পর একদিনের সিরিজও জয়, ইংল্যান্ডের মাটিতে বড় নজির গড়লেন হরমনপ্রীত
 
 এদিকে, বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্ট। চতুর্থ টেস্টের দলে তিনটে পরিবর্তন হতে পারে। আকাশ দীপের জায়গায় অংশুল কম্বোজের খেলা প্রায় পাকা। আগের দুটো টেস্টে খেলেন নীতিশ কুমার রেড্ডি। তাঁর পরিবর্ত খুঁজে বের করতে হবে গৌতম গম্ভীর এবং শুভমন গিলকে। বাঁ হাঁটুর চোটের জন্য সিরিজের বাকি দুটো টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। এই দুটো ফোর্সড পরিবর্তন হবে দলে। তবে আরও একটি বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেরানো হতে পারে সাই সুদর্শনকে। লিডসে দুই ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে বাদ পড়েন। প্রথম টেস্টে তিনে নামেন সাই। ছয় নম্বরে খেলেন করুণ নায়ার। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে তিন নম্বরে ব্যাট করেন নায়ার। তবে ব্যর্থ তিনি। 
চতুর্থ টেস্টের আগে পরিস্থিতি অনুযায়ী, একমাত্র অংশুল কাম্বোজের অভিষেক নিশ্চিত। নীতিশের জায়গায় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ফিরতে পারেন শার্দূল ঠাকুর। শেষপর্যন্ত কোন কম্বিনেশনে মাঠে নামবে টিম ইন্ডিয়া, সেটাই দেখার।
এদিকে, বৃহস্পতিবার বৃষ্টির জন্য ভারতের নেট সেশনে বিঘ্ন ঘটে। কিন্তু তা সত্ত্বেও দেখে মনে হয়েছে, ম্যাঞ্চেস্টার টেস্টে ফিরছেন সাই। নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করতে দেখা যায় তাঁকে।
