আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে সম্প্রতি ভয়াবহ এক ঘটনা ঘটেছে৷ সাতারা জেলার বাসাপ্পা পেঠ করঞ্জে এলাকায় ঘটনাটি ঘটে। সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ একটি স্কুলফেরত তরুণী রাস্তা দিয়ে হেঁটে তাঁর বাড়ি ফিরছিলেন। সেই সময় ১৮ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্র তাঁর পথ আঁটকায়। হাতে একটি ধারালো ছুরি নিয়ে তরুণীকে আচমকা ভয় দেখাতে শুরু করে। অভিযুক্ত আর্যন ওয়াঘমালে। ঘটনা ঘিরে চাঞ্চল্য।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আর্যন ওই তরুণীকে প্রথমে ছুরি নিয়ে হুমকি দিতে থাকে। তরুণীকে বাঁচাতে আশপাশের কয়েকজন এগিয়ে আসলে তাঁদেরকেও ছুরি দেখিয়ে এর থেকে দূরে থাকতে বলে। ঘটনাটি রাস্তায় প্রকাশ্যে ঘটে বলে জানা গিয়েছে। এরপর লোকজন দ্রুত জড়ো হয় ঘটনাস্থলে। এহেন সময়ে দুর্ঘটনাস্থলের পাশে দুইজন অফডিউটি পুলিশকর্মী এবং এক স্থানীয় বাসিন্দা, যিনি আবার একজন ডাক্তার, সাহসিকতার সঙ্গে হস্তক্ষেপ করেন। তাঁরা পেছন দিক থেকে এসে অভিযুক্তকে ধরেন। এরপর তার হাত থেকে ছুরি কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে তরুণীকে দ্রুত সেখান থেকে সরিয়ে এক সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার জেরে অভিযুক্ত আর্যনকে আটক করে উত্তেজিত জনতা। তাকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে তাঁরা। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণাৎ অভিযুক্তকে হেফাজতে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তরুণীর হাতে একটি ছোট আঘাত লাগে। জানা গিয়েছে স্থানীয় এক জনৈ, যিনি তরুণীকে রক্ষা করতে এগিয়েছিলেন, তিনিও আঘাত পান।

আরও পড়ুনঃ ধর্মীয় উৎসব নাকি দুর্ভোগ? প্রশ্ন উঠছে বারবার, কাঁওয়ার যাত্রায় ২০০-এর বেশি অভিযোগ ...

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত আর্যন দীর্ঘ কয়েক মাস ধরে ওই ছাত্রীকে অনুসরণ করছিল। তরুণীকে নানাভাবে হেনস্থা করছিল। খবর অনুযায়ী, ছাত্রীর সঙ্গে তার আগে যোগাযোগ ছিল। তবে চলতি বছর শুরুর দিকে তরুণী অভিযুক্তের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এর পর থেকেই আর্যনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বাড়তে থাকে। উত্তেজনা তীব্র জায়গায় পৌঁছতে এদিন সে প্রকাশ্যে তরুণীর উপর হামলার চেষ্টা চালায়।

সূত্রে জানা গিয়েছে, আর্যনের বিরুদ্ধে পূর্বেও বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ এগুলোর মধ্যে রয়েছে উত্যক্ত করা। এমনকি সে দিনের পর দিন তরুণীর পিছু নিয়েছে বলেও অভিযোগ। পুলিশের মতে, সমস্ত ঘটনার তথ্য পাওয়া গিয়েছে। পুরো ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ।

ঘটনার জেরে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধান (Bharatiya Nyaya Sanhita - BNS)-এর আওতায় শ্লীলতাহানি, অপহরণের প্রচেষ্টা ও শিশুদের সুরক্ষা আইনের (POCSO Act) অধীনে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা মামলাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি তরুণীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ 

আরও পড়ুনঃ ছেলের মতো ভালবাসা, এমনকি 'রুপোর কড়া' উপহার যুবক কে! বেঙ্গালুরু তে বাড়িওয়ালার ব্যবহার মন ছুঁয়ে যায়

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা সমাজে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের ভয়াবহ উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযুক্ত ছাত্রকে জেরা করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সকলের বয়ান অনুযায়ী দ্রুত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছে।